১ সেপ্টেম্বর, ২০২৫ | ১৭ ভাদ্র, ১৪৩২ | ৮ রবিউল আউয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  শিক্ষার্থীদের ভালোবাসায় সিক্ত কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান   ●  “প্লাস্টিক উৎপাদন কমানো না গেলে এর ব্যবহারে নিয়ন্ত্রণ আনা সম্ভব নয়”   ●  নানা কর্মসূচির মধ্য দিয়ে কক্সবাজারে তাঁতীদলের খালেদা জিয়ার জন্মদিন পালন   ●  বৃহত্তর হলদিয়া পালং বিএনপির সাবেক সভাপতি আব্দুল আজিজ মেম্বারের ৫ম মৃত্যুবার্ষিকী আজ   ●  মরিচ্যা পালং সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা   ●  রামুতে বনবিভাগের নির্মাধীন স্থাপনা উচ্ছেদ নিয়ে প্রশাসন ও বনকর্মীদের মাঝে প্রকাশ্যে বাকবিতন্ডা   ●  সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ছৈয়দ নুরের মৃত্যুতে জেলা বিএনপির শোক   ●  চুরি করতে গিয়ে পুলিশ কনস্টেবলের স্ত্রী ধর্ষণ   ●  আজ রিমান্ডে পেকুয়া নেওয়া হচ্ছে জাফর আলমকে, নিরাপত্তার শঙ্কা!   ●  কক্সবাজারে ঝটিকা মিছিলে ঘুম ভাঙলো পুলিশের, গ্রেফতার ৫৫

লোহাগাড়ার পদুয়া ইউপি কার্যালয়ে হামলা চালিয়েছে দূর্বৃত্তরা : আনুমানিক ৩০ হাজার টাকার ক্ষয়ক্ষতি

01.psd

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পদুয়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ের ২টি কাঁচের জানালায় হামলা চালিয়েছে দূর্বৃত্তরা। এতে আনুমানিক ৩০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে সূত্রে জানা গেছে। গত ৫ মার্চ দিবাগত রাত আনুমানিক আড়াই টায় এ হামলার ঘটনাটি ঘটে। সংশ্লিষ্ট পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ শাব্বির আহমদ জানিয়েছেন, উল্লেখিত সময়ে মুখোশধারী ৩/৪জন দূর্বৃত্তরা ইউপি কার্যালয়ের সামনে এসে দরজায় ধাক্কা দেয়। এ সময় গ্রাম পুলিশ নুরুল ইসলাম কার্যালয়ের ভিতরে অবস্থান করছিলেন। চৌকিদার নুরুল ইসলাম উক্ত মুখোশধারী লোকদের জিজ্ঞেস করা হলে তারা বলেন, একটা কাগজে শীল মারার জন্য এখানে এসেছি। উক্ত চৌকিদার ভয়ে নিজের নিরাপত্তার জন্য দরজা খুলতে অপরাগতা প্রকাশ করলে উল্লেখিত মুখোশধারী দূর্বৃত্তরা কার্যালয়ের সামনে কাঁচের জানালায় এলোপাতাড়ি ইট পাটকেল নিক্ষেপ করে। মুহূর্তের মধ্যে ২টি কাঁচের জানালা ভেঙ্গে তছনছ করে ফেলে। খবর পেয়ে ঘটনাস্থলে লোহাগাড়া থানার পুলিশ উপস্থিত হয়। পদুয়া ইউপির চেয়ারম্যান লিয়াকত আলী চৌধুরীর সাথে মুঠো ফোনে যোগাযোগ করলে তিনি প্রতিবেদককে জানান, কে বা কারা অর্তকিত ভাবে আমাদের ইউপির কার্যালয়ে হামলা চালিয়ে পালিয়ে যায়। ঘটনাটি খুব বেশী দু:খ জনক। এব্যাপারে ইউপি কার্যালয়ের হামলার ঘটনায় লোহাগাড়া থানায় একটি সাধারণ ডায়েরীর প্রস্তুতি চলছে বলে ইউপি’র সচিব আনোয়ার হোসেন জানিয়েছেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।