২৩ ডিসেম্বর, ২০২৫ | ৮ পৌষ, ১৪৩২ | ২ রজব, ১৪৪৭


শিরোনাম
  ●  সিবিআইউ’র আইন বিভাগের ১৭তম ব্যাচের বিদায় অনুষ্ঠান সম্পন্ন   ●  ক্ষোভ থেকে হত্যার ছক আঁকেন অপরাধী চক্র   ●  রামুর ধোয়াপালংয়ে পোল্ট্রি ব্যবসায়ী অপহরণ : ৩ লাখ টাকা ও মোবাইল লুট   ●  খুনিয়াপালংয়ে বিএনপি সভাপতির সহযোগিতায় শতবর্ষী কবরস্থান দখলের পাঁয়তারা   ●  কক্সবাজার শত্রুমুক্ত দিবস ১২ ডিসেম্বর   ●  বৌদ্ধ সমিতি কক্সবাজার জেলা কমিটি গঠন সভাপতি অনিল, সম্পাদক সুজন   ●  সভাপতি পদে এগিয়ে ছাতা প্রতিকের প্রার্থী জয়নাল আবেদিন কনট্রাক্টর   ●  প্রকাশিত সংবাদ প্রসঙ্গে উখিয়ার নুরুল হকের প্রতিবাদ ও ব্যাখ্যা   ●  ইয়াবার কথোপকথন ভাইরাল হওয়া ডালিম এখনো অধরা   ●  বৃত্তি পরীক্ষায় বিশেষ গ্রেড পেল খরুলিয়ার রোহান

লোহাগাড়ার শ্রেষ্ঠ চেয়ারম্যান নির্বাচিত হলেন আইয়ুব মিয়া

রায়হান সিকদার,(লোহাগাড়া): চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার শ্রেষ্ঠ চেয়ারম্যান হিসাবে নির্বাচিত হয়েছেন আধুনগর ইউপির বার বার নির্বাচিত চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি বিশিষ্ট সমাজ সেবক আলহাজ্ব আইয়ুব মিয়া। গত ১ নভেম্বর উপজেলা নির্বাহী অফিসার কার্যালয় সূত্রে বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা সিও মুসলেম উদ্দিন। আধুনগর ইউপির বিভিন্ন এলাকার রাস্তা-ঘাট, কালভার্টসহ বিভিন্ন অবকাঠামোগত উন্নয়নে অবদান রাখায় আলহাজ্ব আইয়ুব মিয়াকে উপজেলার শ্রেষ্ঠ চেয়ারম্যান নির্বাচিত করা হয়েছে বলে জানা গেছে।
উল্লেখ্য, আলহাজ্ব আইয়ুব মিয়া বিগত ১৯৯৬সালে প্রথম বারের মত বিপুল ভোটে আধুনগর ইউপি চেয়ারম্যান নির্বাচিত হয়। পরবর্তীতে ২০০৫সালের ইউপি নির্বাচনে বিপুল ভোটে পুনরায় তিনি নির্বাচিত হয়েছেন। নির্বাচিত হওয়ার পর থেকে এলাকার রাস্তা-ঘাট, কালভার্ট, ও বিভিন্ন উন্নয়ম মূলক কর্মকান্ডে তিনি গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। পাশাপাশি এলাকার মানুষের মাঝে ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য তিনি অগ্রণী ভূমিকা রেখে যাচ্ছেন। এব্যাপারে আধুনগর ইউপির বার বার নির্বাচিত চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব আইয়ুব মিয়া উক্ত প্রতিবেদককে বলেছেন, এ অর্জন আমার একার নয়। এ অর্জন আধুনগরসহ পুরো লোহাগাড়াবাসীর।

তিনি আরো বলেন, এলাকার মানুষের কল্যাণে, মঙ্গলে ও উন্নয়নের জন্য নিজেকে সব সময় নিয়োজিত রাখার চেষ্টা করেছি। মানুষের মাঝে ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছি। তাই যতদিন বেঁচে থাকব ততদিন আধুনগরবাসীর মানুষের সেবায় সবসময় নিজেকে নিয়োজিত রাখব বলে তিনি উক্ত প্রতিবেদককে বলেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।