১৭ সেপ্টেম্বর, ২০২৫ | ২ আশ্বিন, ১৪৩২ | ২৪ রবিউল আউয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  হলদিয়ায় ইমরানের ২০ হাজার ইয়াবা নিয়ে উধাও ৩ যুবক   ●  দুর্ধর্ষ প্রতারক দিদারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি   ●  ইয়াবাসহ পুলিশে সোপর্দ, চোর সন্দেহে চালান, এলাকায় ক্ষোভ   ●  শিক্ষার্থীদের ভালোবাসায় সিক্ত কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান   ●  “প্লাস্টিক উৎপাদন কমানো না গেলে এর ব্যবহারে নিয়ন্ত্রণ আনা সম্ভব নয়”   ●  নানা কর্মসূচির মধ্য দিয়ে কক্সবাজারে তাঁতীদলের খালেদা জিয়ার জন্মদিন পালন   ●  বৃহত্তর হলদিয়া পালং বিএনপির সাবেক সভাপতি আব্দুল আজিজ মেম্বারের ৫ম মৃত্যুবার্ষিকী আজ   ●  মরিচ্যা পালং সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা   ●  রামুতে বনবিভাগের নির্মাধীন স্থাপনা উচ্ছেদ নিয়ে প্রশাসন ও বনকর্মীদের মাঝে প্রকাশ্যে বাকবিতন্ডা   ●  সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ছৈয়দ নুরের মৃত্যুতে জেলা বিএনপির শোক

রমজানে কারসাজি করে পণ্যের দাম বাড়ালেই ব্যবস্থা: বাণিজ্যমন্ত্রী

রমজানে পণ্যের কৃত্রিম সংকট তৈরি করলে বা কারসাজি করে পণ্যের দাম বাড়ালে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। তিনি বলেছেন, ‘বর্তমানে দেশে ছোলা, ডাল, চিনি, পেঁয়াজ ও রসুন চাহিদার চেয়ে অনেক বেশি মজুদ রয়েছে। তাই রমজান মাসে এসব পণ্যের দাম স্বাভাবিক থাকবে। কিন্তু কেউ যদি কৃত্রিম সংকট কিংবা কারসাজি করে দাম বাড়ানোর চেষ্টা করে তবে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’

শুক্রবার (১২ মে) রাতে ভোলা চেম্বার অব কর্মাস অ্যান্ড ইন্ডাস্ট্রি’র আয়োজনে ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময়ের সময় তিনি এসব কথা বলেন।

তোফায়েল আহমেদ বলেন, ‘ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) মাধ্যমে যে পরিমাণ চিনি আমদানি করা হয়েছে তা চাহিদার তুলনায় অনেক বেশি। আন্তজার্তিক বাজারে চিনির দাম গত বছরের তুলনায় ৯ শতাংশ কম। সুতরাং আন্তর্জাতিক বাজারের দোহাই দিয়েও দেশের বাজারে চিনির দাম বাড়ানো যাবে না।’

এছাড়া রমজানকে পুঁজি করে ব্যবসায়ীরা যাতে কৃত্রিম সংকট তৈরি বা নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বাড়াতে না পারে সেজন্য সংশ্লিষ্ট জেলা প্রশাসক ও পুলিশ সুপারদের বাজার তদারকি করার আহ্বান জানান বাণিজ্যমন্ত্রী।

তোফায়েল আহমেদ বলেন, ‘পদ্মা সেতুর কাজ দ্রুতগতিতে এগিয়ে চলছে। ২০১৮ সালের মধ্যে পদ্মা সেতু দিয়ে গাড়ি চলবে। পদ্মা সেতু ছাড়াও ঢাকাতে মেট্রোরেল, চট্রগ্রামে কর্ণফুলী টানেল, কক্সবাজারে কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্প, সমুদ্রবন্দর হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বেই এসব উন্নয়নের কাজ হচ্ছে।’

তিনি আরও বলেন, ‘শেষ পর্যন্ত শেখ হাসিনাকে অনুসরণ করে রূপকল্প ঘোষণা করেছেন খালেদা জিয়া। তবে রূপকল্প ঘোষণা নয়; তারচেয়ে বরং ২০০১ সালে ক্ষমতায় এসে খালেদা জিয়া যেসব অপকর্ম করেছিলেন সেসবের জন্য তার ক্ষমা চাওয়া উচিত ছিল।’

ভোলা চেম্বার অব কর্মাস অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আবদুল মমিন টুলুর সভাপত্বিতে সভায় আরও বক্তব্য রাখেন- জেলা প্রশাসক মো. সেলিম উদ্দিন, পুলিশ সুপার মোঃ মোক্তার হোসেনসহ অনেকে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।