৭ নভেম্বর, ২০২৫ | ২২ কার্তিক, ১৪৩২ | ১৫ জমাদিউল আউয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  চিকিৎসা বিজ্ঞানে উখিয়ার সন্তান ডাঃ আব্দুচ ছালামের উচ্চতর ডিগ্রী অর্জন   ●  ভূমিদস্যু ও সন্ত্রাসীদের হুমকিতে নিরাপত্তাহীন পরিবার, চার সন্তান স্কুলে যাওয়া বন্ধ   ●  রামুতে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা রিজনের নেতৃত্বে এক ব্যক্তির দোকান দখলের অভিযোগ, চাঁদাবাজি মামলায় জিটু কারাগারে   ●  গর্জনিয়া পুলিশ ফাঁড়িতে ঢুকে হুমকি অভিযোগ ৪ এনসিপি নেতার বিরুদ্ধে   ●  কক্সবাজার পলিটেকনিক ইনস্টিটিউটে স্কিলস অ্যান্ড ইনোভেশন কম্পিটিশন অনুষ্ঠিত   ●  আলোচিত ইমরানের ২০ হাজার ইয়াবা নিয়ে লুটপাট, পরে রফাদফা!   ●  দৈনিক যুগান্তর পত্রিকায় প্রকাশিত সংবাদের প্রতিবাদ   ●  কক্সবাজারে ভূমি নিবন্ধনে আকাশচুম্বী বর্ধিত উৎসেকর বাতিল, প্রসংশায় পঞ্চমুখ সালাহউদ্দিন আহমদ   ●  হলদিয়ায় ইমরানের ২০ হাজার ইয়াবা নিয়ে উধাও ৩ যুবক   ●  দুর্ধর্ষ প্রতারক দিদারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

মুসা বিন শমসেরের গাড়ি জব্দ

বিতর্কিত ব্যবসায়ী মুসা বিন শমসেরের একটি কালো রেঞ্জ রোভার গাড়ি জব্দ করেছে শুল্ক ও গোয়েন্দা বিভাগ। শুল্ক ফাঁকি দিয়ে ওই গাড়িটি আমদানি করা হয়।

মঙ্গলবার বিকালে ধানমণ্ডির একটি বাড়ি থেকে গাড়িটি জব্দ করা হয়।

শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের মহাপরিচালক (ডিজি) ড. মইনুল খান জানান, ভুয়া দলিল দিয়ে গাড়িটির রেজিস্ট্রেশন নেয়া হয়েছিল। ভোলা ঘ ১১-০০-৩৫ নম্বরের এ গাড়িটি লুকিয়ে ফেলার চেষ্টাও চলছিল।

তিনি জানান, প্রাথমিকভাবে তথ্য ছিল- মুসার গুলশান ২ নম্বর সেকশনের ১০৪ নম্বর রোডের বাড়িতে ওই গাড়িটি আছে। সে অনুযায়ী মঙ্গলবার সকালে সেখানে যান শুল্ক গোয়েন্দারা। গাড়িটি জমা দিতে সকাল ৮টায় মুসাকে নোটিশ দেয়া হয়।

সিসি ক্যামেরার ফুটেজ দেখে শুল্ক গোয়েন্দারা নিশ্চিত হন, গাড়িটি ওই বাড়িতেই থাকে। গাড়িটিতে করে সকালে নাতিকে ধানমণ্ডির স্কুলে পাঠান মুসা। দুপুরে শুল্ক গোয়েন্দারা বাড়িতে অভিযান চালানোর পর গাড়িটি আর বাড়িতে আনা হয়নি। নাতিকে অন্য একটি গাড়িতে করে বাসায় আনা হয়।

পরে ধানমণ্ডির ৬ নম্বর সড়কের ৫১ নম্বর বাড়িতে অভিযান চালিয়ে গাড়িটি উদ্ধার করা হয়। উদ্ধার করা গাড়িটি কালো রঙের হলেও নথিপত্রে গাড়িটির রঙ সাদা ছিল। এতে প্রমাণিত হয়- তিনি গাড়িটির রঙ বদলে ফেলেছিলেন।

ড. মইনুল খান আরও জানান, ভুয়া আমদানি দলিল দিয়ে গাড়িটির নিবন্ধন করা হয়েছিল।

শুল্ক গোয়েন্দা সূত্র জানায়, চট্টগ্রাম কাস্টম হাউসের বিল অব এন্ট্রি ১০৪৫৯১১ (১৩/১২/২০১১) এর মাধ্যমে ১৩০ ভাগ শুল্ক দিয়ে ভোলা থেকে গাড়িটির রেজিস্ট্রেশন নেয়া হয়। পাবনার ফারুকুজ্জামান নামে এক ব্যক্তির নামে নিবন্ধন নেয়া হয়। গাড়িটি মুসা বিন শমসের ব্যক্তিগতভাবে ব্যবহার করেছিলেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।