চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চরম্বা এলাকায় পাহাড় কেটে ইটভাটা স্থাপনের দায়ে মো. ইব্রাহীম নামে এক ব্যক্তিকে এক লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। রবিবার সকালে উপজেলা নির্বাহী অফিসার তথা নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহবুব আলম এ জরিমানা প্রদান করেন।
ইটভাটা প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন ২০১৩ এর ৫ধারা লঙ্ঘনের দায়ে উক্ত ইটভাটার মালিক মোহাম্মদ ইব্রাহীমকে জরিমানা করা হয়। এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মো. মাহবুব আলম জানান, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন অমান্যকারীদের কাউকে ছাড় দেওয়া হবেনা।এবং এ অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।