১৫ ডিসেম্বর, ২০২৫ | ৩০ অগ্রহায়ণ, ১৪৩২ | ২৩ জমাদিউস সানি, ১৪৪৭


শিরোনাম
  ●  কক্সবাজার শত্রুমুক্ত দিবস ১২ ডিসেম্বর   ●  বৌদ্ধ সমিতি কক্সবাজার জেলা কমিটি গঠন সভাপতি অনিল, সম্পাদক সুজন   ●  সভাপতি পদে এগিয়ে ছাতা প্রতিকের প্রার্থী জয়নাল আবেদিন কনট্রাক্টর   ●  প্রকাশিত সংবাদ প্রসঙ্গে উখিয়ার নুরুল হকের প্রতিবাদ ও ব্যাখ্যা   ●  ইয়াবার কথোপকথন ভাইরাল হওয়া ডালিম এখনো অধরা   ●  বৃত্তি পরীক্ষায় বিশেষ গ্রেড পেল খরুলিয়ার রোহান   ●  মরিচ্যা চেকপোস্টে ৪০ হাজার ইয়াবাসহ ভুয়া নৌবাহিনী সদস্য আটক   ●  উখিয়ায় বীর মুক্তিযোদ্ধা ডাক্তার আবুল কাশেমের ইন্তেকাল   ●  উখিয়ায় নিখোঁজের ৪দিনেও সন্ধান মেলেনি শিশু নুরশেদের   ●  উখিয়ায় প্রায় ৫ কোটি টাকার ইয়াবাসহ বাহক আটক, অধরা মাদক সম্রাট ছোটন ও মামুন

রামুর বীর মুক্তিযোদ্ধা কিরণ বড়ুয়া আর নেই

muktijuddha-kiron-baruaরামু উপজেলার বীর মুক্তিযোদ্ধা কিরণ বড়–য়া আর নেই। মঙ্গলবার (২২ নভেম্বর) ভোরে বার্ধক্যজনিত রোগে আক্রান্ত হয়ে উপজেলার উত্তর ফতেঁখারকুল বড়ুয়া পাড়া গ্রামে নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন কিরণ বড়–য়া। মৃত্যুকালে তিনি অসংখ্য আÍীয় স্বজন ও শুভ্যানুধায়ী রেখে গেছেন।
বীর মুক্তিযোদ্ধা কিরণ বড়–য়া রামু উপজেলার ফতেঁখারকুল ইউনিয়নের উত্তর ফতেখাঁরকুল বড়–য়া পাড়া এলাকার প্রয়াত নগেন্দ্র বড়ুয়ার ছেলে।
মঙ্গলবার বিকাল ৪টার দিকে স্থানীয় শ্মশানে প্রয়াত বীর মুক্তিযোদ্ধা নগেন্দ্র বড়–য়াকে রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত করা হয়। এর আগে সকাল ১১টার দিকে প্রয়াতের মরদেহে গার্ড অব অনার প্রদান করেন উপজেলা প্রশাসন। এ সময় রামু উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সাবেক ইউপি চেয়ারম্যান নুরুল হক, বীর মুক্তিযোদ্ধা মমতাজুল হক, রনধির বড়–য়া, মাস্টার শতিশ বড়–য়াসহ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এদিকে, মুক্তিযোদ্ধা কিরণ বড়–য়ার প্রয়ানে গভীর শোক ও শোকাহত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন কক্সবাজার-৩ (সদর-রামু) আসনের সংসদ সদস্য আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল ও রামু উপজেলা পরিষদের চেয়ারম্যান রিয়াজুল আলম।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।