১৭ ডিসেম্বর, ২০২৫ | ২ পৌষ, ১৪৩২ | ২৫ জমাদিউস সানি, ১৪৪৭


শিরোনাম
  ●  খুনিয়াপালংয়ে বিএনপি সভাপতির সহযোগিতায় শতবর্ষী কবরস্থান দখলের পাঁয়তারা   ●  কক্সবাজার শত্রুমুক্ত দিবস ১২ ডিসেম্বর   ●  বৌদ্ধ সমিতি কক্সবাজার জেলা কমিটি গঠন সভাপতি অনিল, সম্পাদক সুজন   ●  সভাপতি পদে এগিয়ে ছাতা প্রতিকের প্রার্থী জয়নাল আবেদিন কনট্রাক্টর   ●  প্রকাশিত সংবাদ প্রসঙ্গে উখিয়ার নুরুল হকের প্রতিবাদ ও ব্যাখ্যা   ●  ইয়াবার কথোপকথন ভাইরাল হওয়া ডালিম এখনো অধরা   ●  বৃত্তি পরীক্ষায় বিশেষ গ্রেড পেল খরুলিয়ার রোহান   ●  মরিচ্যা চেকপোস্টে ৪০ হাজার ইয়াবাসহ ভুয়া নৌবাহিনী সদস্য আটক   ●  উখিয়ায় বীর মুক্তিযোদ্ধা ডাক্তার আবুল কাশেমের ইন্তেকাল   ●  উখিয়ায় নিখোঁজের ৪দিনেও সন্ধান মেলেনি শিশু নুরশেদের

মৌসুমি বায়ুর প্রভাবে বৃষ্টি, থাকবে আরও তিন দিন

ঘূর্ণিঝড় মোরা, এরপর এল নিম্নচাপ। এর প্রভাবে জুন মাসের প্রথম থেকে বৃষ্টি হয়েছিল। এখন দাপট দেখাতে শুরু করেছে মৌসুমি বায়ু। উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের ওপর সক্রিয় রয়েছে এটি। মৌসুমি বায়ুর সক্রিয়তার কারণে দেশজুড়ে বৃষ্টি হচ্ছে। এই প্রবণতা আরও তিন দিন থাকবে।

আবহাওয়া অধিদপ্তর জানায়, মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে। এ জন্য খুলনা, বরিশাল, ঢাকা, সিলেট ও ময়মনসিংহ বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর ও রাজশাহী বিভাগের অনেক জায়গায় দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ হালকা বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। চট্টগ্রাম, বরিশাল ও সিলেট বিভাগের কোথাও কোথাও বেশ ভারী বৃষ্টি হতে পারে।

চট্টগ্রাম বিভাগে গতকাল বৃহস্পতিবার সকাল নয়টা থেকে আজ শুক্রবার সকাল নয়টা পর্যন্ত বেশি বৃষ্টি হয়েছে। কক্সবাজারের কুতুবদিয়ায় সবচেয়ে বেশি ১৪২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর। এ সময় রাজধানী ঢাকায় ১৭, ময়মনসিংহে ৮, চট্টগ্রামে ৬১, সিলেটে ৭, রাজশাহীতে সামান্য, রংপুরে ৫, খুলনায় ১১ ও বরিশালে ১৩ মিলিমিটার বৃষ্টি হয়েছে।
আবহাওয়া বিশেষজ্ঞদের মতে, বৃষ্টির এই ধারা আরও তিন দিন থাকতে পারে।

আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক বলেন, মৌসুমি বায়ু সক্রিয় থাকলে থেমে থেমে বৃষ্টি হয়। সে কারণে এখন দেখা যাচ্ছে, সারা দেশেই এ ধরনের বৃষ্টি হচ্ছে।

গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ফরিদপুর ও ডিমলায় ৩৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস এবং আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল রাঙামাটিতে ২৩ ডিগ্রি সেলসিয়াস।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।