২৯ ডিসেম্বর, ২০২৫ | ১৪ পৌষ, ১৪৩২ | ৮ রজব, ১৪৪৭


শিরোনাম
  ●  অসহায় শিশুদের জন্য শীতকালীন বস্ত্র উপহার দিল স্টুডেন্টস’ প্ল্যাটফর্ম   ●  মানবিক কাজে বিশেষ অবদান; হাসিঘর ফাউন্ডেশনকে সম্মাননা প্রদান   ●  দুই দিন ধরে নিখোঁজ প্রবাল নিউজের প্রতিবেদক জুয়েল হাসান, থানায় জিডি   ●  গ্রামে গ্রামে আনন্দের স্রোত   ●  সিবিআইউ’র আইন বিভাগের ১৭তম ব্যাচের বিদায় অনুষ্ঠান সম্পন্ন   ●  ক্ষোভ থেকে হত্যার ছক আঁকেন অপরাধী চক্র   ●  রামুর ধোয়াপালংয়ে পোল্ট্রি ব্যবসায়ী অপহরণ : ৩ লাখ টাকা ও মোবাইল লুট   ●  খুনিয়াপালংয়ে বিএনপি সভাপতির সহযোগিতায় শতবর্ষী কবরস্থান দখলের পাঁয়তারা   ●  কক্সবাজার শত্রুমুক্ত দিবস ১২ ডিসেম্বর   ●  বৌদ্ধ সমিতি কক্সবাজার জেলা কমিটি গঠন সভাপতি অনিল, সম্পাদক সুজন

লড়াই করে জেতার আনন্দই আলাদা: প্রধানমন্ত্রী

চ্যাম্পিয়নস ট্রফিতে নিউজিল্যান্ডের বিপক্ষে জয়ী বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি টাইগারদের অভিনন্দন জানিয়ে বলেন, ‘লড়াই করে জেতার আনন্দই আলাদা। এমন লড়াইয়ের ধারাবাহিকতা অব্যাহত রাখতে হবে। আমাদের জয় আসবেই।’

শুক্রবার দিবাগত রাতে প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব আশরাফুল আলম খোকন এক ফেসবুক স্ট্যাটাসে এ তথ্য জানান।

এদিন নিউজিল্যান্ডের দেওয়া ২৬৬ রানের টার্গেটে খেলতে নেমে ১২ রানেই তিন উইকেট নেই বাংলাদেশের। একে একে বিদায় নেন তামিম-সাব্বির-সৌম্য। দলীয় ৩৪ রানে সাজঘরে ফেরেন মুশফিক। এরপর মাহমুদউল্লাহ রিয়াদ ও সাকিবের বীরত্ব। এ দুজন গড়ে তোলেন ২২৪ রানের মহাকাব্যিক পার্টনারশিপ।

দুজনই তুলে নেন দুর্দান্ত সেঞ্চুরি। বাংলাদেশ ১৬ বল হাতে রেখে ম্যাচ জিতে নেয় ৫ উইকেটে। এ জয়ে কিউইদের ছিটকে দিয়ে টুর্নামেন্টের সেমির দৌড়ে টিকে থাকলো বাংলাদেশ।

এদিন কার্ডিফে বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের সেরা জুটির রেকর্ড উপহার দিলেন সাকিব-রিয়াদ। এ দুজন গড়ে তোলেন ২২৪ রানের মহাকাব্যিক পার্টনারশিপ।

এর আগে যেকোনো উইকেটে বাংলাদেশের সর্বোচ্চ ছিল ১৭৮ রান। ২০১৫ সালে পাকিস্তানের বিপক্ষে তামিম ইকবাল এবং মুশফিকুর রহিম তৃতীয় উইকেটে ওই সংগ্রহ গড়েছিলেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।