৫ অক্টোবর, ২০২৫ | ২০ আশ্বিন, ১৪৩২ | ১২ রবিউস সানি, ১৪৪৭


শিরোনাম
  ●  কক্সবাজার পলিটেকনিক ইনস্টিটিউটে স্কিলস অ্যান্ড ইনোভেশন কম্পিটিশন অনুষ্ঠিত   ●  আলোচিত ইমরানের ২০ হাজার ইয়াবা নিয়ে লুটপাট, পরে রফাদফা!   ●  দৈনিক যুগান্তর পত্রিকায় প্রকাশিত সংবাদের প্রতিবাদ   ●  কক্সবাজারে ভূমি নিবন্ধনে আকাশচুম্বী বর্ধিত উৎসেকর বাতিল, প্রসংশায় পঞ্চমুখ সালাহউদ্দিন আহমদ   ●  হলদিয়ায় ইমরানের ২০ হাজার ইয়াবা নিয়ে উধাও ৩ যুবক   ●  দুর্ধর্ষ প্রতারক দিদারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি   ●  ইয়াবাসহ পুলিশে সোপর্দ, চোর সন্দেহে চালান, এলাকায় ক্ষোভ   ●  শিক্ষার্থীদের ভালোবাসায় সিক্ত কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান   ●  “প্লাস্টিক উৎপাদন কমানো না গেলে এর ব্যবহারে নিয়ন্ত্রণ আনা সম্ভব নয়”   ●  নানা কর্মসূচির মধ্য দিয়ে কক্সবাজারে তাঁতীদলের খালেদা জিয়ার জন্মদিন পালন

লোহাগাড়ায় ১৯৩০ পিস ইয়াবাসহ আটক ৩ঃমাইক্রোবাস জব্দ


চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া উপজেলার চুনতিস্থ একটি হাইওয়ে রেষ্টুরেন্টের সামনে অভিযানে চালিয়ে ইয়াবা ও ইয়াবা পাচারকাজে ব্যবহৃত নোয়াহ গাড়িসহ ৩ জনকে আটক করেছে থানা পুলিশ। গত ১৮ এপ্রিল বেলা সাড়ে ১১টায় তাদেরকে আটক করা হয় বলে সুত্রে প্রকাশ।আটককৃত মাদক ব্যবসায়ীরা হল যথাক্রমে কক্সবাজার জেলার ঈদগাঁও জাগির পাড়ার আলী আকবরের পুত্র শাহ জাহান (৩৫), একই থানার পূর্ব লরাবাগ এলাকার মোক্তার আহমদের পুত্র মোঃ বাবুল (৩৫), একই থানার জাগির পাড়ার মৃত খুইল্লা মিয়ার পুত্র সৈয়দ আলম (৩২)।
অভিযান পরিচালনা করেন লোহাগাড়া থানার এসআই মুহাম্মদ সোলাইমান পাটওয়ারী সাগর। তিনি উক্ত প্রতিবেদককে জানান, উপজেলার চুনতি জাঙ্গালিয়া নামক স্থানে বাস তল্লাশীর জন্য চেক পোষ্ট বসানো হয়। চট্টগ্রাম অভিমুখী দ্রুতগতির একটি নোয়াহ গাড়ি (ঢাকা-মেট্রো-চ-৫৩-৫৫৮৯) থামার সংকেত অমান্য করে দ্রুত চলে যায়। পরে টহলরত গাড়ি তাদেরকে ধাওয়া করে মহাসড়কের চুনতিস্থ একটি হাইওয়ে রেষ্টুরেন্টের সামনে থামাতে সক্ষম হয়। গাড়িতে তল্লাশী করে সাদা রংয়ের স্কচটেপ দ্বারা মোড়ানো সাদা পলিথিনে রক্ষিত ১ হাজার ৯৩০ পিচ ইয়াবা উদ্ধার করা হয়।আটককৃত মাদক বিক্রেতাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।১৯ এপ্রিল আটককৃতদের চট্টগ্রাম আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানান এসআই মুহাম্মদ সোলাইমান পাটোয়ারী। আটককৃত নোয়াহ গাড়ি বর্তমানে থানা হেফাজতে রয়েছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।