২৯ এপ্রিল, ২০২৫ | ১৬ বৈশাখ, ১৪৩২ | ৩০ শাওয়াল, ১৪৪৬


শিরোনাম
  ●  বীর মুক্তিযোদ্ধা এম. আবদুল হাই এর ১১তম মৃত্যুবার্ষিকী ২৯ এপ্রিল   ●  লুৎফুর রহমান কাজলের মা সাবেক এমপি সালেহা খানমের ইন্তেকাল করেছেন   ●  টেকনাফে যৌথ বাহিনীর সঙ্গে ডাকাতদলের গোলাগুলি, গুলিবিদ্ধ ১   ●  সিবিআইইউ’তে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন হয়েছে।   ●  গভীর রাতে পাহাড়ের মাটিভর্তি একটি ড্রাম ট্রাক( ডাম্পার) জব্দ করেছে কক্সবাজার বনবিভাগ   ●  অস্ত্র উদ্ধার ও ওয়ারেন্ট তামিলে জেলার শ্রেষ্ঠ হলেন এসআই খোকন কান্তি রুদ্র   ●  উখিয়ায় সাংবাদিক জসিম আজাদের জমি ও বসতবাড়ি দখলের চেষ্টায় হামলা   ●  কৃষকদল নেতা পরিচয়ে জমি দখল গুলি বর্ষণ আটক ১   ●  উখিয়া রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে অস্ট্রেলিয়ান হাইকমিশনারের ৫ সদস্যের প্রতিনিধিদল পরিদর্শন   ●  প্রথম ধাপে এক লাখ ৮০ হাজার রোহিঙ্গাকে ফেরত নিতে রাজি মিয়ানমার

মিস্টার বাংলাদেশ: ওজন ৩৫ মন, দাম চাই ২০ লাখ

অনলাইন ডেস্কঃ

মিস্টার বাংলাদেশ নামের গরুটির ওজন ৩৫ মণ। আকারে বিশাল গরু। মালিক গরুটির দাম ২০ লাখ টাকা চাই। কিন্তু এখনো পর্যন্ত এর দাম উঠেছে ১৩ লাখ টাকায়।

টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার নিজ বাড়িতে গরুটি লালন-পালন করছেন অধ্যক্ষ আমিনুজ্জামান। আমিনুজ্জামান দেলদুয়ার মওলানা আবদুল হামিদ খান ভাসানী ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ।

আমিনুজ্জামান বলেন, কালো-সাদা রঙের এ গরুটির বয়স ৪ বছর। গরুটিকে ঘাস, লতা-পাতা, খৈল, খড়, ভাতের মাড় খাইয়ে বড় করা হয়েছে। গরুটি লম্বায় ১১ ফুট ৬ ইঞ্চি, উচ্চতায় ৬ ফুট ২ ইঞ্চি এবং ওজন ৩৫ মণ। খুবই শান্ত ও রোগমুক্ত এবং স্বাস্থ্য ঝুঁকিমুক্ত ফ্রিজিয়ান জাতের ষাঁড়টি ভার্চ্যুয়াল হাটেই বিক্রি করতে চাই। করোনা ভাইরাস ঝুঁকির কারণে হাটে তুলতে চাই না। এজন্য ফেসবুকে কয়েকটি ছবি পোস্ট করেছি। যোগাযোগের নম্বরও দিয়েছি। সেখানে দামও উল্লেখ করা হয়েছে।

তিনি বলেন, কৃষি সম্প্রসারণ অনুমোদিত মেশিনে তৈরি খাবার ও বিজ্ঞানসম্মত সঠিক পরিচর্যা করা হয়েছে গরুটিকে। কৃষি সম্প্রসারণ অধিদফতরের কর্মকর্তারাও গরুটির স্বাস্থ্য বিষয়ক খোঁজ খবর নিচ্ছেন। ইতোমধ্যে অনেকেই গরুটি কেনার আগ্রহ দেখিয়েছেন। কিন্তু দাম বনিবনা না হওয়ায় এখনো বিক্রি করেনি বলেও জানান তিনি।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।