১৯ অক্টোবর, ২০২৫ | ৩ কার্তিক, ১৪৩২ | ২৬ রবিউস সানি, ১৪৪৭


শিরোনাম
  ●  ভূমিদস্যু ও সন্ত্রাসীদের হুমকিতে নিরাপত্তাহীন পরিবার, চার সন্তান স্কুলে যাওয়া বন্ধ   ●  রামুতে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা রিজনের নেতৃত্বে এক ব্যক্তির দোকান দখলের অভিযোগ, চাঁদাবাজি মামলায় জিটু কারাগারে   ●  গর্জনিয়া পুলিশ ফাঁড়িতে ঢুকে হুমকি অভিযোগ ৪ এনসিপি নেতার বিরুদ্ধে   ●  কক্সবাজার পলিটেকনিক ইনস্টিটিউটে স্কিলস অ্যান্ড ইনোভেশন কম্পিটিশন অনুষ্ঠিত   ●  আলোচিত ইমরানের ২০ হাজার ইয়াবা নিয়ে লুটপাট, পরে রফাদফা!   ●  দৈনিক যুগান্তর পত্রিকায় প্রকাশিত সংবাদের প্রতিবাদ   ●  কক্সবাজারে ভূমি নিবন্ধনে আকাশচুম্বী বর্ধিত উৎসেকর বাতিল, প্রসংশায় পঞ্চমুখ সালাহউদ্দিন আহমদ   ●  হলদিয়ায় ইমরানের ২০ হাজার ইয়াবা নিয়ে উধাও ৩ যুবক   ●  দুর্ধর্ষ প্রতারক দিদারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি   ●  ইয়াবাসহ পুলিশে সোপর্দ, চোর সন্দেহে চালান, এলাকায় ক্ষোভ

রামুর গর্জনিয়ার মিনু সিকদার মারা গেছেন : আজ দুপুরে জানাজা

হাফিজুল ইসলাম চৌধুরী :
রামুর গর্জনিয়া ইউনিয়নের বোমাংখিল (সিকদার পাড়া) গ্রামের বাসিন্দা, ছোট বড় সকলের প্রিয় বন্ধু- ইখতিয়ার উদ্দিন ওরফে মিনু সিকদার মারা গেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি প্রয়াত জালাল আহমদ সিকদারের চতুর্থ ছেলে।
সোমবার (১৮ সেপ্টেম্বর) রাত ১০টা ২৫ মিনিটে চট্টগ্রাম শহরের একটি বেসরকারি হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
মিনু সিকদার বার্ধক্যজনিত রোগসহ বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৮ বছর। সম্প্রতি তাঁর অবস্থার অবনতি হলে বাড়ি থেকে কক্সবাজার সদর হাসপাতালের জরুরি বিভাগ এবং পরবর্তিতে চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন।
মরহুমের বড় ছেলে ইঞ্জিনিয়ার রিয়াজ উদ্দিন সিকদার বলেন, আজ (১৯ সেপ্টেম্বর) দুপুরের নামাজ শেষে- আমির আলি চৌধুরী জামে মসজিদ প্রাঙ্গনে তাঁর বাবার জানাজা নামাজ অনুষ্ঠিত হবে। এর পর একই মসজিদের কবরস্থানে মৃতদেহ দাফন করা হবে।
এদিকে সকলের প্রিয় বন্ধু- মিষ্টভাসি মিনু সিকদারের ইন্তেকালের খবরে সর্বত্র শোকের ছায়া নেমে এসেছে। ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মৃত্যুর সংবাদ ভাইরাল হয়েছে। এর পর থেকে সর্বমহলের লোকজন নানাভাবে শোক প্রকাশ করে, মরহুমের আত্মার মাগফেরাত কামনা অব্যাহত রেখেছেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।