৩ মে, ২০২৫ | ২০ বৈশাখ, ১৪৩২ | ৪ জিলকদ, ১৪৪৬


শিরোনাম
  ●  শ্রমিক দিবসে সামাজিক সংগঠন “মানুষ” এর ভিন্নধর্মী উদ্যোগ   ●  বীর মুক্তিযোদ্ধা এম. আবদুল হাই এর ১১তম মৃত্যুবার্ষিকী ২৯ এপ্রিল   ●  লুৎফুর রহমান কাজলের মা সাবেক এমপি সালেহা খানমের ইন্তেকাল করেছেন   ●  টেকনাফে যৌথ বাহিনীর সঙ্গে ডাকাতদলের গোলাগুলি, গুলিবিদ্ধ ১   ●  সিবিআইইউ’তে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন হয়েছে।   ●  গভীর রাতে পাহাড়ের মাটিভর্তি একটি ড্রাম ট্রাক( ডাম্পার) জব্দ করেছে কক্সবাজার বনবিভাগ   ●  অস্ত্র উদ্ধার ও ওয়ারেন্ট তামিলে জেলার শ্রেষ্ঠ হলেন এসআই খোকন কান্তি রুদ্র   ●  উখিয়ায় সাংবাদিক জসিম আজাদের জমি ও বসতবাড়ি দখলের চেষ্টায় হামলা   ●  কৃষকদল নেতা পরিচয়ে জমি দখল গুলি বর্ষণ আটক ১   ●  উখিয়া রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে অস্ট্রেলিয়ান হাইকমিশনারের ৫ সদস্যের প্রতিনিধিদল পরিদর্শন

লোহাগাড়ায় পুলিশ কর্মকর্তার পরিবারকে ‘পেট্রোলের আগুনে’ পুড়িয়ে মারার চেষ্টা!


নিজস্ব প্রতিনিধি:

কক্সবাজারের কাছাকাছি জেলা চট্রগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতির বড়হাতিয়া এলাকায় এক পুলিশ কর্মকর্তার পরিবারকে পেট্রোলের আগুনে পুড়িয়ে মারার চেষ্টার অভিযোগ উঠেছে। রবিবার রাত ৯ টার দিকে এই ঘটনা ঘটে। সোমবার সকালে পুলিশ কর্মকর্তা খোকন কান্তি রুদ্র বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, চট্রগ্রামের লোহাগাড়া উপজেলার দক্ষিণ বড়হাতিয়া রুদ্রপাড়া, টুডা পুকুর পাড়ের দক্ষিণ পাশে পুলিশ কর্মকর্তার পরিবার পরিজন বসবাস করে আসছিল। রবিবার রাত ৯ টার দিকে স্থানীয় বিজয় রুদ্রের ছেলে  সুমন রুদ্র ও রাজীব রুদ্রের নেতৃত্বে একদল অজ্ঞাত সন্ত্রাসী ‘পূর্ব পরিকল্পিত’ ভাবে তার বাড়ির লাগোয়া খড়ের গাঁদা (কুইজ্জায়) পেট্রোলের আগুন দেন। বিষয়টি বাড়িতে অবস্থানরত লোকজন আগুনের ধুয়া দেখে বাহিরে এসে দেখেন যে সুমন রুদ্র খড়ের গাঁদার পাশ থেকে বের হচ্ছে।  তখন তাকে ধরে ফেললে ওৎপেতে থাকা রাজীব রুদ্র এসে ধস্তাধস্তি করে সুমন রুদ্রকে সহ আগুন লাগানোর জন্য ব্যবহৃত পেট্রোলের জারিকেন নিয়ে  দ্রুত পালিয়ে যায়।
পুলিশ কর্মকর্তা রুদ্র আরও জানান, তৎক্ষানিক বিষয় লোহাগাড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তাকে অবগত করলে তাঁর নির্দেশে  চুনতি পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) ফারুক আহমদ সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থল পরিদর্শন করেন।
তিনি জানান, এই ঘটনা নিয়ে মামলার প্রস্তুতি চলছে।

এই প্রসঙ্গে জানতে চাইলে চুনতি পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) ফারুক আহমদ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। তবে কে কারা আগুন দিয়েছে তা এখনো নিশ্চিত নয়।

প্রসঙ্গতঃ পুলিশ কর্মকর্তা খোকন কান্তি রুদ্র কক্সবাজারের চকরিয়া চিরিঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়িতে উপ-পরিদর্শক (এসআই) হিসাবে কর্মরত আছেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।