২৬ সেপ্টেম্বর, ২০২৫ | ১১ আশ্বিন, ১৪৩২ | ৩ রবিউস সানি, ১৪৪৭


শিরোনাম
  ●  আলোচিত ইমরানের ২০ হাজার ইয়াবা নিয়ে লুটপাট, পরে রফাদফা!   ●  দৈনিক যুগান্তর পত্রিকায় প্রকাশিত সংবাদের প্রতিবাদ   ●  কক্সবাজারে ভূমি নিবন্ধনে আকাশচুম্বী বর্ধিত উৎসেকর বাতিল, প্রসংশায় পঞ্চমুখ সালাহউদ্দিন আহমদ   ●  হলদিয়ায় ইমরানের ২০ হাজার ইয়াবা নিয়ে উধাও ৩ যুবক   ●  দুর্ধর্ষ প্রতারক দিদারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি   ●  ইয়াবাসহ পুলিশে সোপর্দ, চোর সন্দেহে চালান, এলাকায় ক্ষোভ   ●  শিক্ষার্থীদের ভালোবাসায় সিক্ত কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান   ●  “প্লাস্টিক উৎপাদন কমানো না গেলে এর ব্যবহারে নিয়ন্ত্রণ আনা সম্ভব নয়”   ●  নানা কর্মসূচির মধ্য দিয়ে কক্সবাজারে তাঁতীদলের খালেদা জিয়ার জন্মদিন পালন   ●  বৃহত্তর হলদিয়া পালং বিএনপির সাবেক সভাপতি আব্দুল আজিজ মেম্বারের ৫ম মৃত্যুবার্ষিকী আজ

লোহাগাড়ায় ভিক্ষুকদের ছাগল, পানের দোকান ও হাস-মুরগী দিলেন নদভী এমপি

রায়হান সিকদার,(লোহাগাড়া): “ভিক্ষা নয়, কর্মই হতে পারে একটি গোষ্ঠির জীবনমান পরিবর্তনের হাতিয়ার”- এই শ্লোগানকে সামনে রেখে একাগ্রচিত্তে লোহাগাড়ার ৯ ইউনিয়নকে ভিক্ষুক মুক্ত করতে নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহাবুব আলম। ইতিমধ্যে আধুনগর, লোহাগাড়া, আমিরাবাদ ও চুনতি ইউনিয়নের ভিক্ষুকদের স্বাবলম্বী করার লক্ষ্যে ভিক্ষুকমুক্ত এলাকা হিসেবে ঘোষণা করা হয়েছে। তারই ধারাবাহিকতায় ১৩ জানুয়ারী দুপুর ২টায় উপজেলা পরিষদের সামনে একজন ভিক্ষুককে পান-সুপারির দোকান ও ১২ জন ভিক্ষুককে দেশীয় ছাগল এবং হাঁস-মুরগী, লালন-পালনের খাদ্যসহ প্রয়োজনীয় জিনিসপত্র বিতরণ করা হয়েছে। বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাতকানিয়া-লোহাগাড়ার সংসদ সদস্য বিশ্ববরণ্যে আলেমেদ্বীন ও গবেষক প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দীন নদভী এমপি। বিশেষ অতিথি ছিলেন দক্ষিণ জেলা আওয়ামীলীগের সদস্য ও চট্টগ্রাম জেলা পরিষদ সদস্য আলহাজ্ব আনোয়ার কামাল, উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহাবুব আলম। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহজাহান পি.পি.এম (বার), জাতীয় সমাজ কল্যাণ পরিষদের নির্বাহী সদস্য, লোহাগাড়া বি.আর.ডি.বি’র চেয়ারম্যান ও লোহাগাড়া ডায়বেটিক জেনারেল হাসপাতালের প্রতিষ্ঠাতা সমাজকর্মী মোহাম্মদ আরমান বাবু রুমেল, উপজেলা প্রকল্প ও বাস্তবায়ন কর্মকর্তা আনোয়ারুল ইসলাম রাশেদ, আওয়ামীলীগ নেতা এইচ.এম. গণি সম্রাট, চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি-লোহাগাড়া উপজেলার ডিজিএম মোঃ বেলায়েত হোসেন, চুনতি ইউ.পি চেয়ারম্যান মোঃ জয়নাল আবেদীন জুনু কোম্পানী, পদুয়া ইউ.পি চেয়ারম্যান মোঃ জহির উদ্দিন, চরম্বা ইউ.পি চেয়ারম্যান মাষ্টার মোঃ শফিকুর রহমান, উপজেলা পরিষদের সাবেক ভাইস-চেয়ারম্যান বাবু নিবাস দাশ সাগর, উপজেলা সমাজসেবা অফিসার মোঃ দেলোয়ার হোসেন, আমিরাবাদ ইউ.পি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান রফিকুল ইসলাম চৌধুরী, উপজেলা আওয়ামীলীগ নেতা এস.এম আবদুল জব্বার, সাংসদ ড. নদভীর সহকারী একান্ত সচিব এস.এম. শাহাদত হোসাইন শাহেদ, দক্ষিণ জেলা ছাত্রলীগের সহ-সভাপতি মুজিবুল হক টিটু, সাতকানিয়া উপজেলা তাঁতীলীগের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন বেলাল, ইসলামিয়া বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগ নেতা জিহানুর রহমান চৌধুরী ও উপজেলা নির্বাহী অফিসার কার্যালয়ের অফিস সহায়ক মোঃ আকতার কামাল।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।