১৭ আগস্ট, ২০২৫ | ২ ভাদ্র, ১৪৩২ | ২২ সফর, ১৪৪৭


শিরোনাম
  ●  নানা কর্মসূচির মধ্য দিয়ে কক্সবাজারে তাঁতীদলের খালেদা জিয়ার জন্মদিন পালন   ●  বৃহত্তর হলদিয়া পালং বিএনপির সাবেক সভাপতি আব্দুল আজিজ মেম্বারের ৫ম মৃত্যুবার্ষিকী আজ   ●  মরিচ্যা পালং সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা   ●  রামুতে বনবিভাগের নির্মাধীন স্থাপনা উচ্ছেদ নিয়ে প্রশাসন ও বনকর্মীদের মাঝে প্রকাশ্যে বাকবিতন্ডা   ●  সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ছৈয়দ নুরের মৃত্যুতে জেলা বিএনপির শোক   ●  চুরি করতে গিয়ে পুলিশ কনস্টেবলের স্ত্রী ধর্ষণ   ●  আজ রিমান্ডে পেকুয়া নেওয়া হচ্ছে জাফর আলমকে, নিরাপত্তার শঙ্কা!   ●  কক্সবাজারে ঝটিকা মিছিলে ঘুম ভাঙলো পুলিশের, গ্রেফতার ৫৫   ●  হাসিঘর ফাউন্ডেশন উখিয়া শাখার নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন   ●  উৎসবমুখর পরিবেশে সাংবাদিক ইউনিয়ন কক্সবাজার’র নির্বাচন সম্পন্ন

মাদক,বাল্যবিবাহ ও নারী নির্যাতনের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলুন: রিজিয়া রেজা চৌঃ

রায়হান সিকদার,লোহাগাড়াঃ বাংলাদেশ মানবাধিকার কমিশন চট্টগ্রাম দক্ষিণ জেলা আঞ্চলিক কমিটির সভাপতি, সাতকানিয়া-লোহাগাড়ার মাননীয় সংসদ সদস্য প্রফেসর ড.নদভীর সহধর্মিণী,নারীনেত্রী ও মানবাধিকার কর্মী মিসেস রিজিয়া রেজা চৌধুরী বলেছেন,
মাদক,সন্ত্রাস,বাল্যবিবাহ, যৌতুক ও নারী নির্যাতন সামাজিক ব্যাধি। এসবের বিরুদ্ধে মানবাধিকার কর্মীদেরকে কঠোরভাবে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। সন্ত্রাস,মাদক দেশ ও জাতির শত্রু। সাতকানিয়া-লোহাগাড়ায় তাদের কোন স্হান নেই। সন্ত্রাস ও মাদকসহ বিভিন্ন অসামাজিক কার্যকলাপের সাথে জড়িতদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে।
বাংলাদেশ মানবাধিকার কমিশন লোহাগাড়া শাখার উদ্যোগে ৫এপ্রিল বিকেলে উপজেলা পাবলিক হলে মানবাধিকার সম্মেলনে উদ্বোধকের বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো তুলে ধরেন।
বাংলাদেশ মানবাধিকার কমিশন লোহাগাড়া শাখার সভাপতি অধ্যাপক মুহাম্মদ হামিদুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ মানবাধিকার প্রতিষ্টাতা ও কেন্দ্রীয় মহাসচিব
বীর মুক্তিযোদ্ধা ড.সাইফুল ইসলাম দিলদার।
গেষ্ট অব অনার ছিলেন সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার হাসানুজ্জামান মোল্যা, বিশেষ অতিথি ছিলেন লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ সাইফুল ইসলাম ও বাংলাদেশ মানবাধিকার কমিশন চট্টগ্রামের গভর্নর সেতারা গাফ্ফার চৌধুরী ও সাংবাদিক কাইছার হামিদ।
অনুষ্টানে শিক্ষাক্ষেত্রে দক্ষিণ সাতকানিয়া গোলামবারী মডেল উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি মুহাম্মদ ফোরকান উল্লাহ চৌধুরী, চিকিৎসা সেবায় লোহাগাড়া সাউন্ড হেলথ হাসপাতালের চিকিৎসক ডাঃ পারভেজ সাজ্জাত, সমাজসেবায় ডায়মন্ড প্রবাসী গ্রুপের চেয়ারম্যান আলহাজ্ব ওমর ফারুক,সমাজসেবা ও শিক্ষানুরাগী মুহাম্মদ নাজিম উদ্দিন,আইনি সহায়তায় এডভোকেট কফিল উদ্দিন, তরুণ উদ্যোক্তা হিসেবে আলোকিত বাংলাদেশ চেয়ারম্যান নুর মুহাম্মদ, শ্রেষ্ট শিক্ষক দক্ষিণ সাতকানিয়া গোলামবারী মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাস্টার সমশুল আলম,শ্রেষ্ট সংগঠক হিসেবে লোহাগাড়া তরুণ ঐক্য ফোরামের সভাপতি মুহাম্মদ আবু ছিদ্দিককে সম্মাননা স্বারক ক্রেষ্ট প্রদান করা হয়েছে।
অনুষ্টান শেষে সংবর্ধিত অতিথিদেরকে ক্রেষ্ট তুলে দেন বাংলাদেশ মানবাধিকার প্রতিষ্টাতা ও কেন্দ্রীয় মহাসচিব
বীর মুক্তিযোদ্ধা ড.সাইফুল ইসলাম দিলদার এবং বাংলাদেশ মানবাধিকার কমিশন চট্টগ্রাম দক্ষিণ জেলা আঞ্চলিক কমিটির সভাপতি, সাংসদ প্রফেসর ড.নদভীর সহধর্মিণী মিসেস রিজিয়া রেজা চৌধুরী।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।