৩০ এপ্রিল, ২০২৫ | ১৭ বৈশাখ, ১৪৩২ | ১ জিলকদ, ১৪৪৬


শিরোনাম
  ●  বীর মুক্তিযোদ্ধা এম. আবদুল হাই এর ১১তম মৃত্যুবার্ষিকী ২৯ এপ্রিল   ●  লুৎফুর রহমান কাজলের মা সাবেক এমপি সালেহা খানমের ইন্তেকাল করেছেন   ●  টেকনাফে যৌথ বাহিনীর সঙ্গে ডাকাতদলের গোলাগুলি, গুলিবিদ্ধ ১   ●  সিবিআইইউ’তে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন হয়েছে।   ●  গভীর রাতে পাহাড়ের মাটিভর্তি একটি ড্রাম ট্রাক( ডাম্পার) জব্দ করেছে কক্সবাজার বনবিভাগ   ●  অস্ত্র উদ্ধার ও ওয়ারেন্ট তামিলে জেলার শ্রেষ্ঠ হলেন এসআই খোকন কান্তি রুদ্র   ●  উখিয়ায় সাংবাদিক জসিম আজাদের জমি ও বসতবাড়ি দখলের চেষ্টায় হামলা   ●  কৃষকদল নেতা পরিচয়ে জমি দখল গুলি বর্ষণ আটক ১   ●  উখিয়া রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে অস্ট্রেলিয়ান হাইকমিশনারের ৫ সদস্যের প্রতিনিধিদল পরিদর্শন   ●  প্রথম ধাপে এক লাখ ৮০ হাজার রোহিঙ্গাকে ফেরত নিতে রাজি মিয়ানমার

মহেশখালীর ঘটিভাঙ্গায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষকে ফাঁসাতে দোকান লুঠপাটের অভিযোগ

Ovijog

মহেশখালীর কুতুবজোম ইউনিয়নের ঘটিভাঙ্গায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষকে ফাঁসাতে অপরপক্ষ দোকান লুঠপাট সহ নানা ধরণের মিথ্যা অভিযোগ করেছে বলে জানা যায়।
সূত্রে জানা যায়, গত ০৬ ডিসেম্বর বিকাল ৪.০০টার সময় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় রাহমত আলীর পুত্র মোহাম্মদ রুবেলের (২৬) নেতৃত্বে রাহামত আলী, সামশু মাঝি, আবদুল হক, পোতাইয়া সহ ১০/১২ জনের একটি সংঘবদ্ধ দল ঘটিভাঙ্গা বাজারে একই এলাকার মোঃ আলীর পুত্র আজিজুল হক প্রকাশ বাশি মাঝিকে (২৮) মারধর করে গুরুত্বর জখম করে এবং তার কাছে থাকা টাকা-পয়সা সহ মোবাইল ফোন কেড়ে নেয়। এসময় ঘটনাস্থলে থাকা আমির হোসেন কৌং সহ স্থানীয়রা বাশি মাঝিকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করে।
এদিকে উক্ত ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করে বাশি মাঝিকে ফাঁসাতে প্রতিপক্ষ মোহাম্মদ রুবেল গং দোকান ডাকাতি সহ নানা ধরণের মিথ্যা অভিযোগ করেছে বলে স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়।
আজিজুল হক প্রকাশ বাশি মাঝি জানান, সন্ত্রাসীরা দীর্ঘদিন ধরে নিজ মালিকানাধীন ফিশিং বোটে অবৈধভাবে মালেশিয়া সহ বিভিন্ন জায়গায় মানব পাচার করে আসছে। তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে সন্ত্রাসীরা তাকে হামলা করে গুরুত্বর আহত করেও ক্ষান্ত হয়নি। তারা মোবাইল ফোনের মাধ্যমে বিভিন্ন ধরণের হুমকি ধমকি প্রদর্শন করছে। বর্তমানে সন্ত্রাসীদের হুমকির মুখে পরিবার পরিজন নিয়ে আতংকে বসবাস করছে।  এ ব্যাপারে থানায় অভিযোগের প্রক্রিয়া চলছে বলেও জানায়।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।