৩১ জানুয়ারি, ২০২৬ | ১৭ মাঘ, ১৪৩২ | ১১ শাবান, ১৪৪৭


শিরোনাম
  ●  দৈনিক নিরপেক্ষের স্টাফ রিপোর্টার হলেন তারেক আজিজ   ●  রোহিঙ্গা জনগোষ্ঠীর অধিকার ও স্বপ্ন বাস্তবায়নে জাতীয় অ্যাডভোকেসি সেশন অনুষ্ঠিত    ●  উখিয়া অনলাইন প্রেসক্লাবে ৮ নতুন সদস্য   ●  প্রত্যন্ত গ্রাম থেকে বিশ্ববিদ্যালয়ের পথে আসিফ ইমরানের অনুপ্রেরণার গল্প   ●  উখিয়ায় একই পরিবারের দুই ভাই হত্যার পর আরেক ভাইকে কুপিয়ে গুরুতর জখম   ●  উখিয়ায় বেকারি মালিককে ছু’রি’কা’ঘা’ত, আটক ১   ●  খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় সিবিআইউ ছাত্রদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে   ●  উখিয়া–নাইক্ষংছড়িতে আলোচিত মাদক ও জাল টাকা মামলার সংশ্লিষ্টদের প্রকাশ্য প্রচারণা নিয়ে প্রশ্ন   ●  আ.লীগের বদি’র ক্যাশিয়ার দশবছর পর ফিরলেন বিএনপিতে   ●  অসহায় শিশুদের জন্য শীতকালীন বস্ত্র উপহার দিল স্টুডেন্টস’ প্ল্যাটফর্ম

বিএসপিএ'র ইফতারপূর্ব আলোচনা সভায় বক্তারা

শুধু পর্যটন নগরী নয়, দেশের স্পোর্টস নগরীর যোগ্যতাও রাখে কক্সবাজার

সংবাদ বিজ্ঞপ্তি :
শুধু পর্যটন নগরী নয়, দেশের স্পোর্টস নগরী হওয়ার যোগ্যতাও রাখে পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকতের শহর কক্সবাজার। সে ক্ষেত্রে ক্রীড়া সাংবাদিকদের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ।
শনিবার বিকেলে এশিয়ার ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশন (বিএসপিএ) কক্সবাজার জেলা শাখার ইফতারপূর্ব আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন।
কক্সবাজার বিএসপিএ সভাপতি এম.আর মাহবুবের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আহসান সুমনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন কক্সবাজার জেলা পরিষদ চেয়ারম্যান শাহিনুল হক মার্শাল।
এসময় জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ জাবেদ মাহমুদ, জেলা ক্রীড়া সংস্থার সিনিয়র সহ-সভাপতি আবছার উদ্দিন, সহ-সভাপতি অনুপ বড়ুয়া অপু, অতিরিক্ত সাধারণ সম্পাদক জিএম জাহিদ ইফতেখার, যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌরসভার প্যানেল মেয়র হেলাল উদ্দিন কবির, জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য রতন দাশ, পরেশ কান্তি দে, আলীরেজা তসলিম, আবছার কামাল, জেলা ফুটবল এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ হানিফ, কক্সবাজার বিএসপিএ’র সাবেক সভাপতি মাহবুবুর রহমান, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি মইন উদ্দিন, ট্যুর অপারেটরস এসোসিয়েশন অব কক্সবাজার (টুয়াক) এর সাধারণ সম্পাদক ও কুটুমবাড়ি রেস্টুরেন্টের স্বত্বাধিকারী নুরুল কবির পাশা, সাবেক কৃতি ফুটবলার খালিদ হোসেন, এনটিভির সিনিয়র রিপোর্টার ইকরাম চৌধুরী টিপু, বিএসপিএ কক্সবাজারের আহ্বায়ক কমিটির সদস্য ও দৈনিক হিমছড়ি সম্পাদক হাসানুর রশিদ, এটিএন বাংলার সিনিয়র রিপোর্টার মোয়াজ্জেম হোসাইন শাকিল, একাত্তর টেলিভিশনের সিনিয়র রিপোর্টার কামরুল ইসলাম মিন্টু, সাংবাদিক আব্দুল্লাহ নয়ন, দৈনিক বণিক বার্তার জেলা প্রতিনিধি ছৈয়দ আলম, দৈনিক আজাদীর জেলা প্রতিনিধি আজিজ রাসেল, রাইজিং বিডির জেলা প্রতিনিধি তারেকুর রহমান, দৈনিক ইনানীর যুগ্ম বার্তা সম্পাদক বলরাম দাশ অনুপম, ছাত্রলীগ নেতা জামশেদ উদ্দিন, সংবাদকর্মী মোহাম্মদ ফরিদ, সাজন বড়ুয়া প্রমুখ উপস্থিত ছিলেন।
এর আগে দোয়া মোনাজাত পরিচালনা করেন ঈদগাহ জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা আব্দুল কাইয়ুম।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।