
“বঙ্গবন্ধুর জন্মদিনের অঙ্গীকার, আমরা হব তার আদর্শের উত্তরাধিকার” প্রতিপাদ্যকে সামনে রেখে আজ ১৭ মার্চ যথাযথ মর্যাদায় পালিত হলো জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৬তম জন্মদিবস ও জাতীয় শিশু দিবস ২০১৫। সকাল ৮.৩০ জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মুখে স্থাপিত জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্য দিয়ে দিবসের সূচনা করেন জেলা প্রশাসক মোঃ আলী হোসেন। পরে বিভিন্ন ধরণের ব্যানার ও প্লাকার্ড সজ্জিত এবং বিভন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত প্রায় এক হাজার দুইশ শিশুর অংশগ্রহনে এক বর্ণাঢ্য র্যালী জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মুখ থেকে শুরু হয়ে কবিতা চত্বরে গিয়ে শেষ হয়। কবিতা চত্বরে জেলা প্রশাসকের বেলুন উড়ানোর মাধ্যমে দিবসের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষনা করা হয়। বেলুন উড়ানো শেষে বঙ্গবন্ধুর জন্মদিবসের প্রতি শুভ কামনা করে কক্সবাজার জেলা পরিষদের সৌজন্যে সরবরাহকৃত একশ পাউন্ড ওজনের কেক কেটে উপস্থিত শিশু কিশোরদের মাঝে বিতরণ করা হয়। এরপরে শুরু হয় জেলা প্রশাসক মোঃ আলী হোসেনের সভাপতিত্বে বঙ্গবন্ধুর

৯৬তম জন্মদিবস ও জাতীয় শিশু দিবসের আলোচনা সভা। নাইজিন হুদা তমির উপস্থাপনায় শুরু হওয়া আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য বেগম খুরশিদ আরা হক। আলোচনা সভার শুরুতে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন শিশু বক্তা জান্নাতুল আনান শাহারু এবং স্বাগত বক্তব্য প্রদান করেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা আহসানুল হক। আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদ প্রশাসক মোস্তাক আহমেদ চৌধুরী, পুলিশ সুপার শ্যামল কুমার নাথ, সিভিল সার্জন ডাঃ কমর উদ্দিন, কক্সবাজার পৌরসভার মেয়র সরওয়ার কামাল, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সালাউদ্দিন আহমেদ(সিআইপি), বিশিষ্ট রাজনীতীবিদ নজরুল ইসলাম চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা ও সাবেক পৌর মেয়র নুরুল আবছার, জেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার মোঃ শাহজাহান এবং জেলা মহিলা সংস্থার চেয়ারম্যান কানিজ ফাতেমা মোস্তাক। সভায় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন শরণার্থী প্রত্যাবসন কমিশনের কমিশনার, উপপরিচালক(স্থানীয় সরকার), অতিরিক্ত জেলা প্রশাসকবৃন্দ, বিভিন্ন দপ্তরের প্রধানগণ, স্কুল-কলেজের

শিক্ষকবৃন্দ, সাংবাদিকবৃন্দ ও অন্যান্য সুধীবৃন্দ। আলোচনা সভা শেষে জেলা শিশু একাডেমি আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিশুদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় এবং সর্বশেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এছাড়াও বঙ্গবন্ধুর ঐতিহাসিক জীবন ও কর্মের উপর এক স্থিরচিত্র প্রদর্শনী কক্সবাজার শহীদ দৌলত ময়দান সংলগ্ন পাবলিক লাইব্রেরীর বারান্দায় দিনব্যাপী অনুষ্ঠিত হয়।
২০২১ ফেব্রুয়ারি ০৮ ০৮:৩১:১১
২০২০ জুলাই ২৮ ০৬:০২:৪৫
২০২০ জুন ২৭ ১১:১৮:৫৪
২০২০ জুন ২২ ১২:৫৩:২৯
২০২০ মে ২৯ ০৫:৫৩:৩৫
২০২০ মে ০৯ ০১:০৫:২৩
২০২০ মে ০৭ ০৫:০৩:৩০
২০২০ মে ০৫ ১১:৫৩:৩৯
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।