২২ সেপ্টেম্বর, ২০২৫ | ৭ আশ্বিন, ১৪৩২ | ২৯ রবিউল আউয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  আলোচিত ইমরানের ২০ হাজার ইয়াবা নিয়ে লুটপাট, পরে রফাদফা!   ●  দৈনিক যুগান্তর পত্রিকায় প্রকাশিত সংবাদের প্রতিবাদ   ●  কক্সবাজারে ভূমি নিবন্ধনে আকাশচুম্বী বর্ধিত উৎসেকর বাতিল, প্রসংশায় পঞ্চমুখ সালাহউদ্দিন আহমদ   ●  হলদিয়ায় ইমরানের ২০ হাজার ইয়াবা নিয়ে উধাও ৩ যুবক   ●  দুর্ধর্ষ প্রতারক দিদারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি   ●  ইয়াবাসহ পুলিশে সোপর্দ, চোর সন্দেহে চালান, এলাকায় ক্ষোভ   ●  শিক্ষার্থীদের ভালোবাসায় সিক্ত কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান   ●  “প্লাস্টিক উৎপাদন কমানো না গেলে এর ব্যবহারে নিয়ন্ত্রণ আনা সম্ভব নয়”   ●  নানা কর্মসূচির মধ্য দিয়ে কক্সবাজারে তাঁতীদলের খালেদা জিয়ার জন্মদিন পালন   ●  বৃহত্তর হলদিয়া পালং বিএনপির সাবেক সভাপতি আব্দুল আজিজ মেম্বারের ৫ম মৃত্যুবার্ষিকী আজ

লামায় ১লক্ষ ৭০ হাজার লিটার মদের উপকরন জব্দ-আটক ১

বান্দরবানের লামা উপজেলার আজিজনগর এলাকা থেকে দেশীয় তৈরি ০১,৭০,০০০ (এক লক্ষ ৭০ হাজার) লিটার বাংলামদের উপকরন ও ১ হাজার লিটার বাংলা মদ জব্দ করার পর তা ধংস করা হয়েছে । ২৯ডিসেম্বর বৃহস্পতিবার সকাল ৮টা থেকে দুপুর ১টা পর্যন্ত উপজাতি হেডম্যান পাড়ায় অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন বান্দরবানের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমা বিনতে আমিন ও র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) ৭ এর নিয়ন্ত্রণাধীন কক্সবাজারস্থ ক্যাম্প লেফটেনেন্ট আশিকুর রহমান।
র‌্যাবের কক্সবাজারস্থ ক্যাম্পের মেজর আশিকুর রহমান প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, সকাল ৮টা থেকে একটানা দুপুর ১টা পর্যন্ত বাংলামদ তৈরির অন্যতম স্থান আজিজনগর ইউনিয়নের উপজাতি হেডম্যান পাড়ায় অন্তত অর্ধ শতাধিক বাড়িতে এই অভিযান চালানো হয়। অভিযানের সময় এসব বাড়ি ও মাটি গর্ত করে লুকিয়ে রাখা বিপুল পরিমাণ জব্দ করা বাংলামদ নির্বাহী ম্যাজিস্ট্রেট সাংবাদিকদের উপস্থিতিতে ধংস করা হয়।
ক্যাম্পের লেঃ আশিকুর রহমান আরো জানান, দীর্ঘদিন ধরে উপজাতি পাড়ার এসব বাড়িতে তৈরিকৃত বাংলামদ পার্শ্ববর্তী চকরিয়া, পেকুয়া, চট্টগ্রামের লোহাগাড়াসহ দেশের বিভিন্ন প্রান্তে পাচার করে আসছিল। গোপনে এই সংবাদ পেয়ে বান্দরবান সদর উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেটকে সাথে নিয়ে এই অভিযান চালানো হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, মাদকদ্রব্য উদ্ধার অভিযানের জন্য সকাল থেকেই র‌্যাবের বিপুল সংখ্যক সদস্য উপজাতি পাড়া ঘিরে ফেলে। প্রত্যেক বাড়ির সামনে ও সড়কে র‌্যাবের টহল জোরদার করার পর একে একে এসব বসতবাড়িতে অভিযান চালানো হয়। এ সময় এসব বাড়ির কর্তারা পালিয়ে যাওয়ার সময় উথোয়াই উখর মার্মা নামক একজনকে আটক আটক করে র‌্যাব। তবে মাদকের বিরুদ্ধে এই অভিযান অব্যাহত থাকবে বলে র‌্যাব জানায়।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।