৬ মে, ২০২৫ | ২৩ বৈশাখ, ১৪৩২ | ৭ জিলকদ, ১৪৪৬


শিরোনাম
  ●  উখিয়ার প্রখ্যাত চিত্রশিল্পী ফরিদ আহম্মদ চৌধুরীর ৬ষ্ট মৃত্যুবার্ষিকী আজ   ●  কক্সবাজার জেলা বিএনপির সদস্য সিরাজুল হক ডালিম’র সপ্তম মৃত্যুবার্ষিকী আজ   ●  শ্রমিক দিবসে সামাজিক সংগঠন “মানুষ” এর ভিন্নধর্মী উদ্যোগ   ●  বীর মুক্তিযোদ্ধা এম. আবদুল হাই এর ১১তম মৃত্যুবার্ষিকী ২৯ এপ্রিল   ●  লুৎফুর রহমান কাজলের মা সাবেক এমপি সালেহা খানমের ইন্তেকাল করেছেন   ●  টেকনাফে যৌথ বাহিনীর সঙ্গে ডাকাতদলের গোলাগুলি, গুলিবিদ্ধ ১   ●  সিবিআইইউ’তে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন হয়েছে।   ●  গভীর রাতে পাহাড়ের মাটিভর্তি একটি ড্রাম ট্রাক( ডাম্পার) জব্দ করেছে কক্সবাজার বনবিভাগ   ●  অস্ত্র উদ্ধার ও ওয়ারেন্ট তামিলে জেলার শ্রেষ্ঠ হলেন এসআই খোকন কান্তি রুদ্র   ●  উখিয়ায় সাংবাদিক জসিম আজাদের জমি ও বসতবাড়ি দখলের চেষ্টায় হামলা

রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের কড়া প্রতিবাদ

file-9
মিয়ানমারে রোহিঙ্গাদের ওপর বর্বর নির্যাতন ও হত্যার কড়া প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ। বুধবার বিকেলে ঢাকায় নিযুক্ত মিয়ানমারের রাষ্ট্রদূত মিউ মিন্ট থানকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করে এ প্রতিবাদ জানানো হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব কামরুল আহসান জানান, আমরা রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের ওপর নির্যাতন, অগ্নিসংযোগ ও হত্যার বিষয়ে উদ্বেগের কথা জানিয়েছি। এছাড়া অবিলম্বে এসব বন্ধের জন্য বলেছি।

তিনি আরো বলেন, জবাবে মিয়ানমারের রাষ্ট্রদূত খবরের কাগজে প্রকাশিত সংবাদকে বানোয়াট বলে দাবি করেছেন। রাষ্ট্রদূত বলেছেন, প্রকৃত অর্থে এমন কিছুই হচ্ছে না।

পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ সময় মিয়ানমারের রাষ্ট্রদূতের হাতে একটি প্রতিবাদ পত্রও তুলে দেয়া হয়েছে বলে জানান তিনি।

তবে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বেরিয়ে মিয়ানমার রাষ্ট্রদূত সাংবাদিকদের সঙ্গে কোনো মন্তব্য করতে রাজি হননি।

উল্লেখ্য, মিয়ানমারের আরাকান রাজ্যে রোহিঙ্গা মুসলিমদের ওপর ব্যাপক নির্যাতন চালাচ্ছে দেশটির সেনাবাহিনী ও স্থানীয়রা। গত কয়েকদিনে ওই রাজ্যে সহিংস ঘটনায় এখন পর্যন্ত ১৩০ জনের প্রাণহানি ঘটেছে বলে বার্তাসংস্থা রয়টার্স, বিবিসিসহ বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমে জানানো হয়েছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।