২৮ আগস্ট, ২০২৫ | ১৩ ভাদ্র, ১৪৩২ | ৪ রবিউল আউয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  শিক্ষার্থীদের ভালোবাসায় সিক্ত কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান   ●  “প্লাস্টিক উৎপাদন কমানো না গেলে এর ব্যবহারে নিয়ন্ত্রণ আনা সম্ভব নয়”   ●  নানা কর্মসূচির মধ্য দিয়ে কক্সবাজারে তাঁতীদলের খালেদা জিয়ার জন্মদিন পালন   ●  বৃহত্তর হলদিয়া পালং বিএনপির সাবেক সভাপতি আব্দুল আজিজ মেম্বারের ৫ম মৃত্যুবার্ষিকী আজ   ●  মরিচ্যা পালং সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা   ●  রামুতে বনবিভাগের নির্মাধীন স্থাপনা উচ্ছেদ নিয়ে প্রশাসন ও বনকর্মীদের মাঝে প্রকাশ্যে বাকবিতন্ডা   ●  সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ছৈয়দ নুরের মৃত্যুতে জেলা বিএনপির শোক   ●  চুরি করতে গিয়ে পুলিশ কনস্টেবলের স্ত্রী ধর্ষণ   ●  আজ রিমান্ডে পেকুয়া নেওয়া হচ্ছে জাফর আলমকে, নিরাপত্তার শঙ্কা!   ●  কক্সবাজারে ঝটিকা মিছিলে ঘুম ভাঙলো পুলিশের, গ্রেফতার ৫৫

রোহিঙ্গাদের সহায়তায় ৬শ’কোটি টাকা দেবে জার্মানি

আন্তর্জাতিক ডেস্কঃ মিয়ানমারের রাখাইনে সেনাবাহিনীর নৃশংতা থেকে বাঁচতে বাংলাদেশে পালিয়ে আশ্রয় নেওয়া রোহিঙ্গা শরণার্থীদের জন্য ৬ কোটি ইউরো বা ৫৮৬ কোটি টাকা সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে জার্মানি।

সোমবার (১৮ সেপ্টেম্বর) বার্লিনে দেশটির সরকারের মুখপাত্র স্টেফান সাইবার্ট এ সহায়তার ঘোষণা দেন। তিনি জানান, জার্মান সরকারের জরুরি ত্রাণ তহবিল থেকে রোহিঙ্গাদের জন্য এই অর্থ সহায়তা দেওয়া হবে।

এ নিয়ে জার্মানির স্পিগেল পত্রিকার অনলাইন সংস্করণে একটি প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। প্রতিবেদনে জানানো হয়, জার্মানির এই অর্থ জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনের (ইউএনএইচসিআর) সহযোগিতায় সীমান্তের দুই দিকে রোহিঙ্গাদের জরুরি খাদ্য, চিকিৎসা ও মৌলিক চাহিদার জন্য ব্যয় করা হবে।

স্টেফান সাইবার্ট সংবাদমাধ্যমকে বলেন, গত কয়েক সপ্তাহে ৪ লাখেরও বেশি রোহিঙ্গা মুসলিম মিয়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছে। এই বিপুলসংখ্যক শরণার্থী এখন খুবই মানবেতর জীবনযাপন করছেন।

রোহিঙ্গাদের দেশ ছাড়তে বাধ্য করার ঘটনাটি ‘মানবতার বিরুদ্ধে আগ্রাসন’ বলেও মন্তব্য করেন সাইবার্ট।

অন্যদিকে, ইউরোপের প্রভাবশালী দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক ঘোষণায় মিয়ানমার সরকারকে রাখাইন রাজ্যে আন্তর্জাতিক পর্যবেক্ষক ও ত্রাণ সংস্থাগুলোকে প্রবেশের অনুমতি দিতে অনুরোধ জানিয়েছে।

রোহিঙ্গাদের জন্য সহায়তা ঘোষণার আগে স্থানীয় রাজনৈতিক দলগুলোর সমালোচনার মুখে পড়ে জার্মান সরকার। পরিবেশবাদী সবুজ দলের পক্ষ থেকে বলা হয়, জার্মান সরকার রোহিঙ্গাদের রক্ষা করতে এখনও কোনো কার্যকর ভূমিকা রাখছেন না। মিয়ানমারের ওপর কূটনৈতিক চাপ প্রয়োগের প্রয়োজনীয়তার কথা বলেন পরিবেশবাদী সবুজ দলের নেতারা।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।