২৬ আগস্ট, ২০২৫ | ১১ ভাদ্র, ১৪৩২ | ২ রবিউল আউয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  “প্লাস্টিক উৎপাদন কমানো না গেলে এর ব্যবহারে নিয়ন্ত্রণ আনা সম্ভব নয়”   ●  নানা কর্মসূচির মধ্য দিয়ে কক্সবাজারে তাঁতীদলের খালেদা জিয়ার জন্মদিন পালন   ●  বৃহত্তর হলদিয়া পালং বিএনপির সাবেক সভাপতি আব্দুল আজিজ মেম্বারের ৫ম মৃত্যুবার্ষিকী আজ   ●  মরিচ্যা পালং সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা   ●  রামুতে বনবিভাগের নির্মাধীন স্থাপনা উচ্ছেদ নিয়ে প্রশাসন ও বনকর্মীদের মাঝে প্রকাশ্যে বাকবিতন্ডা   ●  সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ছৈয়দ নুরের মৃত্যুতে জেলা বিএনপির শোক   ●  চুরি করতে গিয়ে পুলিশ কনস্টেবলের স্ত্রী ধর্ষণ   ●  আজ রিমান্ডে পেকুয়া নেওয়া হচ্ছে জাফর আলমকে, নিরাপত্তার শঙ্কা!   ●  কক্সবাজারে ঝটিকা মিছিলে ঘুম ভাঙলো পুলিশের, গ্রেফতার ৫৫   ●  হাসিঘর ফাউন্ডেশন উখিয়া শাখার নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

শিক্ষা ও মন ভালো রাখার জন্য ক্রীড়ার বিকল্প নেই-তৈয়ব উল্লাহ চৌধুরী

প্রেস বিজ্ঞপ্তি: শিক্ষার্থীদের স্বাস্থ্য ও মন ভালো রাখার জন্য ক্রীড়ার বিকল্প নেই বলে জানিয়েছেন গর্জনিয়া ইউনিয়ন পরিষদের পাঁচবারের নির্বাচিত- সাবেক চেয়ারম্যান তৈয়ব উল্লাহ চৌধুরী।
শুক্রবার (২২ সেপ্টম্বর) বিকেলে গর্জনিয়া উচ্চবিদ্যালয় মাঠে আয়োজিত একটি ফুটবল টুর্ণামেন্টর ফাইনাল খেলায় প্রধান অতিথির বক্তব্য তিনি আরও বলেন, যুবসমাজ ও শিক্ষার্থীদের মাদক থেকে দূরে রাখতে অভিভাবক, শিক্ষক ও সমাজের সব শ্রেণির মানুষকে এগিয়ে আসতে হবে।
ফাইনাল খেলার উদ্বোধন ঘোষণা করেন,  গর্জনিয়ার বিশিষ্ট সমাজসেবক ইচকানদার মির্জা। বিশেষ অতিথি ছিলেন- দৈনিক সংবাদ ও আজকের কক্সবাজারের স্টাফ রিপোর্টার হাফিজুল ইসলাম চৌধুরী এবং ইউপি সদস্য কামাল হোসেন।
গর্জনিয়া ইউনিয়ন শ্রমিকলীগের আহবায়ক শাহরান চৌধুরী মারুফের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন-গর্জনিয়া কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা নবিউল আলম, ইসলামিয়া আলিম মাদ্রাসার শিক্ষক মাওলানা মো.ইউছুপ, টুর্ণামেন্টর উদ্যেক্তা জয়নাল আবেদীন, মো.ইসমাঈল হোসেন, আবু বক্কর, জসিম উদ্দিন হেলালী, মিজবাহ উদ্দিন, মহিউদ্দিন, সাহাব মিয়া প্রমূখ।
এদিকে টানটান উত্তেজনাপূর্ণ ফাইনাল খেলায় হাবিবুল্লাহ টাইগার একাদশকে ০-২ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে টাইমবাজার খেলোয়াড় একাদশ। গোল দুটি করে শেষ মুহুর্তেও দলকে এগিয়ে রাখেন, দেলোয়ার আর জিয়াউল করিম।
টুর্ণামেন্ট সেরা হন পশ্চিমবোমাংখিলের মহিউদ্দিন। টাইমবাজার খেলোয়াড় একাদশের লোকমান কবির সেরা গোলরক্ষক এবং একই দলের মিজানুর রহমান ম্যাচ সেরা নির্বাচিত হন।
পরে অতিথিবৃন্দ চ্যাম্পিয়ন ট্রফি, রানার্সআপ ট্রফি এবং বিভিন্ন ক্যাটাগরির পুরষ্কার বিতরণ করেন।
উল্লেখ্য: ফাইনাল খেলা পরিচালনা করেন কচ্ছপিয়ার অন্যতম ক্রীড়াব্যক্তিত্ব কামরুল আহসান সোহেল, ওমর ফারুক ও গর্জনিয়ার আবু সুফিয়ান।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।