কক্সবাজারে মৌলিক সাংবাদিকতার ওপর দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা ও ফিচার লিখন প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে। ২২ জুন সোমবার সকাল সাড়ে দশটায় জেলা পরিষদ সম্মেলন কক্ষে এ কর্মশালার উদ্বোধন করেন কক্সবাজার অনলাইন প্রেস ক্লাবের সভাপতি ও কক্সবাজার নিউজ ডটকম (সিবিএন)’র সম্পাদক অধ্যাপক আকতার চৌধুরী।
এতে মূখ্য প্রশিক্ষক ছিলেন বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব, জনপ্রিয় স্যাটেলাইট চ্যানেল মাই টিভির সিনিয়র রিপোর্টার এবং টকশো উপস্থাপক আমিরুল মোমেনিন মানিক।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসাবে বক্তব্য রাখেন কক্সবাজার পৌর মেয়র সরওয়া কামাল, দৈনিক আজকের কক্সবাজার সম্পাদক ও কক্সবাজার পৌর আওয়ামীলীগের সভাপতি মুজিবুর রহমান ও জেলা তথ্য কর্মকর্মা মো. আহসান কবীর।
‘রোড টু ইথিকস জার্নালিজম-বাংলাদেশ’ আয়োজিত কর্মশালার বিভিন্ন পর্বে আলোচনায় অংশ নেন শব্দায়ন এর পরিচালক জসিম উদ্দিন বকুল, কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবু তাহের চৌধুরী, সাংবাদিক ইউনিয়ন কক্সবাজার’র সাধারণ সম্পাদক ও দৈনিক হিমছড়ির সম্পাদক হাসানুর রশীদ, দৈনিক সমুদ্র কন্ঠের সম্পাদক ও সম্পাদক পরিষদের সদস্য সচিব অধ্যাপক মঈনুল হাসান পলাশ, বাংলাদেশ অনলাইন জার্নালিস্ট এসোসিয়েশন (বিওজেএ) কক্সবাজার জেলা সভাপতি ও দৈনিক সৈকতের নির্বাহী ও বার্তা সম্পাদক আনছার হোসেন।
এতে শুভেচ্ছা বক্তব্য রাখেন, দৈনিক সকালের কক্সবাজার’র সম্পাদক ফরহাদ ইকবাল এবং কক্সবাজার রিপোর্টার্স ইউনিটি’র সভাপতি ও দৈনিক ইনানীর নির্বাহী সম্পাদক রাসেল চৌধুরী, বিজয় টিভি’র কক্সবাজার প্রতিনিধি ও দৈনিক ইনানীর মফস্বল সম্পাদক ইমাম খাইর ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে এমফিল গবেষক ও ‘রোড টু ইথিকস জার্নালিজম-বাংলাদেশ’ এর আহবায়ক সাইফুল্লাহ সাদেক।
কক্সবাজার টাইমস ডটনেট (সিটিএ)’র নির্বাহী সম্পাদক ইসলাম মাহমুদ ও সকালের কক্সবাজারের সিনিয়র রিপোর্টার মোহাম্মদ হোসাইন এর পরিচালনায় কর্মশালায় আলোচকরা বলেন, প্রশিক্ষণ ছাড়া কোন কাজ করা যায়না। প্রশিক্ষণই একজন ব্যক্তিকে যোগ্য থেকে আরো যোগ্যতর করে গড়ে তুলে। তারা আরো বলেন, বাংলাদেশে সচল ও অচল সাংবাদিকতা নামে দু’টো ধারা প্রচলন রয়েছে। একজন সাংবাদিককে ‘সচল সাংবাদিক’ হতে হবে। সচল সাংবাদিকতার জন্য প্রশিক্ষণের বিকল্প নেই।
দিনব্যাপী এ কর্মশালায় সংবাদ সংগ্রহ, সংবাদ ও ফিচার লেখা কিংবা টিভি-রেডিওতে সংবাদ পাঠ, রিপোর্টিং, উপস্থাপনা, টকশো পরিচালনা এবং অনলাইন সাংবাদিকতার ওপর প্রশিক্ষণ দেওয়া হয়। এতে জেলার বিভিন্ন এলাকা থেকে প্রায় একশ প্রশিক্ষণার্থী অংশ গ্রহণ করেন। প্রশিক্ষণ শেষে সবাইকে সনদ প্রদান করা হয়।
কর্মশালায় সার্বিক বিষয়ে সহায়তা করেন ছৈয়দ আলম, মীর হোসাইন, এস্তে ফারুক, আরোজ ফারুক, আতিকুর রহমান মানিক, মহিউদ্দিন মাহী।
উল্লেখ্য, বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নরত সৃজনশীল মেধাবী শিক্ষার্থীদের নেতৃত্বে গঠিত ‘রোড টু ইথিকস জার্নালিজম-বাংলাদেশ’ দেশের তরুণদের সাংবাদিকতা সহ বিভিন্ন সৃজনশীল উদ্যোগ গ্রহণে উৎসাহীত করতে কাজ করছে। দেশের উদ্যমী এবং তরুণ মেধাবীদের এ কাজে সম্পৃক্ত করার অংশ হিসেবেই কক্সবাজারে দিনব্যাপী এই প্রশিক্ষণ কর্মশালা এবং ফিচার লেখা প্রতিযোগিতার আয়োজন করেছে।
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।