১৭ আগস্ট, ২০২৫ | ২ ভাদ্র, ১৪৩২ | ২২ সফর, ১৪৪৭


শিরোনাম
  ●  নানা কর্মসূচির মধ্য দিয়ে কক্সবাজারে তাঁতীদলের খালেদা জিয়ার জন্মদিন পালন   ●  বৃহত্তর হলদিয়া পালং বিএনপির সাবেক সভাপতি আব্দুল আজিজ মেম্বারের ৫ম মৃত্যুবার্ষিকী আজ   ●  মরিচ্যা পালং সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা   ●  রামুতে বনবিভাগের নির্মাধীন স্থাপনা উচ্ছেদ নিয়ে প্রশাসন ও বনকর্মীদের মাঝে প্রকাশ্যে বাকবিতন্ডা   ●  সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ছৈয়দ নুরের মৃত্যুতে জেলা বিএনপির শোক   ●  চুরি করতে গিয়ে পুলিশ কনস্টেবলের স্ত্রী ধর্ষণ   ●  আজ রিমান্ডে পেকুয়া নেওয়া হচ্ছে জাফর আলমকে, নিরাপত্তার শঙ্কা!   ●  কক্সবাজারে ঝটিকা মিছিলে ঘুম ভাঙলো পুলিশের, গ্রেফতার ৫৫   ●  হাসিঘর ফাউন্ডেশন উখিয়া শাখার নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন   ●  উৎসবমুখর পরিবেশে সাংবাদিক ইউনিয়ন কক্সবাজার’র নির্বাচন সম্পন্ন

‘যারা ৫/১০ কেজি চালের লোভ সামলাতে পারে না, তাদের নেতাগিরি না করে ভিক্ষা করা উচিত’

দিনাজপুর-৬ আসনের এমপি শিবলী সাদিক বলেছেন, ‘যারা গরীবের ৫/১০ কেজি চালের লোভ সামলাতে পারে না, নেতাগিরি না করে এইসব চাল চোরদের ভিক্ষা করা উচিত। আমার নির্বাচনি এলাকায় এ ধরনের বিক্ষিপ্ত দুয়েকটি ঘটনা ঘটেছে। সঙ্গে সঙ্গে আমরা স্থানীয় প্রশাসন ও আমি নিজে কঠোর হস্তে সেই বিষয়টি দমন করেছি, একটি বিষয় আরও তদন্তের মধ্যে রয়েছে। আমি এবিষয়ে আশ্বস্ত করতে চাই, আমার নির্বাচনি এলাকায় গরীব মানুষের জন্য বরাদ্দকৃত চাল চুরি করে কেউ পার পাবে না। আমি জীবিত থাকা অবস্থায় এইটা হতে দেবো না কখনও।’

শনিবার (২৫ এপ্রিল) বিকাল ৫টায় তার নিজস্ব ফেসবুকে এক ভিডিও বার্তার মাধ্যমে তিনি এই মন্তব্য করেন। এসময় তিনি সবাইকে বাসায় নিরাপদে থাকার অনুরোধ জানান।

তিনি আরও বলেন, ‘আমাদের উৎপাদিত যে ফসল এটি ভালোভাবে সবার ঘরে উঠুক। নিরাপদ দূরত্বে থেকে আমরা যেন আমাদের কৃষি কাজগুলো করতে পারি। আর কৃষিকাজ না করলে আমাদের খাদ্য সংকটে পড়তে হবে, সেটি যেন কখনোই না হয়। আমি সবার কাছে অনুরোধ রাখছি, সবাই নিরাপদ দূরত্ব রেখে মুখে মাস্ক ব্যবহার করে কাজ করবেন। কৃষকদের মাস্ক ব্যবহারের অনুরোধ জানাই, এটি না থাকলে তাদের কাছে যে গামছা থাকে সেটি ব্যবহার করে কৃষি কাজ করবেন।’

তিনি আরও বলেন, ‘আবহাওয়া ভালো থাকায় এবারে ধানের বাম্পার ফলন হবে। আগামী কিছুদিনের মধ্যে এই সোনালী ফসল ঘরে উঠাতে পারবো। এতে করে মানুষের যে খাদ্যের সংকট সেটিও কমে আসবে।‘

এসময় তিনি আরও বলেন, ‘আমার অঞ্চলের কৃষকরা তাদের উৎপাদিত সবজির দাম পাচ্ছে না। প্রধানমন্ত্রীর নির্দেশনায় ছাত্রলীগের নেতাকর্মীদের মাধ্যমে এসব সবজি ক্রয় করে নির্বাচনি এলাকায় সরবরাহ করার চেষ্টা করছে। সেই সঙ্গে সরকারের পাশাপাশি এই রমজান মাসে নিজ নিজ এলাকার গরিব অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানাই।’

সূত্র- বাংলাট্রিবিউন

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।