১৭ মে, ২০২৫ | ৩ জ্যৈষ্ঠ, ১৪৩২ | ১৮ জিলকদ, ১৪৪৬


শিরোনাম
  ●  চুনোপুঁটি ধরলেও অধরা রাঘববোয়ালরা   ●  তরুণ সমাজসেবক ও রাজনীতিবিদ সোহরাব হোসেন ডলার: এক প্রতিশ্রুতিশীল পথচলা   ●  উখিয়ার প্রখ্যাত চিত্রশিল্পী ফরিদ আহম্মদ চৌধুরীর ৬ষ্ট মৃত্যুবার্ষিকী আজ   ●  কক্সবাজার জেলা বিএনপির সদস্য সিরাজুল হক ডালিম’র সপ্তম মৃত্যুবার্ষিকী আজ   ●  শ্রমিক দিবসে সামাজিক সংগঠন “মানুষ” এর ভিন্নধর্মী উদ্যোগ   ●  বীর মুক্তিযোদ্ধা এম. আবদুল হাই এর ১১তম মৃত্যুবার্ষিকী ২৯ এপ্রিল   ●  লুৎফুর রহমান কাজলের মা সাবেক এমপি সালেহা খানমের ইন্তেকাল করেছেন   ●  টেকনাফে যৌথ বাহিনীর সঙ্গে ডাকাতদলের গোলাগুলি, গুলিবিদ্ধ ১   ●  সিবিআইইউ’তে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন হয়েছে।   ●  গভীর রাতে পাহাড়ের মাটিভর্তি একটি ড্রাম ট্রাক( ডাম্পার) জব্দ করেছে কক্সবাজার বনবিভাগ

লোহাগাড়ায় এক প্রতিবন্ধীর জায়গা জোরপুর্বক দখলের অভিযোগ


চট্টগ্রামের লোহাগাড়ি উপজেলার সদর ইউনিয়নের উকিলের পাড়া এলাকায় এক প্রতিবন্ধীর ফার্নিচারের দোকান ভাংচুরের পর তাকে মারধর করে জোরপুর্বক দখল করার চেষ্টা চালাচ্ছে প্রতিপক্ষরা।উক্ত প্রতিবন্ধীর নাম মোহাম্মদ সেলিম উদ্দিন(৩৫)। সে ওই এলাকার মৃত হাবিবুর রহমানের পুত্র।এ ব্যাপারে প্রতিবন্ধী সেলিম উদ্দিন(৩৪) বাদী হয়ে ওই এলাকার শফিকুর রহমানের পুত্র মোহাম্মদ আইয়ুব(৪৬), মাহবুবুর রহমানের পুত্র কুতুব উদ্দিন(৩৭), আবদুর রাজ্জাকের পুত্র মোহাম্মদ মুজিব(২৪), আবদুর রাজ্জাকের স্ত্রী রাশেদা বেগম(৪৫), মৃত ওবায়দুর রহমানের কন্যা আরাফা বেগম(২৯)কে বিবাদী করে লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেন।সুত্রে জানা গেছে,সেলিম একজন শারিরিক প্রতিবন্ধী।বিগত ২০১০সালে ওই এলাকার মরিয়ম খাতুন হতে প্রতিবন্ধী সেলিমের মা দিলোয়ারা বেগমের নামে ৪শতক বা ২গন্ডা জায়গা ক্রয় করেন।পরবর্তীতে উক্ত জায়গাটি ভরাট করে শাহপীর ফার্নিচার নাম দিয়ে একটি ফার্নিচারের দোকান দিয়ে প্রতিবন্ধী সেলিম তার স্ত্রী ও সন্তানেদের নিয়ে সংসার চালিয়ে আসছিলেন।।কিন্তু ১৭মার্চ উল্লেখিত বিবাদীরা অতর্কিতভাবে তার ফার্নিচারের দোকানে এসে ভাংচুর চালিয়ে তাকে মারধর করে।এ ব্যাপারে প্রতিবন্ধী সেলিম উদ্দিন উক্ত প্রতিবেদককে বলেন,উক্ত জায়গাটি তার পৈত্তিক সম্পত্তি।জায়গাটি ছাড়া তার কোন আর সহায় সম্বল নাই। প্রতিপক্ষ আইয়ুব,মুজিব ও রাশেদাসহ কয়েকজন মিলে তার ফার্নিচারের দোকানে অতর্কিতভাবে ভাংচুর চালায়।তাকে প্রতিনিয়ত হুমকি-ধমকি দিয়ে আসছেন বলেও তিনি জানান।তিনি সংশ্লিষ্ট প্রশাসনের কাছে সুষ্ট বিচারের দাবী করেন। অন্যদিকে, অভিযুক্তদের মুঠোফোন না পাওয়ায় তাদের বক্তব্যে নেওয়া সম্ভব হয়নি।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।