৯ জুলাই, ২০২৫ | ২৫ আষাঢ়, ১৪৩২ | ১৩ মহর্‌রম, ১৪৪৭


শিরোনাম
  ●  আজ রিমান্ডে পেকুয়া নেওয়া হচ্ছে জাফর আলমকে, নিরাপত্তার শঙ্কা!   ●  কক্সবাজারে ঝটিকা মিছিলে ঘুম ভাঙলো পুলিশের, গ্রেফতার ৫৫   ●  হাসিঘর ফাউন্ডেশন উখিয়া শাখার নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন   ●  উৎসবমুখর পরিবেশে সাংবাদিক ইউনিয়ন কক্সবাজার’র নির্বাচন সম্পন্ন   ●  যুক্তরাষ্ট্রের জুরি বোর্ডের সদস্য হলেন চৌধুরী কন্যা স্বর্ণা   ●  ভিজিএফ চালের অনিয়ম’ নিয়ে সংবাদ – চার সাংবাদিকের বিরুদ্ধে মামলা   ●  শিক্ষার ফেরিওয়ালা মরহুম জালাল আহমদ চৌধুরীর ১৭ তম মৃত্যুবার্ষিকী আজ   ●  বিয়ের তিন মাসেই সড়কে প্রাণ গেল হলদিয়ার জুনাইদের   ●  চুনোপুঁটি ধরলেও অধরা রাঘববোয়ালরা   ●  তরুণ সমাজসেবক ও রাজনীতিবিদ সোহরাব হোসেন ডলার: এক প্রতিশ্রুতিশীল পথচলা

শহীদ এ.টি.এম জাফর আলম গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের শুভ উদ্বোধন

Exif_JPEG_420
১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের ঢাকা বিশ্ববিদ্যালয়ের তৎকালীন ইকবাল হল বর্তমান সার্জেন্ট জহুরুল হক হলের ৩০৩ নং কক্ষে ২৫ মার্চ কালো রাতে পাক বাহিনীর হাতে শাহাদাৎ বরণকারী উখিয়ার কৃতি সন্তান শহীদ এ.টি.এম জাফর আলম স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টে শুভ উদ্ভোধন হয়েছে। উদ্ভোধনী খেলায় উখিয়া উপজেলার পরা শক্তিশালী দল স্বাগতিক নিউ জেনারেশন সোনাইছড়ি বাছাই একাদশকে ৩-০ গোলে হারিয়ে থাইংখালী খেলোয়াড় সমিতি শুভ সূচনা করেছে। ৪.১৭ মিনিটে খেলা শুরু হয়ে থাইংখালী খেলোয়াড় সমিতির আক্রমণ ভাগের ১১ নং জার্সিধারী খেলোয়াড় সরওয়ারের পা থেকে খেলার ১১ মিনিটের মাথায় প্রথম গোলের সূচনা করেন। টান টান উত্তেজনা, আক্রমণ, পাল্টা আক্রমণের মধ্যে একইদলের খেলোয়াড় ৮নং জার্সিধারী আয়াছের পা থেকে ১৯ মিনিটের মাথায় আরো একটি গোল আসে। গোল হজম করার জন্য স্বাগতিক নিউ জেনারেশন সোনাইছড়ি বাছাই একাদশ বার বার আক্রমণ করলেও প্রথমার্ধের খেলায় কোন গোলের দেখা পায়নি। খেলার ২৫ মিনিটের মাথায় থাইংখালী খেলোয়াড় সমিতির ১০ নাম্বার জার্সিধারী ফরোয়ার্ড খেলোয়াড় জাহাঙ্গীরের আরো একটি গোল আসে। ফলে থাইংখালী খেলোয়াড় সমিতি বিজয় নিশ্চিত করে। খেলা শেষ পর্যন্ত ৩-০ গোলে স্বাগতিক নিউ জেনারেশন সোনাইছড়িকে উড়িয়ে দিয়ে থাইংখালী খেলোয়াড় সমিতির শুভ সূচনা হয়। উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের ক্রীড়া সংগঠন সোনাইছড়ি খেলোয়াড় সমিতি আয়োজিত ঐতিহ্যবাহী সোনাইছড়ি ফুটবল খেলার মাঠে মাসব্যাপী অনুষ্ঠিত শহীদ এ.টি.এম জাফর আলম গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের উদ্ভোধনী খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলার উদ্ভোধন করেন, উখিয়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাঈন উদ্দিন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শহীদ এ.টি.এম জাফর আলমের ছোট ভাই শহীদ পরিবারের সন্তান ও হলদিয়াপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ শাহ আলম, জালিয়াপালং ইউনিয়ন পরিশদের চেয়ারম্যান নুরুল আমিন চৌধুরী, বিশিষ্ট ক্রীড়া ব্যক্তিত্ব সুধীর বড়–য়া, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক লিয়াকত আলী বাবুল, টেকনাফ পৌর আওয়ামীলীগ নেতা মোঃ আলম বাহাদুর, ক্রীড়া ব্যক্তিত্ব আবুল কালাম, উখিয়া উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আব্দুল আল মামুন শাহীন, কক্সবাজার জেলা ফুলবল রেফারী এসোসিয়েশনের কার্য নির্বাহী সদস্য শফিউল আলম শফি, আয়োজক কমিটির আহব্বায়ক ছানা উল্লাহ। খেলা পরিচালনা করেন বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) দায়িত্ব প্রাপ্ত প্রতিনিধি আবুল কাশেম কুতুবী, সহকারী রেফারীর দায়িত্বে ছিলেন, মোঃ আলী হোসাইন ও সিরাজুল ইসলাম সিরাজ, চতুর্থ রেফারী ছিলেন মোঃ আলমগীর। মাসব্যাপী অনুষ্ঠিত এ খেলায় আগামী ৩১ অক্টোবর টেকনাফ উপজেলার শক্তিশালী দল মৌলবী বাজার ক্রীড়া পরিষদ বনাম উখিয়া উপজেলার শক্তিশালী দল ভালুকিয়াপালং হারুণ মার্কেট ক্রীড়া পরিষদের খেলা মাঠে গড়াবে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।