১৬ মে, ২০২৫ | ২ জ্যৈষ্ঠ, ১৪৩২ | ১৭ জিলকদ, ১৪৪৬


শিরোনাম
  ●  তরুণ সমাজসেবক ও রাজনীতিবিদ সোহরাব হোসেন ডলার: এক প্রতিশ্রুতিশীল পথচলা   ●  উখিয়ার প্রখ্যাত চিত্রশিল্পী ফরিদ আহম্মদ চৌধুরীর ৬ষ্ট মৃত্যুবার্ষিকী আজ   ●  কক্সবাজার জেলা বিএনপির সদস্য সিরাজুল হক ডালিম’র সপ্তম মৃত্যুবার্ষিকী আজ   ●  শ্রমিক দিবসে সামাজিক সংগঠন “মানুষ” এর ভিন্নধর্মী উদ্যোগ   ●  বীর মুক্তিযোদ্ধা এম. আবদুল হাই এর ১১তম মৃত্যুবার্ষিকী ২৯ এপ্রিল   ●  লুৎফুর রহমান কাজলের মা সাবেক এমপি সালেহা খানমের ইন্তেকাল করেছেন   ●  টেকনাফে যৌথ বাহিনীর সঙ্গে ডাকাতদলের গোলাগুলি, গুলিবিদ্ধ ১   ●  সিবিআইইউ’তে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন হয়েছে।   ●  গভীর রাতে পাহাড়ের মাটিভর্তি একটি ড্রাম ট্রাক( ডাম্পার) জব্দ করেছে কক্সবাজার বনবিভাগ   ●  অস্ত্র উদ্ধার ও ওয়ারেন্ট তামিলে জেলার শ্রেষ্ঠ হলেন এসআই খোকন কান্তি রুদ্র

লোহাগাড়ায় ১৯৩০ পিস ইয়াবাসহ আটক ৩ঃমাইক্রোবাস জব্দ


চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া উপজেলার চুনতিস্থ একটি হাইওয়ে রেষ্টুরেন্টের সামনে অভিযানে চালিয়ে ইয়াবা ও ইয়াবা পাচারকাজে ব্যবহৃত নোয়াহ গাড়িসহ ৩ জনকে আটক করেছে থানা পুলিশ। গত ১৮ এপ্রিল বেলা সাড়ে ১১টায় তাদেরকে আটক করা হয় বলে সুত্রে প্রকাশ।আটককৃত মাদক ব্যবসায়ীরা হল যথাক্রমে কক্সবাজার জেলার ঈদগাঁও জাগির পাড়ার আলী আকবরের পুত্র শাহ জাহান (৩৫), একই থানার পূর্ব লরাবাগ এলাকার মোক্তার আহমদের পুত্র মোঃ বাবুল (৩৫), একই থানার জাগির পাড়ার মৃত খুইল্লা মিয়ার পুত্র সৈয়দ আলম (৩২)।
অভিযান পরিচালনা করেন লোহাগাড়া থানার এসআই মুহাম্মদ সোলাইমান পাটওয়ারী সাগর। তিনি উক্ত প্রতিবেদককে জানান, উপজেলার চুনতি জাঙ্গালিয়া নামক স্থানে বাস তল্লাশীর জন্য চেক পোষ্ট বসানো হয়। চট্টগ্রাম অভিমুখী দ্রুতগতির একটি নোয়াহ গাড়ি (ঢাকা-মেট্রো-চ-৫৩-৫৫৮৯) থামার সংকেত অমান্য করে দ্রুত চলে যায়। পরে টহলরত গাড়ি তাদেরকে ধাওয়া করে মহাসড়কের চুনতিস্থ একটি হাইওয়ে রেষ্টুরেন্টের সামনে থামাতে সক্ষম হয়। গাড়িতে তল্লাশী করে সাদা রংয়ের স্কচটেপ দ্বারা মোড়ানো সাদা পলিথিনে রক্ষিত ১ হাজার ৯৩০ পিচ ইয়াবা উদ্ধার করা হয়।আটককৃত মাদক বিক্রেতাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।১৯ এপ্রিল আটককৃতদের চট্টগ্রাম আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানান এসআই মুহাম্মদ সোলাইমান পাটোয়ারী। আটককৃত নোয়াহ গাড়ি বর্তমানে থানা হেফাজতে রয়েছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।