৫ নভেম্বর, ২০২৫ | ২০ কার্তিক, ১৪৩২ | ১৩ জমাদিউল আউয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  চিকিৎসা বিজ্ঞানে উখিয়ার সন্তান ডাঃ আব্দুচ ছালামের উচ্চতর ডিগ্রী অর্জন   ●  ভূমিদস্যু ও সন্ত্রাসীদের হুমকিতে নিরাপত্তাহীন পরিবার, চার সন্তান স্কুলে যাওয়া বন্ধ   ●  রামুতে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা রিজনের নেতৃত্বে এক ব্যক্তির দোকান দখলের অভিযোগ, চাঁদাবাজি মামলায় জিটু কারাগারে   ●  গর্জনিয়া পুলিশ ফাঁড়িতে ঢুকে হুমকি অভিযোগ ৪ এনসিপি নেতার বিরুদ্ধে   ●  কক্সবাজার পলিটেকনিক ইনস্টিটিউটে স্কিলস অ্যান্ড ইনোভেশন কম্পিটিশন অনুষ্ঠিত   ●  আলোচিত ইমরানের ২০ হাজার ইয়াবা নিয়ে লুটপাট, পরে রফাদফা!   ●  দৈনিক যুগান্তর পত্রিকায় প্রকাশিত সংবাদের প্রতিবাদ   ●  কক্সবাজারে ভূমি নিবন্ধনে আকাশচুম্বী বর্ধিত উৎসেকর বাতিল, প্রসংশায় পঞ্চমুখ সালাহউদ্দিন আহমদ   ●  হলদিয়ায় ইমরানের ২০ হাজার ইয়াবা নিয়ে উধাও ৩ যুবক   ●  দুর্ধর্ষ প্রতারক দিদারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

রামু রিপোর্টার্স ইউনিটি’র কার্যকরী পরিষদের নির্বাচন

ramu-reporters-unity-pic-20.5.15_1

পর্যটন উপজেলা রামুর একঝাঁক তরুন সাংবাদিকদের সংগঠন রামু রিপোর্টার্স ইউনিটি’র কার্যকরী পরিষদের নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনে আবুল কাশেম (দৈনন্দিন) সভাপতি এবং আবুল কাশেম সাগর (সমুদ্রকন্ঠ/ভোরের ডাক) সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।  বুধবার (২০ মে) বিকাল পাঁচটায় সংগঠনের অস্থায়ী কার্যালয়ে সংগঠনের বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত হয়।

রামু রিপোর্টার্স ইউনিটির সভাপতি সোয়েব সাঈদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাসান তারেক মুকিমের সঞ্চালনায় অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভায় বক্তব্য রাখেন, সহ-সভাপতি অর্পণ বড়ুয়া, সহ-সাধারণ সম্পাদক মো. নাছির উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ আবুবকর ছিদ্দিক, অর্থ সম্পাদক ওবাইদুল হক নোমান, দপ্তর ও প্রচার সম্পাদক আবুল কাশেম সাগর, কার্যকরী সদস্য আবুল কাশেম ও আহমদ ছৈয়দ ফরমান। শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন আহমদ ছৈয়দ ফরমান।

সভায় সাধারণ সম্পাদক হাসান তারেক মুকিম বার্ষিক প্রতিবেদন এবং অর্থ সম্পাদক ওবাইদুল হক নোমান আয়-ব্যয়ের হিসাব পেশ করেন। পরে এ কমিটির নেতৃবৃন্দ নির্বাচন কমিশনার সোয়েব সাঈদের কাছে সকল দায়িত্ব হস্তান্তর করেন।

বার্ষিক সভা শেষে দ্বিতীয় অধিবেশনে নির্বাচন কমিশনার সোয়েব সাঈদ গোপন ভোটের মাধ্যমে সভাপতি এবং সাধারণ সম্পাদক পদে নির্বাচন পরিচালনা করেন। এতে কক্সবাজারের বেতার শিল্পী আবুল কাশেম ( দৈনিক দৈনন্দিন) সভাপতি এবং আবুল কাশেম সাগর (সমুদ্রকন্ঠ/ভোরের ডাক) সাধারণ সম্পাদক নির্বাচিত হন। নির্বাচন শেষে সর্বসম্মতিক্রমে রামু রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্যরা হলেন, সহ-সভাপতি অর্পণ বড়–য়া (বাংলানিউজ/সমুদ্রবার্তা), সহ-সাধারণ সম্পাদক মো. নাছির উদ্দিন (যায়যায়দিন/আমাদের কক্সবাজার), সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ আবুবকর ছিদ্দিক (দিনকাল), অর্থ সম্পাদক ওবাইদুল হক নোমান (হিমছড়ি/সাঙ্গু), দপ্তর ও প্রচার সম্পাদক আহমদ ছৈয়দ ফরমান ( দৈনিক হিমছড়ি), কার্যকরী সদস্য সোয়েব সাঈদ (দৈনিক কক্সবাজার/পূর্বদেশ), হাসান তারেক মুকিম (আমাদের কক্সবাজার) ও আল মাহমুদ ভূট্টো (মানবজমিন/আজকের দেশবিদেশ)।

সভায় সাংবাদিক নেতৃবৃন্দ বলেন, সৎ, তথ্যনির্ভর ও পেশাদারিত্বের মনোভাব নিয়ে সাংবাদিকতাকে আরো সমৃদ্ধ করার লক্ষ্যে ২০১৪ সালের ৮ মে ‘রামু রিপোর্টার্স ইউনিটি গঠিত হয়। রামু উপজেলা একটি ঐতিহাসিক জনগুরুত্বপূর্ণ স্থান। সাহিত্য-সংস্কৃতি, পর্যটনের অপার সম্ভাবনাময় এ অঞ্চলকে বিশ্বজুড়ে আরো বেশী পরিচিত করতে সাংবাদিকদের এ সংগঠন অগ্রনী ভুমিকা পালন করে যাচ্ছে।

সভায় রামুর প্রতিনিধিত্বশীল কবি আশীষ কুমারের রোগমুক্তি কামনা করা হয়। এছাড়া রামুর লেখক হাফেজ মুহাম্মদ আবুল মঞ্জুরের জেঠা নুরুল হকের ইন্তেকালে শোক প্রকাশ করে তাঁর আত্মার মাগফেরাত কামনা এবং শোকাহত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানানো হয়।

 

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।