২৬ আগস্ট, ২০২৫ | ১১ ভাদ্র, ১৪৩২ | ২ রবিউল আউয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  “প্লাস্টিক উৎপাদন কমানো না গেলে এর ব্যবহারে নিয়ন্ত্রণ আনা সম্ভব নয়”   ●  নানা কর্মসূচির মধ্য দিয়ে কক্সবাজারে তাঁতীদলের খালেদা জিয়ার জন্মদিন পালন   ●  বৃহত্তর হলদিয়া পালং বিএনপির সাবেক সভাপতি আব্দুল আজিজ মেম্বারের ৫ম মৃত্যুবার্ষিকী আজ   ●  মরিচ্যা পালং সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা   ●  রামুতে বনবিভাগের নির্মাধীন স্থাপনা উচ্ছেদ নিয়ে প্রশাসন ও বনকর্মীদের মাঝে প্রকাশ্যে বাকবিতন্ডা   ●  সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ছৈয়দ নুরের মৃত্যুতে জেলা বিএনপির শোক   ●  চুরি করতে গিয়ে পুলিশ কনস্টেবলের স্ত্রী ধর্ষণ   ●  আজ রিমান্ডে পেকুয়া নেওয়া হচ্ছে জাফর আলমকে, নিরাপত্তার শঙ্কা!   ●  কক্সবাজারে ঝটিকা মিছিলে ঘুম ভাঙলো পুলিশের, গ্রেফতার ৫৫   ●  হাসিঘর ফাউন্ডেশন উখিয়া শাখার নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

রামুর দক্ষিন মিঠাছড়িতে যুবলীগের উদ্যোগে স্বেচ্ছাশ্রমে রাস্তা সংস্কার

রামু উপজেলার দক্ষিন মিঠাছড়ি ইউনিয়নে যুবলীগের উদ্যোগে স্বেচ্ছাশ্রমে রাস্তা সংস্কার করা হয়েছে। বিগত বন্যায় চাইন্দা-রাজারকুল সড়কের দক্ষিন মিঠাছড়ি স্টেশনের পশ্চিম পার্শ্বে ৫০০ মিটারের অধিক রাস্তা ক্ষতিগ্রস্থ হয়ে যান ও জন চলাচলের অনুপযোগি হয়ে পড়ে। ওই রাস্তা দিয়ে চলাচল করতে গিয়ে বন্যা পরবর্তী সময়ে কমপক্ষে বিশটির মতো টমটম ক্ষতিগ্রস্থ হয়েছে বলে জানান স্থানীয়রা। এই ক্ষতিগ্রস্ত রাস্তা গতকাল রবিবার (১৬ জুলাই) সকাল থেকে সংস্কারে এগিয়ে আসেন স্থানীয় ইউনিয়ন যুবলীগের নেতা-কর্মীরা। ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক নুরুল করিম পুতুর আহবানে সাড়া দিয়ে ইউনিয়ন যুবলীগ-ছাত্রলীগের নেতাকর্মীরা এগিয়ে এসে রাস্তা সংস্কার কাজে যোগদেয়। তারা সকাল থেকে বিকাল পর্যন্ত রাস্তায় ইট ও বালি দিয়ে যানবাহন ও জনগন চলাচলে উপযোগী করে তোলে।
মহতী এ স্বেচ্ছাশ্রম কাজে অংশ নেয় ইউনিয়নের ৯নং ওয়ার্ড যুবলীগের সভাপতি এনামুল হক, ২ নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক মাসুদ, ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মিনহাজুল আনোয়ার সিকদার, যুবলীগ নেতা ফারুক, ইকবাল হোসেন, মুজিবুল হক মিশু প্রমুখ নেতৃবৃন্দ। যুবলীগের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে সহযোগিতায় এগিয়ে আসেন দক্ষিন মিঠাছড়ি ইউনিয়নের ২ নং ওয়ার্ডের মেম্বার আজিজুল হক দুদু মিয়া।
রাস্তা সংস্কারের উদ্যোক্তা দক্ষিন মিঠাছড়ি ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক নুরুল করিম পুতু জানান, বিগত বন্যায় দক্ষিন মিঠাছড়ি ইউনিয়নের বিভিন্ন এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। কক্সবাজার-৩ (সদর-রামু) আসনের সংসদ সদস্য আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল ভাইয়ের পক্ষ থেকে স্বেচ্ছাশ্রমে আমরা ক্ষতিগ্রস্থ রাস্তা সংস্কারে উদ্যোগ নিয়েছি। পর্যায়ক্রমে ইউনিয়নের উন্নয়নে যুবলীগ আরো ভুিমকা রাখবে বলে জানিয়ে যুবলীগ নেতা পুতু এলাকার সকল যুব সমাজকে উন্নয়ন মূলক কাজে অংশ নেয়ার আহবান জানান।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।