২৭ অক্টোবর, ২০২৫ | ১১ কার্তিক, ১৪৩২ | ৪ জমাদিউল আউয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  ভূমিদস্যু ও সন্ত্রাসীদের হুমকিতে নিরাপত্তাহীন পরিবার, চার সন্তান স্কুলে যাওয়া বন্ধ   ●  রামুতে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা রিজনের নেতৃত্বে এক ব্যক্তির দোকান দখলের অভিযোগ, চাঁদাবাজি মামলায় জিটু কারাগারে   ●  গর্জনিয়া পুলিশ ফাঁড়িতে ঢুকে হুমকি অভিযোগ ৪ এনসিপি নেতার বিরুদ্ধে   ●  কক্সবাজার পলিটেকনিক ইনস্টিটিউটে স্কিলস অ্যান্ড ইনোভেশন কম্পিটিশন অনুষ্ঠিত   ●  আলোচিত ইমরানের ২০ হাজার ইয়াবা নিয়ে লুটপাট, পরে রফাদফা!   ●  দৈনিক যুগান্তর পত্রিকায় প্রকাশিত সংবাদের প্রতিবাদ   ●  কক্সবাজারে ভূমি নিবন্ধনে আকাশচুম্বী বর্ধিত উৎসেকর বাতিল, প্রসংশায় পঞ্চমুখ সালাহউদ্দিন আহমদ   ●  হলদিয়ায় ইমরানের ২০ হাজার ইয়াবা নিয়ে উধাও ৩ যুবক   ●  দুর্ধর্ষ প্রতারক দিদারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি   ●  ইয়াবাসহ পুলিশে সোপর্দ, চোর সন্দেহে চালান, এলাকায় ক্ষোভ

রামুতে ঘুমন্ত স্বামী-স্ত্রীকে জবাই করে হত্যা

নিজস্ব প্রতিবেদক:
কক্সবাজারের রামুতে ভারি বর্ষণে চলাকালে শেষরাতে ঘুমন্ত অবস্থায় স্বামী-স্ত্রীকে জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার (১৯ জুন) ভোররাতের কোন এক সময় ঈদগড় ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড উপরের খিল এলাকায় এ নির্মম ঘটনা ঘটে বলে জানিয়েছেন রামু থানার ওসি আবু তাহের দেওয়ান।
নিহতরা হলেন, ঈদগড় ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বউ ঘাট উপরের খিল এলাকার বাসিন্দা কামাল হোসেনের মেয়ে রুবি আক্তার (১৯) ও তার স্বামী নুর মোহাম্মদ (২৮)। নুর মোহাম্মদ চট্টগ্রামের রাউজান এলাকার বাসিন্দা।
ঈদগড় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ফিরোজ আহমেদ ভুট্টো বলেন, আমার ইউনিয়নের ৬নম্বর ওয়ার্ড বউঘাট উপরেরখীল এলাকায় একটি দম্পতি হত্যার শিকার হয়েছে বলে জেনেছি। আমি কক্সবাজার অবস্থান করায় এর বেশি কিছু বলতে পারছি না। মেয়ের পরিবারের সাথে ভিন্ন ওয়ার্ডের কয়েক লোকের দ্বন্দ্ব ছিল বলে জানতাম। কিন্তু রাতে একই কক্ষে একসাথে দুজনকে হত্যার মতো এমন কার সাথে শত্রুতা তা বুঝে আসছে না।
রামু থানার ওসি আবু তাহের দেওয়ান বলেন, আমরা ঘটনাস্থলে রয়েছি। ধারণা করা হচ্ছে রাত ২-৩ টার দিকে এই হত্যাকান্ড ঘটেছে। মেয়ের পরিবার কয়েকযুগ পূর্বে আসা রোহিঙ্গা এবং এখানে বসবাস করতো বলে প্রচার পাচ্ছে। ঘটনার ক্লো বের করার চেষ্টা চলছে। হত্যাকান্ডে জড়িতদের তদন্তপূর্বক ব্যবস্থা নেয়া হবে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।