২৪ অক্টোবর, ২০২৫ | ৮ কার্তিক, ১৪৩২ | ১ জমাদিউল আউয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  ভূমিদস্যু ও সন্ত্রাসীদের হুমকিতে নিরাপত্তাহীন পরিবার, চার সন্তান স্কুলে যাওয়া বন্ধ   ●  রামুতে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা রিজনের নেতৃত্বে এক ব্যক্তির দোকান দখলের অভিযোগ, চাঁদাবাজি মামলায় জিটু কারাগারে   ●  গর্জনিয়া পুলিশ ফাঁড়িতে ঢুকে হুমকি অভিযোগ ৪ এনসিপি নেতার বিরুদ্ধে   ●  কক্সবাজার পলিটেকনিক ইনস্টিটিউটে স্কিলস অ্যান্ড ইনোভেশন কম্পিটিশন অনুষ্ঠিত   ●  আলোচিত ইমরানের ২০ হাজার ইয়াবা নিয়ে লুটপাট, পরে রফাদফা!   ●  দৈনিক যুগান্তর পত্রিকায় প্রকাশিত সংবাদের প্রতিবাদ   ●  কক্সবাজারে ভূমি নিবন্ধনে আকাশচুম্বী বর্ধিত উৎসেকর বাতিল, প্রসংশায় পঞ্চমুখ সালাহউদ্দিন আহমদ   ●  হলদিয়ায় ইমরানের ২০ হাজার ইয়াবা নিয়ে উধাও ৩ যুবক   ●  দুর্ধর্ষ প্রতারক দিদারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি   ●  ইয়াবাসহ পুলিশে সোপর্দ, চোর সন্দেহে চালান, এলাকায় ক্ষোভ

শহরে পারিবারিক মিলন মেলা

 

কক্সবাজার শহরের জনতাসড়কে বসবাসকারী বাসিন্দাদের নিয়ে টানা ৬ষ্ঠ বারের মতো অনুষ্ঠিত হয়েছে পারিবারিক মিলন মেলা ২০১৭। “এসো সবাই মিলিত হয়” এই স্লোগানে অনুষ্ঠিত এই মিলন মেলায় সম্মানিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কক্সবাজার-রামু আসনের সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল। তিনি সংক্ষিপ্ত আকারে অনুভুতি প্রকাশ করতে গিয়ে বলেন, এতো পরিবারের আয়োজনে একসাথে এই মিলন মেলা ভ্রাতৃত্বের বিশাল দৃষ্ঠান্ত। তিনি এই পারিবারিক মিলন মেলা আয়োজকদের ধন্যবাদ জ্ঞাপন করেন। তিনি এলাকার জলাবদ্ধতা নিরসনের জন্য দ্রুত সময়ের মধ্যে পদক্ষেপ গ্রহণ করবেন বলে জানান। এরপর তিনি পিএসসি ও জেডিসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের হাতে সম্মনানা তুলে দেন।

শুক্রবার বিকাল ৩ টা থেকে পবিত্র কোরআন তেলোয়াতে মাধ্যমে পারিবারিক মিলন মেলার কার্যক্রম শুরু উত্তর টেকপাড়ার জনতাসড়কের কোরালরীফের মাঠে। এরপর একে একে শিশু-কিশোরদের ‘ক’ গ্রুপ ও ‘খ’ গ্রুপের চিত্রাংকন প্রতিযোগিতা, ক্বেরাত প্রতিযোগিতা ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এরপর শুরু হয় মহিলাদের মিউজিক্যাল চেয়ার প্রতিযোগিতা, পুরুষদের বালতিতে বল নিক্ষেপ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতার পর পিএসসি-জেএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়। নৈশভোজ, পারিবারিক সদস্যদের মধ্যে অনুভুতি প্রকাশ, সাংস্কৃতিক অনুষ্ঠানের পরে বিভিন্ন প্রতিযোগিতায় প্রথম,দ্বিতীয়, তৃতীয়স্থান হওয়ারদের পুরস্কার বিতরন করা। পুরস্কার তুলে দেন পৌর মেয়র সরওয়ার কামাল। শিশু-কিশোরদের ‘ক’ গ্রুপ ও ‘খ’ গ্রুপের চিত্রাংকন প্রতিযোগিতা অংশগ্রহণকারী সকল প্রতিযোগিকে পুরস্কৃত করা হয় মেলায়। শেষে অনুষ্ঠিত হয় বহুকাংখিত র‌্যাফেল ড্র। পারিবারিক মিলন মেলায় ১২০ পরিবারের প্রায় ৭০০ সদস্য অংশগ্রহণ করে।

বিচারকের দায়িত্ব পালন করেন শাহেদ নেওয়াজ, আকলিমা, রেজাউল করিম, জাফর জিয়া, টেকপাড়া বায়তুশ শরফ জামে মসজিদের খতিব ও মোয়াজ্জিন। মিলন মেলা উদ্যাপন কমিটিতে ছিলেন এডভোকেট মোঃ জাহেদ নেওয়াজ, মোঃ আলম, ছৈয়দ আলম, উসমান গণি, মোঃ শাহজাহান, মোঃ মহীদ উল্লাহ, আবছার কামাল, আহসান নেওয়াজ, আশরাফ নেওয়াজ, শহীদুল ইসলাম ভুট্টো, শেখ ফরহাদ লিটন, রউফ উন নেওয়াজ ভুট্টো, কামরুল হাসান সোহাগ, আবু খালিদ, শাহ নিয়াজ প্রমূখ। উল্লেখ্য ২০১২ সাল থেকে জনতা সড়কে বসাবাসকারী বাসিন্দাদের সমন্বয়ে অনুষ্ঠিত হয়ে আসছে এই পারিবারিক মিলন মেলা।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।