
রামুতে ইজিবাইক (টমটম) গাড়িতে চার্জ দেয়ার বৈদ্যুতিক তারে বিদ্যুৎতায়িত হয়ে প্রাণহারিয়েছে ৬ বছরের শিশু সোহান। গতকাল রোববার (৯ জুলাই) দুপুরে রামু উপজেলার চাকমারকুল ইউনিয়নের ৬নং ওয়ার্ড উত্তর চাকমারকুল নয়াপাড়া এলাকায় ঘটনাটি ঘটে। সে ওই ইউনিয়নের ৭নং ওয়ার্ড উত্তর চাকমারকুল শ্রীমুরা এলাকার আবু তাহেরের ছেলে মিমতাহারুল ইসলাম সোহান। প্রশাসনকে অবহিত না করে পরিবার সদস্য ও পড়শিরা বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে নিহত মিমতাহারুল ইসলাম সোহানের দাফন সম্পন্ন করেছেন। স্থানীয় সূত্রে জানা যায়, শিশুটি নানার বাড়িতে খেলার সময় সবার অজান্তে ইজিবাইক (টমটম) গাড়িতে চার্জ দেয়ার বৈদ্যুতিক তারে বিদ্যুৎতায়িত হয়। পরিবারের লোকজন তাকে মৃত উদ্ধার করে। রোববার বিকাল সাড়ে ৫টায় নিজ গ্রাম উত্তর চাকমারকুল শ্রীমুরা এলাকায় শিশু সোহানের দাফন সম্পন্ন করা হয় বলে জানান, ওই এলাকার ইউপি সদস্য আবুবক্কর ছিদ্দিক।
২০২১ ফেব্রুয়ারি ০৮ ০৮:৩১:১১
২০২০ জুলাই ২৮ ০৬:০২:৪৫
২০২০ জুন ২৭ ১১:১৮:৫৪
২০২০ জুন ২২ ১২:৫৩:২৯
২০২০ মে ২৯ ০৫:৫৩:৩৫
২০২০ মে ০৯ ০১:০৫:২৩
২০২০ মে ০৭ ০৫:০৩:৩০
২০২০ মে ০৫ ১১:৫৩:৩৯
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।