২২ অক্টোবর, ২০২৫ | ৬ কার্তিক, ১৪৩২ | ২৯ রবিউস সানি, ১৪৪৭


শিরোনাম
  ●  ভূমিদস্যু ও সন্ত্রাসীদের হুমকিতে নিরাপত্তাহীন পরিবার, চার সন্তান স্কুলে যাওয়া বন্ধ   ●  রামুতে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা রিজনের নেতৃত্বে এক ব্যক্তির দোকান দখলের অভিযোগ, চাঁদাবাজি মামলায় জিটু কারাগারে   ●  গর্জনিয়া পুলিশ ফাঁড়িতে ঢুকে হুমকি অভিযোগ ৪ এনসিপি নেতার বিরুদ্ধে   ●  কক্সবাজার পলিটেকনিক ইনস্টিটিউটে স্কিলস অ্যান্ড ইনোভেশন কম্পিটিশন অনুষ্ঠিত   ●  আলোচিত ইমরানের ২০ হাজার ইয়াবা নিয়ে লুটপাট, পরে রফাদফা!   ●  দৈনিক যুগান্তর পত্রিকায় প্রকাশিত সংবাদের প্রতিবাদ   ●  কক্সবাজারে ভূমি নিবন্ধনে আকাশচুম্বী বর্ধিত উৎসেকর বাতিল, প্রসংশায় পঞ্চমুখ সালাহউদ্দিন আহমদ   ●  হলদিয়ায় ইমরানের ২০ হাজার ইয়াবা নিয়ে উধাও ৩ যুবক   ●  দুর্ধর্ষ প্রতারক দিদারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি   ●  ইয়াবাসহ পুলিশে সোপর্দ, চোর সন্দেহে চালান, এলাকায় ক্ষোভ

রামুতে ইটভাটায় উপজেলা প্রশাসনের অভিযান; দুই লাখ ৫০ হাজার টাকা জরিমানা আদায়

নিজস্ব প্রতিনিধি:

কক্সবাজারের রামুতে অবৈধভাবে লাইসেন্স বিহীন ইটভাটা ও লাকড়ী ব্যবহার এবং কৃষি জমির মাটি কাটার বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন রামু। মঙ্গলবার ( ২৩ জানুয়ারি) বিকালে রামু উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও সহকারি কমিশনার ভুমি নিরুপম মজুমদারের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। এ অভিযানে মোট ২ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা আদায় করেন তিনি।

জানা যায়, অভিযানে রামুর খুনিয়াপালং ইউনিয়নের অবৈধ লাইসেন্স বিহীন ইটভাটা ও লাকড়ী ব্যবহারের দায়ে মোশতাক আহমদের মালিকাধানী এসএসবি-১, এসএসবি-২ এবং বিকে আজমের মালিকানাধীন বিকেবিকে নগদ ১ লক্ষ ৮০ হাজার টাকা জরিমানা
করেন। তাছাড়া একই ইউনিয়নে অবৈধভাবে বালু উত্তোলন করার দ্বায়ে ৫০ হাজার টাকা জরিমানা করেন রামু উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও সহকারি কমিশনার ভুমি নিরুপম মজুমদার। পরে দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের উমখালী এলাকায় এবং রাজারকুল ইউনিয়নে কৃষি জমির মাটি কেটে ইট ভাটার উদ্দেশ্যে ব্যবহার করায় ২০ হাজার টাকাসহ মোট ২ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা করেন ভারপ্রাপ্ত ইউএনও রামু।

অভিযানে রামু উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও সহকারি কমিশনার ভুমি নিরুপম মজুমদার সাংবাদিকদের জানান, কিছু ব্যবসায়ী মহল অবৈধভাবে কৃষি জমির টপসয়েল কেটে ইটভাটায় বিক্রি করে দিচ্ছে,যার কারনে মাঠির উর্বরতা নষ্ট হচ্ছে। তাছাড়া বেশ কিছু ইটভাটায় লাকড়ী ব্যবহার করা হচ্ছে এবং কাগজপত্র ঠিক নেই। আমাদের এই অভিযান ধারাবাহিকভাবে চলমান থাকবে, এবং উপজেলা প্রশাসন রামু তাদের বিরুদ্ধে জিরো ট্রলারেন্স নীতিতে অটল থাকবে। ইতোপূর্বেও বেশ কয়েকবার অভিযান পরিচালনা করা হয়েছে এবং বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট স্যারের নির্দেশনায় জনস্বার্থে এ অভিযান চলমান থাকবে। অভিযানে আনসার ব্যাটালিয়নের সদস্য সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।