২৬ আগস্ট, ২০২৫ | ১১ ভাদ্র, ১৪৩২ | ২ রবিউল আউয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  “প্লাস্টিক উৎপাদন কমানো না গেলে এর ব্যবহারে নিয়ন্ত্রণ আনা সম্ভব নয়”   ●  নানা কর্মসূচির মধ্য দিয়ে কক্সবাজারে তাঁতীদলের খালেদা জিয়ার জন্মদিন পালন   ●  বৃহত্তর হলদিয়া পালং বিএনপির সাবেক সভাপতি আব্দুল আজিজ মেম্বারের ৫ম মৃত্যুবার্ষিকী আজ   ●  মরিচ্যা পালং সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা   ●  রামুতে বনবিভাগের নির্মাধীন স্থাপনা উচ্ছেদ নিয়ে প্রশাসন ও বনকর্মীদের মাঝে প্রকাশ্যে বাকবিতন্ডা   ●  সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ছৈয়দ নুরের মৃত্যুতে জেলা বিএনপির শোক   ●  চুরি করতে গিয়ে পুলিশ কনস্টেবলের স্ত্রী ধর্ষণ   ●  আজ রিমান্ডে পেকুয়া নেওয়া হচ্ছে জাফর আলমকে, নিরাপত্তার শঙ্কা!   ●  কক্সবাজারে ঝটিকা মিছিলে ঘুম ভাঙলো পুলিশের, গ্রেফতার ৫৫   ●  হাসিঘর ফাউন্ডেশন উখিয়া শাখার নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

রামুর গর্জনিয়ার মিনু সিকদার মারা গেছেন : আজ দুপুরে জানাজা

হাফিজুল ইসলাম চৌধুরী :
রামুর গর্জনিয়া ইউনিয়নের বোমাংখিল (সিকদার পাড়া) গ্রামের বাসিন্দা, ছোট বড় সকলের প্রিয় বন্ধু- ইখতিয়ার উদ্দিন ওরফে মিনু সিকদার মারা গেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি প্রয়াত জালাল আহমদ সিকদারের চতুর্থ ছেলে।
সোমবার (১৮ সেপ্টেম্বর) রাত ১০টা ২৫ মিনিটে চট্টগ্রাম শহরের একটি বেসরকারি হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
মিনু সিকদার বার্ধক্যজনিত রোগসহ বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৮ বছর। সম্প্রতি তাঁর অবস্থার অবনতি হলে বাড়ি থেকে কক্সবাজার সদর হাসপাতালের জরুরি বিভাগ এবং পরবর্তিতে চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন।
মরহুমের বড় ছেলে ইঞ্জিনিয়ার রিয়াজ উদ্দিন সিকদার বলেন, আজ (১৯ সেপ্টেম্বর) দুপুরের নামাজ শেষে- আমির আলি চৌধুরী জামে মসজিদ প্রাঙ্গনে তাঁর বাবার জানাজা নামাজ অনুষ্ঠিত হবে। এর পর একই মসজিদের কবরস্থানে মৃতদেহ দাফন করা হবে।
এদিকে সকলের প্রিয় বন্ধু- মিষ্টভাসি মিনু সিকদারের ইন্তেকালের খবরে সর্বত্র শোকের ছায়া নেমে এসেছে। ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মৃত্যুর সংবাদ ভাইরাল হয়েছে। এর পর থেকে সর্বমহলের লোকজন নানাভাবে শোক প্রকাশ করে, মরহুমের আত্মার মাগফেরাত কামনা অব্যাহত রেখেছেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।