১৯ জুলাই, ২০২৫ | ৪ শ্রাবণ, ১৪৩২ | ২৩ মহর্‌রম, ১৪৪৭


শিরোনাম
  ●  চুরি করতে গিয়ে পুলিশ কনস্টেবলের স্ত্রী ধর্ষণ   ●  আজ রিমান্ডে পেকুয়া নেওয়া হচ্ছে জাফর আলমকে, নিরাপত্তার শঙ্কা!   ●  কক্সবাজারে ঝটিকা মিছিলে ঘুম ভাঙলো পুলিশের, গ্রেফতার ৫৫   ●  হাসিঘর ফাউন্ডেশন উখিয়া শাখার নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন   ●  উৎসবমুখর পরিবেশে সাংবাদিক ইউনিয়ন কক্সবাজার’র নির্বাচন সম্পন্ন   ●  যুক্তরাষ্ট্রের জুরি বোর্ডের সদস্য হলেন চৌধুরী কন্যা স্বর্ণা   ●  ভিজিএফ চালের অনিয়ম’ নিয়ে সংবাদ – চার সাংবাদিকের বিরুদ্ধে মামলা   ●  শিক্ষার ফেরিওয়ালা মরহুম জালাল আহমদ চৌধুরীর ১৭ তম মৃত্যুবার্ষিকী আজ   ●  বিয়ের তিন মাসেই সড়কে প্রাণ গেল হলদিয়ার জুনাইদের   ●  চুনোপুঁটি ধরলেও অধরা রাঘববোয়ালরা

রোহিঙ্গা সমস্যা সমাধানে আন্তরিক যুক্তরাষ্ট্র : বার্ণিকাট

বিশেষ প্রতিবেদকঃ রোহিঙ্গা সমস্যা সমাধানে যুক্তরাষ্ট্র আন্তরিক, রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের পাশে থাকবে যুক্তরাষ্ট্র। এমনটি জানালেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট।

বৃহস্পতিবার দুপুরের দিকে কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প পরির্দশন শেষে তিনি এসব কথা বলেন।

বার্নিকাট বলেন, রোহিঙ্গা সমস্যা সমাধানে তাঁর দেশ অত্যন্ত আন্তরিক। এ জন্য তিনি এবারসহ ৩বার ক্যাম্প পরিদর্শনে আসেন। খোঁজখবর নেন মিয়ানমার সেনাবাহিনীর বর্বতার শিকার হয়ে পালিয়ে এসে বাংলাদেশে আশ্রয় নেওয়া নারী-পুরুষ রোহিঙ্গাদের।

এ সময় তিনি রোহিঙ্গাদের সমস্যা সমাধানে যুক্তরাষ্ট্র কাজ করবে বলেও জানান।

এর আগে তিনি কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে পৌঁছে আন্তর্জাতিক অভিবাসী সংস্থার (আইএমও)সহ সরকারী-বেসরকারী কর্মরত কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন এবং বস্তি পরিদর্শন করেন। শেষে নির্যাতনের শিকার হয়ে মিয়ানমার থেকে পালিয়ে আসা ও স্বজনহারা রোহিঙ্গাদের সঙ্গে কথা বলেন।

বার্নিকাটের সঙ্গে ছিলেন রোহিঙ্গা ক্যাম্পে কর্মরত বিভিন্ন এনজিও সংস্থা প্রতিনিধি।

উল্লেখ্য, ইতিপুর্বে উখিয়ার কুতুপালং, সীমান্তের ঘুমধুম জিরো পয়েন্ট পরির্দশন করেছিলেন ৪৩টি দেশের প্রতিনিধিদল। ওই সময় তারা মিয়ানমারে বাড়ী-ঘরে আগুণ দেয়ার দৃশ্য স্বচক্ষ্যে অবলোকন করেছিলেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।