২৮ সেপ্টেম্বর, ২০২৫ | ১৩ আশ্বিন, ১৪৩২ | ৫ রবিউস সানি, ১৪৪৭


শিরোনাম
  ●  কক্সবাজার পলিটেকনিক ইনস্টিটিউটে স্কিলস অ্যান্ড ইনোভেশন কম্পিটিশন অনুষ্ঠিত   ●  আলোচিত ইমরানের ২০ হাজার ইয়াবা নিয়ে লুটপাট, পরে রফাদফা!   ●  দৈনিক যুগান্তর পত্রিকায় প্রকাশিত সংবাদের প্রতিবাদ   ●  কক্সবাজারে ভূমি নিবন্ধনে আকাশচুম্বী বর্ধিত উৎসেকর বাতিল, প্রসংশায় পঞ্চমুখ সালাহউদ্দিন আহমদ   ●  হলদিয়ায় ইমরানের ২০ হাজার ইয়াবা নিয়ে উধাও ৩ যুবক   ●  দুর্ধর্ষ প্রতারক দিদারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি   ●  ইয়াবাসহ পুলিশে সোপর্দ, চোর সন্দেহে চালান, এলাকায় ক্ষোভ   ●  শিক্ষার্থীদের ভালোবাসায় সিক্ত কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান   ●  “প্লাস্টিক উৎপাদন কমানো না গেলে এর ব্যবহারে নিয়ন্ত্রণ আনা সম্ভব নয়”   ●  নানা কর্মসূচির মধ্য দিয়ে কক্সবাজারে তাঁতীদলের খালেদা জিয়ার জন্মদিন পালন

লামার ফাইতংয়ে ট্রাক ভর্তি চোরাই গাছসহ যুবলীগ নেতা পুলিশের হাতে গ্রেপ্তার!

লামার ফাইতং ইউনিয়নে ট্রাক ভর্তি চোরাই গাছসহ যুবলীগ নেতাকে গ্রেফতার করেছেন বান্দরবানের ডিবি পুলিশ। বৃহস্পতিবার সকাল দশটার দিকে চকরিয়ার বানিয়ারছড়া ষ্টেশনের অদুরে ফাইতং সড়কে অভিযান চালিয়ে ডিবি পুলিশ তাকে গ্রেফতার করেন। তবে গ্রেফতারের প্রায় সাত ঘন্টা পর ওই যুবলীগ নেতাকে স্থানীয় আওয়ামীলীগ নেতাদের মধ্যস্থতায় পুলিশ ছেড়ে দিয়েছে বলে অভিযোগ উঠেছে।
স্থানীয় সূত্রে অভিযোগে জানা গেছে, যুবলীগ নেতা মিজানুর রহমান বৃহস্পতিবার সকালে একটি ট্রাক গাড়ী (নং চট্টমেট্ট্রো- ট-১১-৮৭৪) ভর্তি করে বিপুল পরিমাণ চোরাই গাছ পাচারের উদ্যোশ্যে তার বাড়িতে এনে মজুদ করে। এসময় খবর পেয়ে বান্দরবানের ডিবি পুলিশ অভিযান চালিয়ে ট্রাক ভর্তি গাছ জব্ধ করে স্থানীয় সাবেক মেম্বার আকবর হোসেনের জিম্মায় দেন।
ওই সময় গাড়ীটি জিম্মা থাকা অবস্থায় গাছ সমুহ আনলোড করে গাড়িটি অন্যত্র নিয়ে যায় যুবলীগ নেতা মিজান। এক পর্যায়ে বেলা ৩টায় ফাইতং পুলিশ ফাড়ির আইসি হুমায়ুন কবির, ডিবি পুলিশের এসআই শ্যামল, কনস্টেবল তুহিনসহ সংশ্লিষ্ট পুলিশ সদস্যদের সাথে তর্কাতর্কিতে জড়িয়ে পড়ার এক পর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে। ওই সময় পুলিশ যুবলীগ নেতা মিজানকে আটক করে।
স্থানীয় লোকজন জানিয়েছেন, গাছসহ যুবলীগ নেতাকে গ্রেফতারের পর ফাইতং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জালাল উদ্দিন কোম্পানী, আওয়ামীলীগ নেতা হেলাল উদ্দিনসহ স্থানীয় প্রভাবশালী লোকজন পুলিশের সাথে বিষয়টি নিয়ে বৈঠকে বসেন। পরে ফাইতং পুলিশ ফাড়ির ইনচার্জ হুমায়ুন ও ডিবি’র এসআই শ্যামলসহ সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের কথাবার্তা শেষ হওয়ার পর প্রায় সাতঘন্টা পরে যুবলীগ নেতাকে ছেড়ে দেয় পুলিশ। #

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।