চট্টগ্রামের লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ফিজনুর রহমানের বিদায় সংবর্ধনা অনুষ্টান ১ এপ্রিল সকাল আনুমানিক সাড়ে ১১ টায় উপজেলা পাবলিক হলে অনুষ্টিত হয়েছে। বিদায় অনুষ্টানটির আয়োজন করেছে উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি। অনুষ্টানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম-১৫ সাতকানিয়া-লোহাগাড়া আসনের সংসদ সদস্য, আল্লামা ফজলুল্লাহ ফাউন্ডেশনের প্রতিষ্টাতা চেয়ারম্যান, বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশনের গভর্নর, প্রখ্যাত আলেমেদ্বীন ও গবেষক সাতকানিয়া লোহাগাড়ার গণমানুষের জননন্দিত নেতা প্রফেসর ড.আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দীন নদভী এমপি। উদ্বোধক ছিলেন সাংসদের সুযোগ্য সহধর্মিণী, আল্লামা ফজলুল্লাহ ফাউন্ডেশনের প্রধান নির্বাহী পরিচালক, সাতকানিয়া- লোহাগাড়া নারী উন্নয়ন ফোরামের সফল সভানেত্রী, সাতকানিয়া- লোহাগাড়া সামাজিক ব্যাধি প্রতিরোধ ফোরামের সভানেত্রী, নারী জাগরণের অগ্রদূত, মহিয়সী নারী, সাতকানিয়া- লোহাগাড়ার নারীদের বিশ^স্থ অভিভাবক, নারী সমাজের অহংকার, বিশিষ্ট নারীনেত্রী ও সমাজসেবী মিসেস রিজিয়া রেজা চৌধুরী। প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম জেলা পিপি এডভোকেট একেএম সিরাজুল ইসলাম চৌধুরী। বিদায়ী বক্তব্যে রাখেন ইউএনও ফিজনুর রহমান। বিশেষ অতিথি ছিলেন লোহাগাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) অধ্যাপক নুরুল আবছার, থানার অফিসার ইনচার্জ শাহজাহান পিপিএম (বার)। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আবু নছর মোহাম্মদ হাছানের সভাপতিত্বে শিক্ষিকা লায়লা বিলকিসের সঞ্চালনায় অনুষ্টানে আরো উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বাবু নিবাস দাশ সাগর, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এইচ এম গণি সম্রাট, লোহাগাড়া উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির চেয়ারম্যান ও জাতীয় সমাজ কল্যাণ পরিষদের নির্বাহী সদস্য আরমান বাবু রুমেল, বীর মুক্তিযোদ্ধা রফিক দিদার, উপজেলা যুবলীগের সাবেক যুগ্ন আহবায়ক জহির উদ্দিন, এপিপি এডভোকেট কামাল উদ্দিন, শিক্ষক নেতা মাষ্টার বশির, আহমদ হোসেন, আওয়ালীগ নেতা রশিদ আহমদ, যুবলীগ নেতা নাজিম উদ্দীনসহ উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ।
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।