চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার অন্যতম শিক্ষা প্রতিষ্টান উজিরভিটা মাইল স্টোন কিন্ডার গার্টেনের উদ্যোগে ১৭মার্চ সকাল আনুমানিক সাড়ে ১০টায় বিদ্যালয়ের হল রুমে হাজার বছরের শ্রেষ্ট বাঙ্গালী,বাঙ্গালী জাতির স্বপ্নদ্রষ্টা, বাংলার অবিসাংবাদিত নেতা,স্বাধীনতার মহান স্হপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৮তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালন করা হয়েছে।স্কুলের পক্ষ থেকে কেক কাটার মধ্য দিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন পালন করা হয়।অনুষ্টানে প্রধান অতিথি ছিলেন মাইল স্টোন কিন্ডার গার্টেনের প্রতিষ্টাতা সভাপতি ও লোহাগাড়া সুৃখছড়ি উজিরভিটা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মাষ্টার সরওয়ার কামাল খোকন।গেষ্ট অব অনার ছিলেন সাংবাদিক রায়হান সিকদার।অনুষ্টানে সভাপতিত্ব করেন কিন্ডার গার্টেনের অধ্যক্ষ মোহাম্মদ ইউনুছ। অনুষ্টানে স্কুলের সকল শিক্ষক শিক্ষিকাবৃন্দরা উপস্হিত ছিলেন।
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।