৫ অক্টোবর, ২০২৫ | ২০ আশ্বিন, ১৪৩২ | ১২ রবিউস সানি, ১৪৪৭


শিরোনাম
  ●  কক্সবাজার পলিটেকনিক ইনস্টিটিউটে স্কিলস অ্যান্ড ইনোভেশন কম্পিটিশন অনুষ্ঠিত   ●  আলোচিত ইমরানের ২০ হাজার ইয়াবা নিয়ে লুটপাট, পরে রফাদফা!   ●  দৈনিক যুগান্তর পত্রিকায় প্রকাশিত সংবাদের প্রতিবাদ   ●  কক্সবাজারে ভূমি নিবন্ধনে আকাশচুম্বী বর্ধিত উৎসেকর বাতিল, প্রসংশায় পঞ্চমুখ সালাহউদ্দিন আহমদ   ●  হলদিয়ায় ইমরানের ২০ হাজার ইয়াবা নিয়ে উধাও ৩ যুবক   ●  দুর্ধর্ষ প্রতারক দিদারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি   ●  ইয়াবাসহ পুলিশে সোপর্দ, চোর সন্দেহে চালান, এলাকায় ক্ষোভ   ●  শিক্ষার্থীদের ভালোবাসায় সিক্ত কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান   ●  “প্লাস্টিক উৎপাদন কমানো না গেলে এর ব্যবহারে নিয়ন্ত্রণ আনা সম্ভব নয়”   ●  নানা কর্মসূচির মধ্য দিয়ে কক্সবাজারে তাঁতীদলের খালেদা জিয়ার জন্মদিন পালন

শহরে উচ্ছেদ বন্ধে ডিসি অফিস ঘেরাও

কক্সবাজার শহরের মোহাজেরপাড়াসহ আশপাশের এলাকায় উচ্ছেদ অভিযান বন্ধের দাবীতে ব্যাপক বিক্ষোভ প্রদর্শন করেছে এলাকাবাসী। এ সময় জেলা প্রশাসকের অফিস ঘেরাও করা হয়।
সোমবার দুপুরে উচ্ছেদ আতঙ্কগ্রস্ত অন্তত ৫ হাজার নারী পুরুষ এ কর্মসুচিতে অংশ নেয়।
বিক্ষুব্ধ এলাকাবাসীর প্রতিবাদে আর শ্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো ডিসি অফিস প্রাঙ্গন। এ সময় তারা রিপন নামের ডিসি অফিসের এক কর্মচারীর বিরুদ্ধে ব্যাপক ক্ষুভ প্রকাশ করে। তাদের দাবী, রিপনের নির্দেশনায় জেলা প্রশাসন হঠাত তাদের বসতভিটা ও স্থপনা উচ্ছেদ করার সিদ্ধান্ত নেয়। ইতোমধ্যে বেশ কয়েকটি বাড়ীঘর ভেঙে দেয়া হয়।
বিক্ষুব্ধ জনতা জানায়, শত বছর ধরে তারা ওই এলাকায় বসবাস করছে। স্বাধীনতার পর থেকে কক্সবাজার অনেকবার প্রধানমন্ত্রী এসেছেন। গত বছরও প্রধানমন্ত্রী কক্সবাজার সফর করেন। কোন সময় নিরাপত্তার ব্যত্যয় ঘটেনি। কিন্তু এবছর হঠার নিরাপত্ত্বার অজুহাতে দীর্ঘদিনের বসতভিটা উচ্ছেদ করতে নামে প্রশাসন। এতে অনেক অসহায় মানুষ গৃহহারা হয়ে পড়ে। মানবেতর জীবন শুরু হয় সাধারণ মানুষের।
বিক্ষুব্ধ জনতার দাবীর সঙ্গে একাতœতা পোষণ করে বক্তৃতা দেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, ভারপ্রাপ্ত পৌর মেয়র মাহবুবুর রহমান, পৌর কাউন্সিলর হেলাল উদ্দিন কবির, জাবেদ কায়ছার নোবেল।
বেপরোয়াভাবে উচ্ছেদ বন্ধে তারা জেলা প্রশাসনের কাছে অনুরোধ করেন।
পরে এলাকাবাসীসহ জেলা প্রশাসকের কাছে উচ্ছেদ কার্যক্রম বন্ধ করার আবেদন জানান।
জেলা প্রশাসক তাদের আবেদনের প্রেক্ষিতে আপাততঃ উচ্ছেদ করা হবেনা বলে আশ্বস্ত করেন।
প্রসঙ্গত, গত ২৪ এপ্রিল বিনা নোটিশে মোহাজেরপাড়া এলাকায় উচ্ছেদ অভিযান চালায় জেলা প্রশাসন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।