২৫ ডিসেম্বর, ২০২৫ | ১০ পৌষ, ১৪৩২ | ৪ রজব, ১৪৪৭


শিরোনাম
  ●  গ্রামে গ্রামে আনন্দের স্রোত   ●  সিবিআইউ’র আইন বিভাগের ১৭তম ব্যাচের বিদায় অনুষ্ঠান সম্পন্ন   ●  ক্ষোভ থেকে হত্যার ছক আঁকেন অপরাধী চক্র   ●  রামুর ধোয়াপালংয়ে পোল্ট্রি ব্যবসায়ী অপহরণ : ৩ লাখ টাকা ও মোবাইল লুট   ●  খুনিয়াপালংয়ে বিএনপি সভাপতির সহযোগিতায় শতবর্ষী কবরস্থান দখলের পাঁয়তারা   ●  কক্সবাজার শত্রুমুক্ত দিবস ১২ ডিসেম্বর   ●  বৌদ্ধ সমিতি কক্সবাজার জেলা কমিটি গঠন সভাপতি অনিল, সম্পাদক সুজন   ●  সভাপতি পদে এগিয়ে ছাতা প্রতিকের প্রার্থী জয়নাল আবেদিন কনট্রাক্টর   ●  প্রকাশিত সংবাদ প্রসঙ্গে উখিয়ার নুরুল হকের প্রতিবাদ ও ব্যাখ্যা   ●  ইয়াবার কথোপকথন ভাইরাল হওয়া ডালিম এখনো অধরা

রোহিঙ্গাদের সঙ্গে স্থানীয়দেরও ভিজিএফ’র আওতায় আনার দাবি

কক্সবাজার সময় ডেস্কঃ রোহিঙ্গাদের কারণে স্থানীয় জনগণ ক্ষতির সম্মুখীন হচ্ছেন। এজন্য রোহিঙ্গাদের পাশাপাশি ক্ষতিগ্রস্ত স্থানীয়দেরও ভিজিএফ কার্ডের আওতায় আনা উচিত।

সোমবার (২৩ অক্টোবর) বাংলানিউজ আয়োজিত গোলটেবিল আলোচনায় অংশ নিয়ে কক্সবাজার জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সিরাজুল মোস্তফা এ দাবি জানান।

কক্সবাজারের সায়মন বিচ রিসোর্টের সম্মেলন কক্ষে এ গোলটেবিল আলোচনার আয়োজন করা হয়।

সিরাজুল মোস্তফা বলেন, উখিয়া-টেকনাফে বাঙালি আছে ছয় লাখ। রোহিঙ্গা ১১ লাখ। স্থানীয় জনগণের দ্বিগুণ রোহিঙ্গা। এরইমধ্যে স্থানীয়দের গণঅসন্তোষ সৃষ্টি হয়েছে। উখিয়া-টেকনাফের রাস্তাঘাট নষ্ট হয়ে গেছে। ১২ টাকা কেজির গোল আলু এখন ৬০ টাকা। ঢেঁড়শ ৯০ টাকা। শ্রমবাজার নষ্ট হয়ে গেছে।

রোহিঙ্গাদের সাহায্য দেওয়া দাতা সংস্থাগুলোর উদ্দেশ্যে তিনি বলেন, স্থানীয়রা রোহিঙ্গাদের কারণে অনেক ক্ষতির সম্মুখীন হচ্ছে। তারা বাইরে থেকে এসেছে, তাদের আগে আমার জনগণ। রোহিঙ্গাদের ভিজিএফ কার্ড দেওয়ার সঙ্গে স্থানীয়দেরও এর আওতায় আনা দরকার। সাহায্য দেওয়া সংগঠনগুলোর উচিত স্থানীয়দেরও সহায়তা করা।

সিরাজুল মোস্তফা বলেন, সংকট শুধু রোহিঙ্গাদের নয়, সংকট কক্সবাজারের, সংকট বাংলাদেশের। রোহিঙ্গারা কখন যাবে সেটা আল্লাহ ছাড়া কেউ জানেন না। যদি তাদের অবস্থান দীর্ঘমেয়াদী হয়, তাহলে তাদের ভাসানচর নিয়ে যেতেই হবে। তাদের সংরক্ষিত এলাকা করে রাখা জরুরি, তাদের বাইরে যেন যেতে দেওয়া না হয়।

বাংলানিউজের এডিটর ইন চিফ আলমগীর হোসেনের সভাপতিত্বে ও চট্টগ্রাম ব্যুরো এডিটর তপন চক্রবর্তীর সঞ্চালনায় এ আলোচনা অনুষ্ঠিত হয়।

গোলটেবিল আলোচনায় উপস্থিত ছিলেন- কক্সবাজার সদর আসনের সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল, কক্সবাজার অতিরিক্ত জেলা প্রশাসক কাজী আব্দুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার আফরুজুল হক টুটুল, কক্সবাজার জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, ট্যুরিস্ট পুলিশ জিল্লুর রহমান, শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মাদ আব্দুল কালাম, কক্সবাজার সরকারি কলেজের অধ্যক্ষ  এ কে এম ফজলুল করিম চৌধুরী, কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবু তাহের প্রমুখ।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।