২৫ আগস্ট, ২০২৫ | ১০ ভাদ্র, ১৪৩২ | ১ রবিউল আউয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  “প্লাস্টিক উৎপাদন কমানো না গেলে এর ব্যবহারে নিয়ন্ত্রণ আনা সম্ভব নয়”   ●  নানা কর্মসূচির মধ্য দিয়ে কক্সবাজারে তাঁতীদলের খালেদা জিয়ার জন্মদিন পালন   ●  বৃহত্তর হলদিয়া পালং বিএনপির সাবেক সভাপতি আব্দুল আজিজ মেম্বারের ৫ম মৃত্যুবার্ষিকী আজ   ●  মরিচ্যা পালং সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা   ●  রামুতে বনবিভাগের নির্মাধীন স্থাপনা উচ্ছেদ নিয়ে প্রশাসন ও বনকর্মীদের মাঝে প্রকাশ্যে বাকবিতন্ডা   ●  সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ছৈয়দ নুরের মৃত্যুতে জেলা বিএনপির শোক   ●  চুরি করতে গিয়ে পুলিশ কনস্টেবলের স্ত্রী ধর্ষণ   ●  আজ রিমান্ডে পেকুয়া নেওয়া হচ্ছে জাফর আলমকে, নিরাপত্তার শঙ্কা!   ●  কক্সবাজারে ঝটিকা মিছিলে ঘুম ভাঙলো পুলিশের, গ্রেফতার ৫৫   ●  হাসিঘর ফাউন্ডেশন উখিয়া শাখার নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

যুবলীগ নেতা চঞ্চলের ‘আত্মহত্যা’

jubo-ligue


নিজের লাইসেন্স করা পিস্তল মাথায় ঠেকিয়ে গুলি করে ‘আত্মহত্যা’ করেছেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম মেম্বার এনায়েত কবির চঞ্চল (৪৫)। ধানমন্ডির ১ নম্বর রোডের ৩৯ নম্বর বাসার গ্যারেজের বাথরুম থেকে বুধবার বেলা ১১টা ৫ মিনিটে লাশটি উদ্ধার করা হয়।

ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বক্কর সিদ্দিক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, বুধবার বেলা ১১টা ৫ মিনিটে ধানমন্ডির ১ নম্বর রোডের ৩৯ নম্বর বাসার নিচ তলার গ্যারেজের বাথরুমের দরজা ভেঙে এনায়েত কবির চঞ্চলের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়। লাশের পাশ থেকে তার লাইসেন্স করা পয়েন্ট টু-টু বোরের একটি পিস্তলও উদ্ধার করা হয়।

ধানমন্ডি থানার ইন্সপেক্টর (তদন্ত) হেলাল উদ্দিন জানান, এনায়েত কবির চঞ্চল সকাল ১০টার দিকে হাঁটার জন্য বাইরে যান। কিছুক্ষণ পর তিনি বাসায় ফিরে নিচ তলায় গ্যারেজের ভেতর গাড়িচালকদের বাথরুমে প্রবেশ করে দরজা আটকে দেন। এর কিছুক্ষণ পর গুলির আওয়াজ শোনা যায়। পরে বাসা থেকে পুলিশকে খবর দেওয়া হয়।

তিনি আরও জানান, বেলা ১১টা ৫ মিনিটে বাথরুমের দরজা ভেঙে তার গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়। লাশের পাশ থেকে তার লাইসেন্স করা পিস্তলও জব্দ করা হয়।

এদিকে, এনায়েত কবির চঞ্চলের পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে, তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত না করেই লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। লাশের গোসলও সম্পন্ন হয়েছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।