৩০ এপ্রিল, ২০২৫ | ১৭ বৈশাখ, ১৪৩২ | ১ জিলকদ, ১৪৪৬


শিরোনাম
  ●  বীর মুক্তিযোদ্ধা এম. আবদুল হাই এর ১১তম মৃত্যুবার্ষিকী ২৯ এপ্রিল   ●  লুৎফুর রহমান কাজলের মা সাবেক এমপি সালেহা খানমের ইন্তেকাল করেছেন   ●  টেকনাফে যৌথ বাহিনীর সঙ্গে ডাকাতদলের গোলাগুলি, গুলিবিদ্ধ ১   ●  সিবিআইইউ’তে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন হয়েছে।   ●  গভীর রাতে পাহাড়ের মাটিভর্তি একটি ড্রাম ট্রাক( ডাম্পার) জব্দ করেছে কক্সবাজার বনবিভাগ   ●  অস্ত্র উদ্ধার ও ওয়ারেন্ট তামিলে জেলার শ্রেষ্ঠ হলেন এসআই খোকন কান্তি রুদ্র   ●  উখিয়ায় সাংবাদিক জসিম আজাদের জমি ও বসতবাড়ি দখলের চেষ্টায় হামলা   ●  কৃষকদল নেতা পরিচয়ে জমি দখল গুলি বর্ষণ আটক ১   ●  উখিয়া রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে অস্ট্রেলিয়ান হাইকমিশনারের ৫ সদস্যের প্রতিনিধিদল পরিদর্শন   ●  প্রথম ধাপে এক লাখ ৮০ হাজার রোহিঙ্গাকে ফেরত নিতে রাজি মিয়ানমার

চেয়ারম্যান পদে ৩ হেভিওয়েট প্রার্থী সরগরম

লোহাগাড়া উপজেলা নির্বাচন, কে পরবে সেই সোনার মুকুট?

রায়হান সিকদার, লোহাগাড়া: আগামী ২৪মার্চ ৩য় ধাপে লোহাগাড়া উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্টিত হবে। এবারে চেয়ারম্যান পদে ত্রিমুখী লড়াইয়ের জন্য প্রস্তুত হচ্ছেন। ৪জন প্রার্থীর মধ্যে হেভিওয়েট ৩প্রার্থীর হিসেবে প্রচার প্রচারণায় চষে বেড়াচ্ছেন খোরশেদ আলম চৌধুরী, জিয়াউল হক চৌধুরী বাবুল, এসএম ছলিমুদ্দিন খোকন চৌধুরী। আরেকজন চেয়ারম্যান পদপ্রার্থী মাহমুদুল হক পিয়ারু (মোটর সাইকেল প্রতীক) নিয়ে প্রচারণায় মাঝখানে ব্যস্ত সময় কাটাচ্ছেন। নির্বাচনে বিএনপি অংশগ্রহণ না নেওয়ার কারণে আওয়ামীলীগ সমর্থিত প্রার্থী উপজেলা আওয়ামীলীগের সভাপতি খোরশেদ আলম চৌধুরীর বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ভোট যুদ্ধে অংশ নিয়েছেন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আওয়ামীলীগ নেতা জিয়াউল হক চৌধুরী বাবুল (আনারস প্রতীক)। বিএনপি থেকে বহিষ্কৃত চেয়ারম্যান পদপ্রার্থী এসএম ছলিমুদ্দিন খোকন চৌধুরী (দোয়াত কলম প্রতীক) নিয়ে জনসমর্থন অনেকাংশে কম নয়। তিনি জনসর্থনে অনেক এগিয়ে রয়েছেন। স্ব-স্ব প্রার্থীরা তাদের অবস্থান ধরে রাখতে প্রস্তুত। এলাকার সাধারণ জনগনের অভিমত, নির্বাচন অবাধ, সুষ্ট ও নিরপেক্ষভাবে অনুষ্টিত হলে তাদের পছন্দের প্রার্থীকে ভোট প্রয়োগ করে নির্বাচিত করবেন। ৩ হেভিওয়েট প্রার্থীরা বিভিন্ন এলাকায় মাঠে ময়দানে চষে বেড়াচ্ছেন। উপজেলা পরিষদের সোনার মুকুট লড়াইয়ে কে হচ্ছেন অংশীদার? এমনটাই প্রশ্ন সাধারণ জনসাধারণের। কে পরবে সেই সোনার মুকুট? এ প্রশ্নের জবাবে মিলবে, শুধু মাত্র সময়ের অপেক্ষায়।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।