৩০ এপ্রিল, ২০২৫ | ১৭ বৈশাখ, ১৪৩২ | ১ জিলকদ, ১৪৪৬


শিরোনাম
  ●  বীর মুক্তিযোদ্ধা এম. আবদুল হাই এর ১১তম মৃত্যুবার্ষিকী ২৯ এপ্রিল   ●  লুৎফুর রহমান কাজলের মা সাবেক এমপি সালেহা খানমের ইন্তেকাল করেছেন   ●  টেকনাফে যৌথ বাহিনীর সঙ্গে ডাকাতদলের গোলাগুলি, গুলিবিদ্ধ ১   ●  সিবিআইইউ’তে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন হয়েছে।   ●  গভীর রাতে পাহাড়ের মাটিভর্তি একটি ড্রাম ট্রাক( ডাম্পার) জব্দ করেছে কক্সবাজার বনবিভাগ   ●  অস্ত্র উদ্ধার ও ওয়ারেন্ট তামিলে জেলার শ্রেষ্ঠ হলেন এসআই খোকন কান্তি রুদ্র   ●  উখিয়ায় সাংবাদিক জসিম আজাদের জমি ও বসতবাড়ি দখলের চেষ্টায় হামলা   ●  কৃষকদল নেতা পরিচয়ে জমি দখল গুলি বর্ষণ আটক ১   ●  উখিয়া রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে অস্ট্রেলিয়ান হাইকমিশনারের ৫ সদস্যের প্রতিনিধিদল পরিদর্শন   ●  প্রথম ধাপে এক লাখ ৮০ হাজার রোহিঙ্গাকে ফেরত নিতে রাজি মিয়ানমার

মাতারবাড়ি ফোরামের বার্ষিক মিলন মেলা সম্পন্ন

সংবাদ বিজ্ঞপ্তি : কক্সবাজার শহরে বসবাসরত ও অবস্থানকারী মাতারবাড়ির শিক্ষার্থীদের নিয়ে গঠিত মাতারবাড়ি ফোরামের এক মিলনমেলা ২৩ ফেব্রুয়ারি শুক্রবার দুপুরে কবিতা চত্বরে অনুষ্ঠিত হয়। উক্ত মিলন মেলায় অতিথি ছিলেন বিশিষ্ট শিল্পপতি মো. রইস উদ্দিন, এড. মো. ইব্রাহিম খলিল, শিক্ষানুরাগী মাহাবুব কামাল, কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সহকারী রেজিস্ট্রার কুতুব উদ্দিন, বিশিষ্ট ব্যবসায়ী রফিকুল ইসলাম ভেন্ডার, মো. রুমান আমজাদ, মুস্তাফিজুর রহমান, মো. অহিদুল কাদের, এড. মেজবাহ উদ্দিন, রাজিবুল ইসলাম, কক্সবাজার পৌরসভার কঞ্জার্ভেন্সী পরিদর্শক কবির হোছাইন, জেলা ছাত্রলীগের সমাজসেবা বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম সুমন, শহরের অর্থ বিষয়ক সম্পাদক তাজউদ্দিন, বিশিষ্ট ব্যবসায়ী নুরুল আবছারসহ কক্সবাজারে বসবাসকারী ও অধন্যয়নরত সকল মাতারবাড়ীবাসী।
মিলনমেলায় বক্তারা বলেন, আজ সারা বিশ্ব মাতারবাড়ীর নামে বাংলাদেশকে চিনে। মাতারবাড়ীতে বাস্তবায়িত হচ্ছে দেশের সর্বোচ্চ উন্নয়ন প্রকল্প। কিন্তু অত্যন্ত দুঃখের সাথে বলতে হয় মাতারবাড়ীর মানুষ দেশের উন্নয়নে নিজের সব কিছু বিলিয়ে দিলেও আজ মাতারবাড়ীবাসী অবহেলিত। মাতারবাড়ীর মানুষ আজ সর্বহারা। আজকের এই মিলন মেলার মাধ্যমে সকলকে ঐক্যবদ্ধ হয়ে মাতারবাড়ীর স্বার্থে কাজ করতে হবে। আগামী দিনে বসবাস যোগ্য মাতারবাড়ী গড়ে তোলার জন্য সবাইকে একযোগে কাজ করতে হবে। মিলন মেলায় সিদ্ধান্ত গৃহীত হয় যে, আগামীর মাতারবাড়ী বিনির্মাণ করা এবং বাস্তবায়িত মাতারবাড়ী কয়লাবিদ্যুত প্রকল্পে চাকুরীর ক্ষেত্রে মাতারবাড়ীর স্থানীয় বাসিন্দাকে অগ্রাধিকার দেওয়ার দাবীতে আগামীতে মানববন্ধন এবং জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়। মিলনমেলার সার্বিক পরিচালনায় ছিলেন- শাওন, অনিক, সালাউদ্দিন, সাজ্জাদসহ কক্সবাজারে অধ্যয়নরত শিক্ষার্থীবৃন্দ।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।