১৫ ডিসেম্বর, ২০২৫ | ৩০ অগ্রহায়ণ, ১৪৩২ | ২৩ জমাদিউস সানি, ১৪৪৭


শিরোনাম
  ●  কক্সবাজার শত্রুমুক্ত দিবস ১২ ডিসেম্বর   ●  বৌদ্ধ সমিতি কক্সবাজার জেলা কমিটি গঠন সভাপতি অনিল, সম্পাদক সুজন   ●  সভাপতি পদে এগিয়ে ছাতা প্রতিকের প্রার্থী জয়নাল আবেদিন কনট্রাক্টর   ●  প্রকাশিত সংবাদ প্রসঙ্গে উখিয়ার নুরুল হকের প্রতিবাদ ও ব্যাখ্যা   ●  ইয়াবার কথোপকথন ভাইরাল হওয়া ডালিম এখনো অধরা   ●  বৃত্তি পরীক্ষায় বিশেষ গ্রেড পেল খরুলিয়ার রোহান   ●  মরিচ্যা চেকপোস্টে ৪০ হাজার ইয়াবাসহ ভুয়া নৌবাহিনী সদস্য আটক   ●  উখিয়ায় বীর মুক্তিযোদ্ধা ডাক্তার আবুল কাশেমের ইন্তেকাল   ●  উখিয়ায় নিখোঁজের ৪দিনেও সন্ধান মেলেনি শিশু নুরশেদের   ●  উখিয়ায় প্রায় ৫ কোটি টাকার ইয়াবাসহ বাহক আটক, অধরা মাদক সম্রাট ছোটন ও মামুন

লোহগাড়ায় আ’লীগের সমাবেশে সেতুমন্ত্রীঃ মানুষের ভালবাসা অর্জন করুন

রায়হান সিকদার,(লোহাগাড়া): বাংলাদেশ আওয়ামীলীগের সাধারণ সম্পাদক, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সড়ক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের এম.পি বলেছেন, নৌকা নিয়ে প্রস্তুত হোন। ঘরে ঘরে মানুষের কাছে যান, উঠান বৈঠক করুন। বিলবোর্ড নয়, প্রকৃত জাতীর পিতা শেখ মুজিবুর রহমানের আদর্শকে বুকে ধারন করুন। ৪ নভেম্বর সন্ধ্যা ৬টায় কক্সবাজার যাওয়ার পথে লোহাগাড়া উপজেলা আওয়ামীলীগ কর্তৃক আয়োজিত গণসমাবেশে দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে এসব কথা বলেন তিনি। তিনি আরো বলেন, মনোনয়ন নিয়ে ঝগড়া করবেন না। দলে কাউকে ফ্রি ষ্টাইলে চলতে দেওয়া হবে না। জনগণের কাছে গ্রহণযোগ্য ব্যাক্তিরাই মনোনয়ন পাবেন। কারো নাম ধরে সেøাগান নয়। বঙ্গবন্ধু ও শেখ হাসিনা, নৌকার সেøাগন দিন। দলে মনোনয়ন দিবেন শেখ হাসিনা।

 

ওবায়দুল কাদের আরো বলেন, দল দল ভারি করার জন্য খারাপ লোকদের দলে টেনে নিবেন না। তিনি এর পূর্বেও চন্দনাইশ ও সাতকানিয়ার পথসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন। সড়ক ও সেতু মন্ত্রী বলেন, শেখ হাসিনা দেশের উন্নয়ন করে ক্ষান্ত নন। বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের পাশে তিনি দাঁড়িয়েছেন। মানুষের ভালবাসা অর্জন করুন। বাগানের ফুল শুকিয়ে যাবে, কিন্তু মানুষের ভালবাসা কখনো ফুরিয়ে যাবে না। সমাবেশে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক মাহবুবুল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক এ.কে.এম এনামুল হক শামীম, চট্টগ্রাম দক্ষিন জেলা আওয়ামীলীগের সভাপতি মুসলেম উদ্দীন আহমদ, কেন্দ্রীয় আওয়ামীলীগের উপ-প্রচার সম্পাদক আমিনুল ইসলাম আমিন, উপ-দপ্তর সম্পাদক ব্যারিষ্টার বিপ্লব বড়–য়া, সাতকানিয়া লোহাগাড়ার মাননীয় সংসদ সদস্য প্রফেসর ড. আবু রেজা মোহাম্মদ নেজামুদ্দিন নদভী এম.পি, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক মাহফুজুর হায়দার চৌধুরী রোটন সহ জেলা উপজেলার অনেক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি খোরশেদ আলম চৌধুরী।

সঞ্চালনা করেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সালাউদ্দিন হিরু।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।