২২ সেপ্টেম্বর, ২০২৫ | ৭ আশ্বিন, ১৪৩২ | ২৯ রবিউল আউয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  আলোচিত ইমরানের ২০ হাজার ইয়াবা নিয়ে লুটপাট, পরে রফাদফা!   ●  দৈনিক যুগান্তর পত্রিকায় প্রকাশিত সংবাদের প্রতিবাদ   ●  কক্সবাজারে ভূমি নিবন্ধনে আকাশচুম্বী বর্ধিত উৎসেকর বাতিল, প্রসংশায় পঞ্চমুখ সালাহউদ্দিন আহমদ   ●  হলদিয়ায় ইমরানের ২০ হাজার ইয়াবা নিয়ে উধাও ৩ যুবক   ●  দুর্ধর্ষ প্রতারক দিদারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি   ●  ইয়াবাসহ পুলিশে সোপর্দ, চোর সন্দেহে চালান, এলাকায় ক্ষোভ   ●  শিক্ষার্থীদের ভালোবাসায় সিক্ত কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান   ●  “প্লাস্টিক উৎপাদন কমানো না গেলে এর ব্যবহারে নিয়ন্ত্রণ আনা সম্ভব নয়”   ●  নানা কর্মসূচির মধ্য দিয়ে কক্সবাজারে তাঁতীদলের খালেদা জিয়ার জন্মদিন পালন   ●  বৃহত্তর হলদিয়া পালং বিএনপির সাবেক সভাপতি আব্দুল আজিজ মেম্বারের ৫ম মৃত্যুবার্ষিকী আজ

লোহাগাড়ায় ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

 


বাংলাদেশ ছাত্রলীগের ৬৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী যথাযোগ্য মর্যাদা ও বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে পালন করেছে লোহাগাড়া উপজেলা ছাত্রলীগ। দিনের শুরুতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণের পর সকাল ৯ টায় উপজেলা আওয়ামীলীগ সভাপতি খোরশেদ আলম চৌধুরীর উপস্থিতিতে কেক কাটার মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক রিদওয়ানুল হক সুজনের সভাপতিত্বে ওই সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক মুজিবুর রহমান মুজিব, প্রবীন আওয়ামীলীগ নেতা আবু তালেব, যুগ্ম আহ্বায়ক তৌহিদুল হাসান, একেএম পারভেজ, মোরশেদুল আলম নিবিল, চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগ নেতা আবদুল্লাহ আল মামুন, রিহান পারভেজ চৌধুরী, ছাত্রলীগ নেতা রমিজ সরকার, বার আউলিয়া বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগ সভাপতি এনামুল হক রোমান, ছাত্রলীগ নেতা তারেক, আনোয়ার হোসেন, সাজ্জাদ হোসেন, যুবলীগ নেতা মোরশেদ আলম, তৌহিদুল ইসলাম, এনামুল হক, বাবলু, মানিক, লাবলু, আলহাজ্ব মোস্তফিজুর রহমান বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগ নেতা আবদুল মজিদ, আরবী চৌধুরীসহ ছাত্রলীগ নেতৃবৃন্দ। সকাল ১১ টায় উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক রিদওয়ানুল হক সুজন ও বার আউলিয়া বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক সভাপতি ও পদুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহির উদ্দীনের উপস্থিতিতে আলোচনা সভা ও কেক কাটা হয়। দুপুর ১২ টায় বড়হাতিয়া ইউনিয়ন ছাত্রলীগের উদ্যোগে অপর এক অনুষ্ঠানেও কেক কাটা হয়। ওই সময় বড়হাতিয়া ইউনিয়ন ছাত্রলীগ নেতা ফয়সাল মো: ওরহান, আবদুল আউয়াল, আব্দুল্লাহ আল মামুন, রুবায়েত হাসানসহ ইউনিয়ন ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। দুপুর সাড়ে ১২ টায় আলহাজ্ব মোস্তফিজুর রহমান বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের উদ্যোগে উপজেলা ছাত্রলীগের নেতৃবৃন্দকে নিয়ে এক বর্ণাঢ্য র‌্যালীর মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। অন্যদিকে বাংলাদেশ ছাত্রলীগের ৬৯তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বটতলী মোটর ষ্টেশনস্থ চৌধুরী প্লাজার সামনে কেক কাটার মধ্যে দিয়ে দিনটি উদ্যাপন করা হয়। এতে সভাপতিত্ব করেন ছাত্রলীগ নেতা তানজির জিহান। ছাত্রলীগ নেতা আক্তার হোসেনের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রলীগ নেতা রিজভি ওয়াহিদ, মুছা, সউদ, রহিম, রানা, কাউছার, কাইহান, ফয়সাল, রণি, শেফা, পাবেল, মনছুর, মোরশেদ, জুবাইর, আনোয়ার, হামিদ, তানভির, মোজাম্মেল, বাবু, রিদুয়ান, হাছান, ঈসা, জাহাঙ্গীর, নাজিম, জীম, মেজবাহ্, সাদেক, যিশু, সুমন, মামুন, ইসমাইল, খলিল, মোরশেদ, রাশেল প্রমুখ।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।