১৩ অক্টোবর, ২০২৫ | ২৮ আশ্বিন, ১৪৩২ | ২০ রবিউস সানি, ১৪৪৭


শিরোনাম
  ●  গর্জনিয়া পুলিশ ফাঁড়িতে ঢুকে হুমকি অভিযোগ ৪ এনসিপি নেতার বিরুদ্ধে   ●  কক্সবাজার পলিটেকনিক ইনস্টিটিউটে স্কিলস অ্যান্ড ইনোভেশন কম্পিটিশন অনুষ্ঠিত   ●  আলোচিত ইমরানের ২০ হাজার ইয়াবা নিয়ে লুটপাট, পরে রফাদফা!   ●  দৈনিক যুগান্তর পত্রিকায় প্রকাশিত সংবাদের প্রতিবাদ   ●  কক্সবাজারে ভূমি নিবন্ধনে আকাশচুম্বী বর্ধিত উৎসেকর বাতিল, প্রসংশায় পঞ্চমুখ সালাহউদ্দিন আহমদ   ●  হলদিয়ায় ইমরানের ২০ হাজার ইয়াবা নিয়ে উধাও ৩ যুবক   ●  দুর্ধর্ষ প্রতারক দিদারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি   ●  ইয়াবাসহ পুলিশে সোপর্দ, চোর সন্দেহে চালান, এলাকায় ক্ষোভ   ●  শিক্ষার্থীদের ভালোবাসায় সিক্ত কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান   ●  “প্লাস্টিক উৎপাদন কমানো না গেলে এর ব্যবহারে নিয়ন্ত্রণ আনা সম্ভব নয়”

রামুতে দেশীয় অস্ত্র ও ইয়াবাসহ ৩ ডাকাত আটক


রামু রাবার বাগান এলাকায় অভিযান চালিয়ে দেশীয় অস্ত্র ও ইয়াবাসহ ৩জন ডাকাতকে আটক করেছে র‌্যাব। ১৫ জানুয়ারী সন্ধ্যা ৭টায় এ অভিযান চালানো হয়।
র‌্যাব-৭ এর প্রেরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় রোববার ডাকাতি প্রস্তুতির খবর পেয়ে লেঃ কমান্ডার আশেকুর রহমানের নেতৃত্বে ওই এলাকায় অভিযান চালানো হয়। এসময় কয়েকজন লোকের গতিবিধি সন্দেহজনক দেখায় তাদের জিজ্ঞাসা করার জন্য ডাকলে তারা পালানো চেষ্টা করে। পরে চৌকষ র‌্যাব সদস্যরা ধাওয়া করে গর্জনিয়া এলাকার মাঝিরঘাটার হাজী মোঃ ইসলামের পুত্র মোঃ শাহিনুর রহমান (২৪), মৃত আব্দুল হাকিমের পুত্র মোঃ শফিউল আলম(১৮) ও শহরের পূর্ব পাহাড়তলীর মোঃ কাশেমের পুত্র মোঃ মিজানুর রহমান (২০) কে আটক করা হয়। তাদের দেহ তল্লাশী করে একটি ওয়ান শুটার গান, একটি দেশীয় তৈরি এক নলা বন্দুক, ৩ রাউন্ড গুলি, ৩টি ছুরি, ৪ হাজার পিস ইয়াবা ও নগদ ৭ হাজার টাকা উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদে তারা জানায় তাদের সহযোগী গর্জনিয়া কচ্ছপিয়া গিলাতলী এলাকার মোঃ ইসলামের পুত্র সোনা মিয়া (২৮) ও মাঝিরঘাটার মোঃ আব্দুর রহিম র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা রুজু করে রামু থানায় হস্তান্তর করা হবে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।