১৫ ডিসেম্বর, ২০২৫ | ৩০ অগ্রহায়ণ, ১৪৩২ | ২৩ জমাদিউস সানি, ১৪৪৭


শিরোনাম
  ●  কক্সবাজার শত্রুমুক্ত দিবস ১২ ডিসেম্বর   ●  বৌদ্ধ সমিতি কক্সবাজার জেলা কমিটি গঠন সভাপতি অনিল, সম্পাদক সুজন   ●  সভাপতি পদে এগিয়ে ছাতা প্রতিকের প্রার্থী জয়নাল আবেদিন কনট্রাক্টর   ●  প্রকাশিত সংবাদ প্রসঙ্গে উখিয়ার নুরুল হকের প্রতিবাদ ও ব্যাখ্যা   ●  ইয়াবার কথোপকথন ভাইরাল হওয়া ডালিম এখনো অধরা   ●  বৃত্তি পরীক্ষায় বিশেষ গ্রেড পেল খরুলিয়ার রোহান   ●  মরিচ্যা চেকপোস্টে ৪০ হাজার ইয়াবাসহ ভুয়া নৌবাহিনী সদস্য আটক   ●  উখিয়ায় বীর মুক্তিযোদ্ধা ডাক্তার আবুল কাশেমের ইন্তেকাল   ●  উখিয়ায় নিখোঁজের ৪দিনেও সন্ধান মেলেনি শিশু নুরশেদের   ●  উখিয়ায় প্রায় ৫ কোটি টাকার ইয়াবাসহ বাহক আটক, অধরা মাদক সম্রাট ছোটন ও মামুন

শিক্ষকদের জামায়াত-শিবির থেকে সাবধান থাকার নির্দেশ

বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকসহ দায়িত্বশীল ব্যক্তিদের জামায়াত শিবিরের বিভিন্ন অনুষ্ঠানে ব্যক্তিগত দাওয়াতে অংশগ্রহণ ও উপহার গ্রহণ থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এ বিষয়ে কোন তথ্য-প্রমাণ মিললে তাদের বিরুদ্ধে শস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে বলে সম্প্রতি একটি নির্দেশনা জারি করেছে মন্ত্রণালয়।

সম্প্রতি গাজীপুর জেলায় জামায়াত শিবিরের গোপন তৎপরতা ও কর্মকাণ্ড সম্পর্কিত প্রতিবেদনের আলোকে এ নির্দেশ দেয় মন্ত্রণালয়।

এ বিষয়ে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের বিদ্যালয় বিভাগের পরিচালক অধ্যাপক এলিয়াছ হোসেন বলেন, সব স্তরের শিক্ষকদের জামায়াত-শিবিরের কার্যক্রম থেকে বিরত থাকতে চিঠি দেয়া হয়েছে। এ বিষয়ে মাউশির ওয়েবসাইটে আপলোট করে দিয়েছি। পাশাপাশি সব জেলা শিক্ষা অফিসারদের সজাগ থাকার নির্দেশনা দেয়া হয়েছে।

উল্লেখ্য, ২৭ এপ্রিল মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরে সিনিয়র সহকারি সচিব ফাতেমা তুল জান্নাত স্বাক্ষরিত এক নোটিশে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের মহাপরিচালককে এ ধরনের ব্যবস্থা নিতে বলা হয়। প্রধানমন্ত্রী কার্যালয় ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দুটি চিঠির বরাত রয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের চিঠিতে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।