১৯ জুলাই, ২০২৫ | ৪ শ্রাবণ, ১৪৩২ | ২৩ মহর্‌রম, ১৪৪৭


শিরোনাম
  ●  চুরি করতে গিয়ে পুলিশ কনস্টেবলের স্ত্রী ধর্ষণ   ●  আজ রিমান্ডে পেকুয়া নেওয়া হচ্ছে জাফর আলমকে, নিরাপত্তার শঙ্কা!   ●  কক্সবাজারে ঝটিকা মিছিলে ঘুম ভাঙলো পুলিশের, গ্রেফতার ৫৫   ●  হাসিঘর ফাউন্ডেশন উখিয়া শাখার নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন   ●  উৎসবমুখর পরিবেশে সাংবাদিক ইউনিয়ন কক্সবাজার’র নির্বাচন সম্পন্ন   ●  যুক্তরাষ্ট্রের জুরি বোর্ডের সদস্য হলেন চৌধুরী কন্যা স্বর্ণা   ●  ভিজিএফ চালের অনিয়ম’ নিয়ে সংবাদ – চার সাংবাদিকের বিরুদ্ধে মামলা   ●  শিক্ষার ফেরিওয়ালা মরহুম জালাল আহমদ চৌধুরীর ১৭ তম মৃত্যুবার্ষিকী আজ   ●  বিয়ের তিন মাসেই সড়কে প্রাণ গেল হলদিয়ার জুনাইদের   ●  চুনোপুঁটি ধরলেও অধরা রাঘববোয়ালরা

লিটনের আসনে গোলাম মোস্তফার জয়

সংসদ সদস্য মনজুরুল ইসলাম লিটন হত্যার পর শূন্য হওয়া গাইবান্ধার-১ (সুন্দরগঞ্জ) আসনের উপ-নির্বাচনে জয়লাভ করেছেন আওয়ামী লীগ প্রার্থী গোলাম মোস্তফা আহম্মেদ। বুধবার রাতে রিটার্নিং কর্মকতা জিএম সাহাতাব উদ্দিন ফলাফল ঘোষণা করেন।

নির্বাচনে গোলাম মোস্তফা নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির (এরশাদ) প্রার্থী শামীম হায়দার পাটোয়ারীর চেয়ে ৩০ হাজার ভোট বেশি পেয়েছেন।
নৌকা প্রতীকে গোলাম মোস্তফা আহম্মেদ ৯০ হাজার ১৬৯ ভোট পেয়েছেন। অন্যদিকে লাঙ্গল প্রতীক নিয়ে শামীম হায়দার পাটোয়ারী পেয়েছেন ৬০ হাজার ১০০ ভোট।

বুধবার সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়ে একটানা চলে বিকাল ৪টা পর্যন্ত। কেন্দ্রে ভোটারদের উপস্থিতি কম হলেও কোনো অপ্রীতিকর ঘটনার কথা শোনা যায়নি।

প্রসঙ্গত, গত বছরের ৩১ ডিসেম্বর সুন্দরগঞ্জে নিজ বাড়িতে দুর্বৃত্তদের গুলিতে খুন হন ক্ষমতাসীন দলের সংসদ সদস্য এমপি লিটন। এরপর গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনটি শূন্য হয়। এ আসনের এমপি হতে ভোটের লড়াই করেছেন সাতজন।

তাদের মধ্যে ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রার্থী গোলাম মোস্তফা আহমেদ ‘নৌকা’ প্রতীক ও জাতীয় পার্টির (এরশাদ) শামীম হায়দার ‘লাঙ্গল’ প্রতীক নিয়ে নির্বাচন করেন।ই

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।