৩০ সেপ্টেম্বর, ২০২৫ | ১৫ আশ্বিন, ১৪৩২ | ৭ রবিউস সানি, ১৪৪৭


শিরোনাম
  ●  কক্সবাজার পলিটেকনিক ইনস্টিটিউটে স্কিলস অ্যান্ড ইনোভেশন কম্পিটিশন অনুষ্ঠিত   ●  আলোচিত ইমরানের ২০ হাজার ইয়াবা নিয়ে লুটপাট, পরে রফাদফা!   ●  দৈনিক যুগান্তর পত্রিকায় প্রকাশিত সংবাদের প্রতিবাদ   ●  কক্সবাজারে ভূমি নিবন্ধনে আকাশচুম্বী বর্ধিত উৎসেকর বাতিল, প্রসংশায় পঞ্চমুখ সালাহউদ্দিন আহমদ   ●  হলদিয়ায় ইমরানের ২০ হাজার ইয়াবা নিয়ে উধাও ৩ যুবক   ●  দুর্ধর্ষ প্রতারক দিদারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি   ●  ইয়াবাসহ পুলিশে সোপর্দ, চোর সন্দেহে চালান, এলাকায় ক্ষোভ   ●  শিক্ষার্থীদের ভালোবাসায় সিক্ত কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান   ●  “প্লাস্টিক উৎপাদন কমানো না গেলে এর ব্যবহারে নিয়ন্ত্রণ আনা সম্ভব নয়”   ●  নানা কর্মসূচির মধ্য দিয়ে কক্সবাজারে তাঁতীদলের খালেদা জিয়ার জন্মদিন পালন

লোহাগাড়ায় এক অসহায় পরিবারের বসতঘর জোর পূর্বক দখলের অভিযোগ

রায়হান সিকদার, লোহাগাড়া: চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার সদর ইউনিয়নের পূর্ব হাজির পাড়া এলাকায় পূর্ব শত্রুতার জের ধরে এক অসহায় পরিবারের জায়গা জোর পূর্বক দখল করার অভিযোগ পাওয়া গেছে। অসহায় পরিবারের নাম মোহাম্মদ আক্তার উদ্দিন (৪০)। সে ওই এলাকার মৃত জলিলুর রহমানের পুত্র। সূত্রে জানা গেছে, আক্তার উদ্দিন লোহাগাড়া পূর্ব হাজির পাড়া মৌজার ৩শতক বা দেড় গন্ডা জায়গা পৈত্রিক সম্পত্তির মালিক হইয়া দীর্ঘদিন ধরে ভোগ দখলে স্থিত রয়েছেন। উক্ত জায়গায় তার বসত ঘর রয়েছে। কিন্তু গত ৮সেপ্টেম্বর প্রতিপক্ষ মৃত হাফেজ আইয়ুব আলীর স্ত্রী উম্মে কুলসুম, ছৈয়দ আহমদ, সমশুল আলম, আইয়ুব আলীর কন্যা উম্মে রুমান ও উম্মে লাকি জোর পূর্বক তার বসত ঘরের রান্না ঘরটি ভাংচুর চালায়। ঘটনার সময় আক্তার উদ্দিনের স্ত্রী নাজমা আক্তার তার বাপের বাড়িতে অবস্থান করছিল। তিনি খবর পেয়ে শ্বশুর বাড়িতে ছুটে আসেন। এব্যাপারে নাজমা আক্তার উক্ত প্রতিবেদককে জানিয়েছেন, দীর্ঘদিন ধরে প্রতিপক্ষ উম্মে কুলসুম, সমশুল আলম ও ছৈয়দ আহমদ জোর পূর্বক আমার স্বামীর দখলকৃত জায়গাটি দখল করার পায়তারা চালিয়ে যাচ্ছে। আমার স্বামী বিদেশে অবস্থান করায় আমি তাদের অত্যাচারে নিরাপত্তাহীনতায় ভুগছেন বলেও তিনি জানান। তিনি আরো জানান, উক্ত সম্পত্তি নিয়ে চট্টগ্রাম দেওয়ানী আদালতে মামলা চলছে। প্রতিপক্ষরা আমার স্বামীর জায়গাটি প্রভাব কাটিয়ে জোর পূর্বক দখল করার চেষ্টা চালায় অন্যদিকে, অভিযুক্তদের মুঠো ফোনে না পাওয়ায় তাদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।