২৮ সেপ্টেম্বর, ২০২৫ | ১৩ আশ্বিন, ১৪৩২ | ৫ রবিউস সানি, ১৪৪৭


শিরোনাম
  ●  কক্সবাজার পলিটেকনিক ইনস্টিটিউটে স্কিলস অ্যান্ড ইনোভেশন কম্পিটিশন অনুষ্ঠিত   ●  আলোচিত ইমরানের ২০ হাজার ইয়াবা নিয়ে লুটপাট, পরে রফাদফা!   ●  দৈনিক যুগান্তর পত্রিকায় প্রকাশিত সংবাদের প্রতিবাদ   ●  কক্সবাজারে ভূমি নিবন্ধনে আকাশচুম্বী বর্ধিত উৎসেকর বাতিল, প্রসংশায় পঞ্চমুখ সালাহউদ্দিন আহমদ   ●  হলদিয়ায় ইমরানের ২০ হাজার ইয়াবা নিয়ে উধাও ৩ যুবক   ●  দুর্ধর্ষ প্রতারক দিদারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি   ●  ইয়াবাসহ পুলিশে সোপর্দ, চোর সন্দেহে চালান, এলাকায় ক্ষোভ   ●  শিক্ষার্থীদের ভালোবাসায় সিক্ত কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান   ●  “প্লাস্টিক উৎপাদন কমানো না গেলে এর ব্যবহারে নিয়ন্ত্রণ আনা সম্ভব নয়”   ●  নানা কর্মসূচির মধ্য দিয়ে কক্সবাজারে তাঁতীদলের খালেদা জিয়ার জন্মদিন পালন

লোহাগাড়ায় এক অসহায় পরিবারের জায়গা জোরপূর্বক দখলের অভিযোগ


চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার সদর ইউনিয়নের লোহাগাড়া আইডিয়াল স্কুল এর পার্শ্বের একটি জায়গা জোরপুর্বক প্রতিপক্ষরা দখল করার চেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।এ ব্যাপারে জায়গার মালিক নুরুল আমিনের স্ত্রী রেহেনা আক্তার(২৫) বাদী হয়ে ওই এলাকার মৃত নেজামত আলীর পুত্র মোহাম্মদ আবদুল মান্নান(৫৫) কে বিবাদী করে লোহাগাড়া থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।অভিযোগ সুত্রে প্রকাশ,লোহাগাড়া মৌজার বিএসএস খতিয়ান নং ৫৭৩৭ দাগ নং ১৪০৭৫/১৪০৭৬ এর আন্দরের সম্পত্তি গুলো তার স্বামী মৌরশী সুত্রে মালিক হইয়া চারপাশে সীমানা প্রাচীরের ভিতর পাকা দালান নির্মাণ করিয়া ২০০০সাল হতে বর্তমানে ভোগ দখলে স্হিত রয়েছেন।কিন্তু উল্লেখিত বিবাদী তার স্বামীর জায়গায় গায়ের জোরে প্রভাব কাটিয়ে জোরপুর্বক দখল করার চেষ্টা চালাচ্ছে।২০১৬ সালের বিবাদী লোহাগাড়া সাবঃ রেজিঃ কার্যালয়ে মিছ মামলা দায়ের করেন।যার মামলা নং ৫১/১৬।সহকারী কমিশনার( ভূমি) উক্ত মামলা তদন্ত করে সার্ভেয়ার ও স্হানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্হিতিতে জমির চৌহদ্দি নির্ণয় করে রেহেনা আক্তারের স্বামীর পক্ষে ডিক্রি প্রদান করেন।গত ১৮মার্চ সকালে তার স্বামীর জায়গায় পাকা ঘর নির্মাণ করতে চাইলে উল্লেখিত বিবাদী ও অজ্ঞাত নামা ২/৩জন দলবল মিলে জায়গায় বাধা প্রদান করে।এবং মারধরের হুমকি-ধমকি দিচ্ছেন বলেও অভিযোগে উল্লেখ।এ ব্যাপারে রেহেনা আক্তার উক্ত প্রতিবেদককে জানান,তার স্বামী ২০০০সাল হতে জায়গাটি ক্রয় করে ভোগ দখল স্হিত আছেন। বিবাদী আবদুল মান্নান ও দলবল মিলে গায়ের জোর দেখিয়ে তার স্বামীর জায়গা দখল করার পায়তারা চালাচ্ছে। লোহাগাড়া থানার উপ-পরিদর্শক নুরুল ইসলাম উক্ত প্রতিবেদককে জানান,অভিযোগ হাতে পেয়েছি।তিনি জানতে পেরেছেন,জায়গাটি বর্তমানে রেহেনা আক্তারের স্বামীর ক্রয়কৃত সম্পত্তি হিসেবে সীমানা প্রাচীর দিয়ে ভোগ দখলে স্হিত আছেন।তবে, প্রয়োজনীয় তদন্ত সাপেক্ষে বিবাদীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্হা গ্রহণ করা হবে বলেও তিনি জানান।অন্যদিকে,অভিযুক্তদের মুঠোফোন না পাওয়ায় তাদের বক্তব্যে নেওয়া সম্ভব হয়নি।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।