১৫ অক্টোবর, ২০২৫ | ৩০ আশ্বিন, ১৪৩২ | ২২ রবিউস সানি, ১৪৪৭


শিরোনাম
  ●  রামুতে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা রিজনের নেতৃত্বে এক ব্যক্তির দোকান দখলের অভিযোগ, চাঁদাবাজি মামলায় জিটু কারাগারে   ●  গর্জনিয়া পুলিশ ফাঁড়িতে ঢুকে হুমকি অভিযোগ ৪ এনসিপি নেতার বিরুদ্ধে   ●  কক্সবাজার পলিটেকনিক ইনস্টিটিউটে স্কিলস অ্যান্ড ইনোভেশন কম্পিটিশন অনুষ্ঠিত   ●  আলোচিত ইমরানের ২০ হাজার ইয়াবা নিয়ে লুটপাট, পরে রফাদফা!   ●  দৈনিক যুগান্তর পত্রিকায় প্রকাশিত সংবাদের প্রতিবাদ   ●  কক্সবাজারে ভূমি নিবন্ধনে আকাশচুম্বী বর্ধিত উৎসেকর বাতিল, প্রসংশায় পঞ্চমুখ সালাহউদ্দিন আহমদ   ●  হলদিয়ায় ইমরানের ২০ হাজার ইয়াবা নিয়ে উধাও ৩ যুবক   ●  দুর্ধর্ষ প্রতারক দিদারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি   ●  ইয়াবাসহ পুলিশে সোপর্দ, চোর সন্দেহে চালান, এলাকায় ক্ষোভ   ●  শিক্ষার্থীদের ভালোবাসায় সিক্ত কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান

লোহাগাড়ায় সাজাপ্রাপ্ত পলাতক আসামী আরফাত গ্রেফতার

রায়হান সিকদার,লোহাগাড়া প্রতিনিধিঃ চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার আমিরাবাদ ইউনিয়নের পশ্চিম আমিরাবাদ খৈয়ারকুল এলাকা হতে ৪মাসের সাজাপ্রাপ্ত পলাতক আসামীকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

বিষয়টি লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মুহাম্মদ সাইফুল ইসলাম নিশ্চিত করেছেন।

আটককৃতের নাম আরাফাত হোসেন (৩০)।সে পশ্চিম আমিরাবাদ খৈয়ারুল কুল এলাকার মুহাম্মদ ইব্রাহীমের পুত্র।

থানা সুত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ১৪ অক্টোবর(সোমবার) রাত ৮টার দিকে লোহাগাড়া থানার সেকেন্ড অফিসার এসআই মুহাম্মদ আবদুল হকের নেতৃত্বে একটি পুলিশি দল উল্লেখিত এলাকা হতে সাজাপ্রাপ্ত পলাতক আসামী আরফাত হোসেনকে গ্রেফতার করে থানার হেফাজতে নিয়ে আসে।

লোহাগাড়া থানার সেকেন্ড অফিসার এসআই মুহাম্মদ আবদুল হক জানান,আটক আরফাত ৪মাসের সাজাপ্রাপ্ত পলাতক আসামী।চেক জালিয়াতি মামলায় ১৮৮১ সনের এনআই এক্টের ১৩৮ ধারামতে ৪মাসের সাজা প্রদান করেন আদালত এবং সেই সাথে ১ লক্ষ ৫০ হাজার অর্থদন্ড প্রদান করেন।সে দীর্ঘদিন ধরে কৌশলে পালিয়ে বেড়াচ্ছিল। ১৪ অক্টোবর সন্ধ্যায় ওসি স্যারের নির্দেশে সাজাপ্রাপ্ত পলাতক আসামী আরফাতকে গ্রেফতার করে থানার হেফাজতে নিয়ে আসি।
আটক আরফাত হোসেনকে ১৫ অক্টোবর সকালে চট্টগ্রাম আদালতে প্রেরণ করা হবে বলে থানার পুলিশ পরিদর্শক(তদন্ত) মুহাম্মদ জহির উদ্দিন জানিয়েছেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।