চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় বটতলী মোটর স্টেশনস্হ এলাকায় গড়ে উঠা বেসরকারি হাসপাতালের নামে বাণিজ্য নয়,সেবা চাই।হাসপাতালের অদক্ষ,অশিক্ষিত নার্সদের অবহেলায় ভুল চিকিৎসার প্রতিবাদে ৩এপ্রিল বিকেল ৫টায় লোহাগাড়া সচেতন জনসাধারণের উদ্যোগে বটতলী মোটর স্টেশনস্হ আরকান হোটেলের সামনে এক বিশাল মানববন্ধন অনুষ্টিত হয়েছে।অনুষ্টিত মানববন্ধনে বক্তব্যে রাখেন লোহাগাড়া প্রেস ক্লাব সভাপতি বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক নুরুল ইসলাম,আধুনগর ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যাপক মোহাম্মদ আবদুল খালেক,উপজেলা ছাত্রলীগের সংগ্রামী যুগ্ন আহবায়ক ও উপজেলা সামাজিক ব্যাধি প্রতিরোধ ফোরামের প্রচার ও প্রকাশনা সম্পাদক ছাত্র সমাজের অহংকার মিজানুর রহমান মিজান,উপজেলা প্রভাবশালী যুবলীগ নেতা সাইফুল হাকিম,যুবলীগ নেতা মোহাম্মদ নাজিম,যুবনেতা মোহাম্মদ নুরুল আলম,কবি সোলাইমান, স্হানীয় সাংবাদিক বৃন্দ,সুশীল সমাজের নেতৃবৃন্দ ও সচেতন জনসাধারণগণ।মানববন্ধনে বক্তারা বলেন,লোহাগাড়ার মানুষ সেবা চাই।বাণিজ্য নয়।বেসরকারী হাসপাতাল গুলোতে ভুল চিকিৎসায় ছোট ছোট শিশু মারা যাচ্ছে।হাসপাতালের অদক্ষ ও অশিক্ষিত নার্স দ্বারা চিকিৎসা সেবা আমরা মানিনা।বক্তারা আরো বলেন,গত ২এপ্রিল লোহাগাড়া সাউন্ড হেলথ হাসপাতালের অদক্ষ নার্সের কারণে লাবিবা নামের এক শিশুর মত যেন আর কোন মায়ের কুল খালি না হয়।মানসম্মত সেবা ও অভিজ্ঞতা সম্পন্ন নার্স দ্বারা চিকিৎসা সেবা প্রদানের জোর দাবী জানান।তা না হলে আরো বৃহৎ কর্মসুচি দেওয়া হবে বলেও জানান।
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।