১৯ অক্টোবর, ২০২৫ | ৩ কার্তিক, ১৪৩২ | ২৬ রবিউস সানি, ১৪৪৭


শিরোনাম
  ●  ভূমিদস্যু ও সন্ত্রাসীদের হুমকিতে নিরাপত্তাহীন পরিবার, চার সন্তান স্কুলে যাওয়া বন্ধ   ●  রামুতে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা রিজনের নেতৃত্বে এক ব্যক্তির দোকান দখলের অভিযোগ, চাঁদাবাজি মামলায় জিটু কারাগারে   ●  গর্জনিয়া পুলিশ ফাঁড়িতে ঢুকে হুমকি অভিযোগ ৪ এনসিপি নেতার বিরুদ্ধে   ●  কক্সবাজার পলিটেকনিক ইনস্টিটিউটে স্কিলস অ্যান্ড ইনোভেশন কম্পিটিশন অনুষ্ঠিত   ●  আলোচিত ইমরানের ২০ হাজার ইয়াবা নিয়ে লুটপাট, পরে রফাদফা!   ●  দৈনিক যুগান্তর পত্রিকায় প্রকাশিত সংবাদের প্রতিবাদ   ●  কক্সবাজারে ভূমি নিবন্ধনে আকাশচুম্বী বর্ধিত উৎসেকর বাতিল, প্রসংশায় পঞ্চমুখ সালাহউদ্দিন আহমদ   ●  হলদিয়ায় ইমরানের ২০ হাজার ইয়াবা নিয়ে উধাও ৩ যুবক   ●  দুর্ধর্ষ প্রতারক দিদারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি   ●  ইয়াবাসহ পুলিশে সোপর্দ, চোর সন্দেহে চালান, এলাকায় ক্ষোভ

রামুতে সন্ত্রাসী হামলায় দুই সাংবাদিক আহত

কক্সবাজারের রামুতে সংবাদ সংগ্রহ করতে গিয়ে নুরুল ইসলাম সেলিম ও আবুল কাশেম সাগর নামে দুই সাংবাদিক সন্ত্রাসী হামলায় গুরুতর আহত হয়েছেন। শনিবার (২২ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের পানেরছড়া এলাকায় ঘটনাটি ঘটে। আহতদেরকে কক্সবাজার সদর হাসপাতালের ভর্তি করা হয়েছে।
আহত নুরুল ইসলাম সেলিম রামু প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও উপজেলা আওয়ামীলীগের অর্থ সম্পাদক এবং আবুল কাশেম সাগর রামু রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক।
আহত সাংবাদিক নুরুল ইসলাম সেলিম জানান, শনিবার সকালে আমি ও সহকর্র্মী সাগর দক্ষিণ মিঠাছড়ির পানেরছড়ায় সংবাদ সংগ্রহে যাই। কিছু বুঝে উঠার আগেই রাজা মিয়ার নেতৃত্বে হাবিব উল্লাহ, হাফেজ আহাম্মদ, আয়াত উল্লাহ, ফরিদুল আলম, শহীদুল্লাহ, ছৈয়দ নুর, মনজুর আলমসহ অন্তত ৩০ জনের একটি সন্ত্রাসী বাহিনী আমাদের উপর হামলে পড়ে। এসময় সন্ত্রাসীরা আমি ও সহকর্মী কাশেমকে বিভিন্ন ধারালো অস্ত্র দ্বারা হত্যার উদ্দেশ্যে আঘাত করে।
সাংবাদিক আবুল কাশেম সাগর জানান, শুধু সন্ত্রাসীরা আমাদের উপর হামলা করে শান্ত হননি। তারা আমাদের দু’টি মোটর সাইকেল, নগদ টাকা, স্বর্ণের আংটি এবং মোবাইল ফোনও ছিনিয়ে নিয়েছে।
কক্সবাজার পুলিশ সুপার ড. ইকবাল হোসেন জানান, ঘটনাটি আমি শুনেছি। আক্রান্তরা থানায় গিয়ে অভিযোগ দিলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে, রামু থানার অফিসার (ওসি) লিয়াকত আলী জানান, উভয় পক্ষের মধ্যে সংঘর্ষে সাংবাদিক সেলিম ও সাগর আহত হয়েছে। হামলাকারীরাও সাংবাদিক বলে জানান-ওসি।
এ ঘটনায় রামু থানার ওসি লিয়াকত আলীর ভূমিকা নিয়ে বিস্ময় প্রকাশ করেন পেশাদার সংবাদকর্মীরা। ঘটনাটি ভিন্নখাতে প্রবাহিত করার চেষ্টা করছে বলে অভিযোগ হামলার শিকার সাংবাদিকদের।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।